Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Thursday, June 15, 2017

ব্রিটেনে তিন বাঙালি কন্যার জয়ে মন্ত্রিসভার অভিনন্দন By JasHim News 24

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে তিন বাঙালি কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
এছাড়া সোমবার সকালে জাতীয় সংসদে তিন বাঙালি কন্যার বিজয়ে অভিনন্দন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ওই আলোচনার সূত্রপাত করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আলোচনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেছেন, তাদের বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।
সংসদে অভিনন্দন প্রস্তাব : ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে তিন বাঙালি কন্যার বিজয়ে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে অভিনন্দন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে অনির্ধারিত আলোচনাও হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তিন বাঙালি কন্যাকে অভিনন্দন জানিয়ে বলেন, পনের হাজারেরও বেশি ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক জয়ী হয়েছেন। টিউলিপের একাগ্রতা, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার কারণে এটা সম্ভব হয়েছে। এক্ষেত্রে পরিবারের শিক্ষা ও অনুপ্রেরণা কাজ করেছে।
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিন কন্যাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসারী টিউলিপ সিদ্দিক দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন।
Source: Jugantor
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive