Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Sunday, June 11, 2017

ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার DSE-Bangladesh News Daily

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্টের বেশি; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১২৭ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৯৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৩৫ কোটি ৮৯ লাখ টাকা বেশি।

আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৬০ কোটি ১২ লাখ টাকা। 

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৮ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮২ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪ পয়েন্টে।
অন্যদিকে সোমবার সিএসইতে ৪১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ২৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৯ দশমিক ৪০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির। কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।
Source: Bdnews24
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive