Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Monday, June 5, 2017

আমাদের ছেলেরা বীর, আক্রান্ত লন্ডন ছেড়ে আসবে না

Bangladesh Cricket Team by JasHim News
সন্ত্রাসী হামলার পর যুক্তরাজ্যে নিরাপত্তা ঝুঁকি থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা সাহসের সঙ্গে খেলা চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মইনউদ্দিন খান বাদল।
সোমবার সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বাংলাদেশের প্রতি উন্নত দেশগুলোর বিরূপ আচরণের অভিযোগ তুলেন তিনি।

দুই টেস্টের সিরিজ খেলতে ২০১৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বাংলাদেশের আসার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কথা বলে তারা সফর স্থগিত করে।

লন্ডনে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে সংসদে বাদল বলেন, “গত শনিবার লন্ডন রক্তাক্ত হয়েছে। তার আগে ম্যানচেস্টারে, তার আগে লন্ডনে তিন তিনবার রক্তাক্ত হয়েছে। লন্ডনে যেখানে ঘটনা ঘটছে, তার দুই কিলোমিটারের মধ্যে আমাদের ক্রিকেট দল অবস্থান করছে।

“আমাদের ছেলেরা বীরের জাতি। ওরা খেলার মাঠ পরিত্যাগ করে আক্রান্ত লন্ডনকে পেছনে ফেলে বাড়িতে ফিরে আসবে না”, বলেন বাদল।”

বাংলাদেশের প্রতি উন্নত দেশগুলোর বিরূপ আচরণের কথা তুলে ধরে এই বাম নেতা বলেন, “আমি খুব স্পষ্টভাবে বিশ্বে তথাকথিত উন্নত দেশগুলোকে বলতে চাই, আপনারা একই বিষয়ে অন্য রকম আচরণ করেছেন।

“আপনারা বাংলাদেশে এধরনের সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে.. আপনি অস্ট্রেলিয়া বলেছেন, বাংলাদেশে নিরাপত্তা নাই, আমরা খেলতে যেতে পারবো না।”

এর আগে তিন মাসের মধ্যে যুক্তরাজ্যে পর পর দুই বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়াও সেখানে রযেছে। সোমবার বাংলাদেশ দলের সঙ্গে তাদের খেলা।

বাদল বলেন, “আমি জিজ্ঞেস করতে চাই, ম্যানচেস্টারে এবং লন্ডনে এই যে ঘটনা দুটো ঘটলো; এই ঘটনার পরে আপনি অস্ট্রেলিয়া, আপনি তো বলেননি যে, আপনি খেলা বন্ধ করে অস্ট্রেলিয়ায় ফেরত যাবেন।

“বিশ্বের তথাকথিত মাতবররা অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশের মতো দেশগুলোর সাথে নিজেদের অন্যায় ও অবিবেচনাপ্রসূত মতামত চাপিয়ে দেন। তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।”
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive