Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, June 27, 2017

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার By JasHim bangla news 24

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রোববারের সড়ক দুর্ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান মাতুব্বর (৪৫)। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চার।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ব্রিজের নিচে ছুলনা নদীর কচুরীপানা থেকে স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে।  

নিহত মিজান উপজেলার কাইচাইল ইউনিয়নের সাদীপুর গ্রামের মুক্তিযোদ্ধা হারুন মাতুব্বরের ছেলে।

রোববার বিকাল ৩টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াখুলি নামক স্থানে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মামা-ভাগিনাসহ তিনজন নিহত হন।  

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৬৮৮৩) খুলনা যাচ্ছিল। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াখুলি নামক স্থানে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় ব্রিজের পাশে দাঁড়িয়েছিলেন উপজেলার সাদীপুর গ্রামের মিজানুর রহমান, নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে ইমরান তালুকদার (৩৫), ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে তাইমুন (৭)। ইমরান ও তাইমুন সম্পর্কে মামা-ভাগিনা।

প্রাইভেটকারটি তাদের ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা পানি থেকে ইমরান ও তাইমুনের লাশ উদ্ধার করে। কিন্তু মিজানুরকে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিজানুরের লাশ জিয়াখুলি ব্রিজের নিচে ছুলনা নদীর কচুরীপানা থেকে স্থানীয়রা উদ্ধার করে বলে জানান কাইচাইল ইউপি চেয়ারম্যান।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় প্রাইভেটকারের চালক সোহেল মীরকে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। চালকের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় প্রাইভেটকারের ৫ যাত্রী আহত হয়।

Source:Jugantor
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive