Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, June 27, 2017

মৈনট ঘাটে গোসলে নেমে নিখোঁজ ৩ কলেজছাত্র | Bangla jasHim News

মিনি কক্সবাজার খ্যাত ঢাকার দোহারে মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন। তিনজনই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, মিরপুর থেকে সুপ্রিয়, সালমান ও মাহিন মৈনট ঘাট এলাকার পদ্মা নদীতে বেড়াতে আসে। দোহারের জয়পাড়া সাহেব আলী গ্রামে তাদের এক বন্ধু  মাহিদুলের বাসায় যাওয়ার কথা ছিল ওই তিন কলেজছাত্রের। কিন্তু পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা তিনজনই নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন যুবক নিখোঁজ হন। পরে তাদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। দীর্ঘ যানজটের কারণে তাদের আসতে দেরি হচ্ছে।

Source:Dainik Amader Shomoy


Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive