ঘুষের
দুই লাখ টাকাসহ হাতেনাতে
গ্রেফতার সহকারী শিক্ষা পরিদর্শক
মো. মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তার জামিন
আবেদন নাকচ করে দিয়ে
এ আদেশ দেন।
আসামিপক্ষে
সৈয়দ রেজাউর রহমান এবং
দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ
হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।
মামলার
অভিযোগে বলা হয়, মোস্তাফিজ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন
পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের অনুকূলে
রিপোর্ট প্রদানের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিন লাখ
টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি
দুর্নীতি দমন কমিশনকে অবহিত
করেন। এরপর
সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের কাছ
থেকে মোস্তাফিজুর রহমান ঘুষের টাকার
প্রথম কিস্তি বাবদ দুই
লাখ টাকা রাজধানীর পলওয়েল
মার্কেটের সামনে এসে গ্রহণকালে
দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক
নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি
বিশেষ টিম মোস্তাফিজুর রহমানকে
হাতে-নাতে গ্রেফতার করে।
দুদকের
সহকারী পরিচালক নূর-ই-আলম
বাদী হয়ে পল্টন থানায়
এই মামলাটি দায়ের করেন।
0 comments:
Post a Comment