অবশেষে প্রকাশ পেল ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত সিনেমার নাম। ‘দ্য রিং’ নয়, ‘রেহনুমা’ও নয়, সিনেমাটির নাম ‘যব হ্যারি মেট সেজাল’!
‘যব উই মেট’ ছবিতে কারিনা কাপুর খান ও শহীদ কাপুরের চমৎকার পর্দা রসায়ন মুগ্ধ করেছিলো সবাইকে। এবারে একই পরিচালকের ‘যব হ্যারি মেট সেজাল’য়ে অনিভয় করতে করতে চলেছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও আনুশকা শর্মা।
‘রাব নে বানা দে জোড়ি’, ‘যব তাক হ্যায় জান’য়ের পর আবারও দর্শক মাতাতে আসছে আনুশকা-শাহরুখ জুটি। ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’য়ে ভিন্ন চরিত্রে এবারে দর্শক দেখতে পাবেন তাদের। সম্প্রতি প্রকাশিত এ ছবির দু’টি পোস্টার দিচ্ছে তেমনই ইঙ্গিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’য়ের দৃশ্যধারণের কাজ। এ ছবিতে দীর্ঘদিনের রোমান্টিক হিরো’র অবতার ভেঙে প্লেবয় চরিত্রে দেখা যাবে শাহরুখকে! ছবির পোস্টারে কবি রুমি’র একটি জনপ্রিয় পঙ্কতি লেখা আছে। পরিচালক বলছেন এটিই নাকি এ ছবির মূল বক্তব্য!
শাহরুখ ও আনুশকার টুইটটারে প্রকাশিত এ ছবির প্রথম পোস্টারে দেখা গেছে ফুর্তিতে মেতে ওঠা হাস্যোজ্জ্বল দুই নায়ক-নায়িকাকে। সাদা শার্ট ও নীল জিন্স প্যান্টে শাহরুখকে দেখা গেছে নাচতে থাকা অবস্থায়। পাশে দাঁড়ানো আনুশকাকে দেখা যাচ্ছে শাহরুখের দিকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে। পটভূমিতে রয়েছে বিশ্ব ভ্রমণের ম্যাপ। পোস্টারের নীচে লেখা, “হোয়াট ইউ সিকিং ইজ সিকিং ইউ”।
দ্বিতীয় পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসতে আর পাশে সিঁড়ির হাতল বেয়ে নেমে তার পথ আটকে দঁড়িয়েছেন দুরন্ত আনুশকা!
আসছে ৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। পূর্বনির্ধারিত মুক্তির তারিখ ১৪ আগস্টে অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’রও মুক্তির কথা থাকায় নিজেদের ছবির মুক্তি এগিয়ে আনতে বাধ্য হয়েছেন ‘যব হ্যারি মেট সেজাল’-এর নির্মাতারা।
Source: Bdnews24
0 comments:
Post a Comment