Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Thursday, June 8, 2017

ফেসবুকে নতুন ধরনের অ্যালবাম সুবিধা by JasHim News Today-Bangla news today


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি সেবা চালু করেছে। অ্যালবাম নামের ওই সেবার ফলে ব্যবহারকারীরা এখন থেকে তাদের ফেসবুকের সব কার্যক্রম অ্যালবামে নিয়ে রাখতে পারবেন। আগে শুধু ছবির ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য ছিল। কিন্তু ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে অ্যালবাম সুবিধা বিস্তৃত করল ফেসবুক কর্তৃপক্ষ। অর্থাৎ এখন থেকে বিভিন্ন পোস্ট, চেক-ইন ইত্যাদি দিয়ে অ্যালবাম তৈরি করা যাবে।
বর্তমানে ওয়েব এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নতুন সুবিধাটি পাবেন। আইওএসসহ অন্যদের কাছে এটা পৌঁছতে কিছু দিন সময় লাগবে। তবে পর্যায়ক্রমে নতুন অ্যালবাম সুবিধা সবার কাছে পৌঁছবে বলে জানায় কর্তৃপক্ষ।
অ্যালবাম সুবিধা ব্যবহার করতে হলে ফেসবুকে কোনও একটি পোস্ট কিংবা চেক-ইন টাইপ করার পর নিচের দিকে অ্যালবাম লেখা একটি অপশন (পোস্ট অপশনের বাম পাশে) আসবে। সেখানে ক্লিক করেই আপনি উপভোগ করতে পারবেন নতুন ফিচারটি।
সূত্র: বেটা-নিউজ

BD Source:banglatribune
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive