ছয়টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, তা নিয়ে আবারও আপত্তি জানিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি ফেডারেল আপিল আদালত এক রায়ে ট্রাম্পের ওই নিষিদ্ধ ঘোষণা পুনর্বহাল করতে অস্বীকার করেছেন। ১০ জন বিচারকের সম্মতিতে ও ৩ জনের আপত্তিতে জারি করা রায়ে বলা হয়, ট্রাম্পের নির্দেশ মুসলমানদের প্রতি বৈষম্যমূলক। জাতীয় নিরাপত্তার জন্য এসব দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষিদ্ধ ঘোষণা জরুরি বলে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখিয়েছে, তা অত্যন্ত ধোঁয়াটে। অন্যদিকে একটি ধর্মের নাগরিকদের প্রতি তাঁর বিদ্বেষ ও অসহিষ্ণুতা এই আদেশে অত্যন্ত স্পষ্ট।
নির্বাহী আদেশটির পক্ষে যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তা প্রশ্নে প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে। অধিকাংশ বিচারকের মতামত ব্যাখ্যা করে চতুর্থ সার্কিট আপিল আদালতের বিচারক রজার গ্রেগরি জানান, জাতীয় নিরাপত্তার খাতিরে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন অস্বীকার করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। কিন্তু এই ক্ষমতা মোটেই চূড়ান্ত বা নিরঙ্কুশ নয়। প্রেসিডেন্ট চাইলেই যা খুশি করতে পারেন না। তিনি বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না, তা গ্রহণযোগ্য নয়। বিশেষত যখন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ফলে বিভিন্ন ব্যক্তিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে।
এর আগে ম্যারিল্যান্ডের একটি ফেডারেল আদালত ট্রাম্পের নির্বাহী আদেশের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ভার্জিনিয়ার আপিল আদালতের হস্তক্ষেপ কামনা করেন। বৃহস্পতিবারের রায়ের ফলে ম্যারিল্যান্ডের সে সিদ্ধান্ত অপরিবর্তিত রইল। ট্রাম্পের আদেশের বিরোধিতা করে সওয়াল-জবাবে অংশ নেন সিভিল লিবার্টিস ইউনিয়নের পক্ষে আইনজীবী ওমর জাদওয়াত। তিনি এক বিবৃতিতে বলেন, আদালতের এই সিদ্ধান্তের ফলে মার্কিন শাসনতন্ত্রেরই জয় হয়েছে।
উল্লেখ্য, শপথ গ্রহণের পরপর ট্রাম্প তড়িঘড়ি করে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের এবং সিরিয়ার উদ্বাস্তুদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে আদালতের বাধার মুখে পড়লে আদেশটি পরিবর্তন করে নতুন করে জারি করা হয়। কিন্তু সে আদেশও আদালতের বিরোধিতা অতিক্রম করতে পারেনি।
আইনমন্ত্রী জেফ সেশনস জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এখন এই প্রশ্নে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করবে।
0 comments:
Post a Comment