Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, June 27, 2017

রাসায়নিক হামলা চালাতে পারেন আসাদ: যুক্তরাষ্ট্র By Jashim Bangla News

বিদ্রোহীদের দমনে 'সম্ভবত' রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। 
  
সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েেছ। খবর এএফপির। 
  
আসাদকে সতর্ক করে দিয়ে হোয়াইট হাউস বলেছে, এমন হামলা চালালে সিরিয়াকে চড়া মূল্য দিতে হবে। 
  
হোয়াইট হাউজ থেকে বলা হচ্ছে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। আসাদ বাহিনী সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালালে তাদের এজন্য মূল্য দিতে হবে। 
  
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, আসাদ আরও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে। এই হামলার ফলে নিষ্পাপ শিশুসহ বহু বেসামরিক নিহত হবে। 
  
এই হামলা চলতি বছরের এপ্রিলে চালানো রাসায়নিক হামলার মতই হবে বলে আশঙ্কা করছেন তিনি। 
  
বিদ্রোহী অধ্যুষিত খান শেইখুন এলাকায় আসাদ বাহিনী রাসায়নিক হামলা চালাবে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। 
  
তবে আসাদ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করা হয়েছে। তারা বলছে, এটা শতভাগ মিথ্যা গল্প।
Source:Jugantor
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive