Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, June 27, 2017

যুক্তরাষ্ট্র ও ভারতের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর By Bangla News Today

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার হোয়াইট হাউসের ওভাল দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো সহজ করতে মোদিকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এ সময় দুই নেতাই যুক্তরাষ্ট্র ও ভারতের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।

মোদি ট্রাম্পকে বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আপনার জোরালো প্রতিশ্রুতির মূল্য গভীরভাবে উপলব্ধি করি আমি। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বের অধীনে উভয়পক্ষের জন্য লাভজনক একটি কৌশলগত অংশীদারিত্ব নতুনভাবে শক্তি লাভ করবে।

বৈঠকে ট্রাম্পও ইতিবাচকভাবে কথা বলেছেন। তবে যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে আরও ভারসাম্য আনা দরকার বলেও মোদিকে জানান তিনি।

বাণিজ্য সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করতে চান বলে বৈঠকে মোদিকে জানান ট্রাম্প।

অপরদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন বলেও জানান মোদি।
Source:Jugantor
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive