Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, June 20, 2017

ভারতের সাবেক মন্ত্রীর টুইটে মাশরাফির দেশপ্রেম By Bangla News Daily

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বেশ অনেকবারই বলেছেন কথাগুলো। মানুষ ক্রিকেট নিয়ে মাতামাতি করে, ক্রিকেটারদের বীর বলে। মানুষের দৃষ্টিতে ক্রিকেটাররা মহাতারকা। কিন্তু সত্যিকার বীর তো তাঁরাই, যাঁরা বিস্তীর্ণ মাঠে ফসল ফলান, মাথার ঘাম পায়ে ফেলে ইট ভাঙেন, কারখানায় কাজ করে দেশের অর্থনীতিকে সচল রাখেন। মাশরাফির কাছে বীর বলুন কিংবা তারকা—এই কৃষক, শ্রমিক কিংবা খেটে খাওয়া মানুষেরাই।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের এই দর্শনটা খুব ভালো লেগেছে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরের। তিনি ১৭ জুন টুইটারে মাশরাফির ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে লেখা তাঁর সেই বিখ্যাত উক্তি, ‘শ্রমিকেরা তারকা। তাঁরা দেশ গড়েন। আমরা ক্রিকেট খেলে আহামরি কী গড়তে পেরেছি? ক্রিকেট মাঠে কি ধান হয়? যে শ্রমিকেরা ইটের পর ইট গেঁথে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলেন, কারখানায় কাজ করে উৎপাদনে সহযোগিতা করেন; সত্যিকারের বীর, সত্যিকারের তারকা তাঁরাই।’
থারুর মাশরাফির এই উক্তির প্রশংসা করে লিখেছেন, ‘ক্রিকেট নিয়ে বাংলাদেশের দার্শনিক-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারুণ একটা ভাবনা এটি। সত্যিকারের বীরদের অভিনন্দিত করুন, সমর্থন দিন। ক্রিকেট খেলাটা উপভোগ করুন।’
থারুরের এই টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকেই মন্তব্য করেছেন। অনেকের মন্তব্যেই ছিল মাশরাফির প্রতি শ্রদ্ধা ও সম্মান। রাজনৈতিক মন্তব্যও আছে অনেকগুলো। থারুর তাঁর রাজনৈতিক জীবনে মাশরাফির মতো করে ভেবেছেন কি না, এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন কেউ কেউ।
থারুর বর্তমানে ভারতীয় লোকসভায় কংগ্রেসের অন্যতম সাংসদ। সাবেক এই কূটনীতিক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্বও পালন করেছেন। ফ্লেচার স্কুল অব ডিপ্লোমেসির কৃতী ছাত্র থারুর মনমোহন সিংয়ের সরকারে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
Source: Prothom alo
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive