মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ অদায় করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার বিশ্বসেরা অল-রান্ডাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (২৬ জুন) সকাল ৯টায় বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে নোমানী ময়দানের জামাতে নামাজ আদায় করেন সাকিব।
নামাজ শেষে সাকিব দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ ছাড়া নোমানী ময়দানে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। মোনাজাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রইচ উদ্দিন। নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কমানা করে মহান আল্লাহ’র কাছে হাত তুলে মোনাজাত করা হয়।
Sorce: Sokaler Khobor 24
Tuesday, June 27, 2017
Home »
Cricket
,
JasHim Bangla News Today
,
News Desk
» বাবার সঙ্গে ঈদ জামাতে সাকিব By JasHim News 24
0 comments:
Post a Comment