আজকাল কিছু রোবট দেখতে অনেকটা মানুষের মতো হয়। এদের মধ্যে যারা দেখতে মানুষের মতো নয় তারা আবার কাজে পুরোপুরি মানুষের মতো। লেখালেখির কাজ কিংবা রেস্টুরেন্টে অর্ডার নেয়া, খাবার পরিবেশন করার মতো কাজও করছে তারা দক্ষতার সঙ্গে। এরকমই কয়েকটি রোবটের কথা নিয়ে আমাদের আজকের আয়োজন। ইন্টারনেট অবলম্বনে গ্রন্থনা একদিন প্রতিদিন ডেস্ক
যে রোবট জানালা পরিষ্কার করে
জার্মানির তৈরি এ রোবটটির নাম ‘জাস্টিন’। ওকে তৈরি করা হয়েছিল মহাকাশযানের জন্য। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঁচ বছর ছিল সে। পৃথিবীতে ফিরে তাকে মানুষের মতো অনেক কাজই করতে হয়। ঘরের জানালা পরিষ্কার করায় সে ওস্তাদ।
হাত মেলায়, কথাও বলে রোবট
এ রোবটটির নাম ‘রোবয়’। এর ত্বক এবং মাংসপেশি মসৃণ। রোবয় হ্যান্ডশেক করলে মনে হয় যেন কোনো মানুষের সঙ্গেই হাত মেলানো হল। এই রোবট কথা বলতে পারে এবং অনেক ক্ষেত্রে মানুষের মতো আবেগও প্রকাশ করে।
খাবার পরিবেশনে মানুষের চেয়েও দক্ষ
চীনের রেস্টুরেন্টে এ ধরনের রোবট ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। রেস্টুরেন্টে খাবারের ‘অর্ডার’ নেয় এমন রোবটগুলো ঘণ্টার পর ঘণ্টা খাবার পরিবেশন করতে পারে। ‘ওয়েটার’ মানুষ হলে একসময় তো ক্লান্ত হয়, কিন্তু রোবট কখনই ক্লান্ত হয় না।
রোবট যখন লেখক
‘বায়োস’ নামের এ রোবটটি পেশাদার লেখকদের চেয়েও দ্রুত লিখতে পারে। তার বাহুর সঙ্গে লাগানো কলমে প্রয়োজন মতো কালি জোগান দেয়ার ব্যবস্থা আছে। বায়োস ৮০ মিটার কাগজে মাত্র দশ সপ্তাহে হিব্রুতে ৩ লাখ ৪ হাজার ৮০৫টি অক্ষর লিখে দেখিয়েছে।
শেফকুক রোবট
রোবট শুধু অতিথিদের অর্ডারই নেয় না, তারা উনুনের সামনে দাঁড়িয়ে খাবার গরমও করে। ছবিতে আগে থেকে তৈরি করা খাবার গরম করছে রোবট। তবে তরকারি কাটাবাছা বা এ ধরনের কাজগুলো মানুষ সহকর্মীদেরই আগে থেকে করে দিতে হয়।
Source:Jugantor
0 comments:
Post a Comment