Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, June 27, 2017

যা থাকছে মেসির বিয়ের খাবারের মেন্যুতে | JasHim Bangla News 24

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন লিওনেল মেসি। চুক্তি ঠিকঠাক মতো হয়ে গেলে মেসিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। নতুন চুক্তির আগে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বার্সা তারকা। শুক্রবার বিয়ে। বিয়ের অনুষ্ঠান আর্জেন্টিনার রোজারিওতে। এখানেই জম্ম ও শৈশবের দিনগুলো কাটিয়েছেন মেসি।
যাকে বিয়ে করছেন সেই আন্তেলিনা রজ্জোকুও রোজারিওর মেয়ে। ২০০৯ সালে মেসি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমার একজন মেয়ে বন্ধু আছে। সে আর্জেন্টিনাতে থাকে। তার মতো বন্ধু পেয়ে আমি সুখি।’

২০১২ সালের নভেম্বরে বাবা হন মেসি। থিয়াগোর বয়স এখন সাড়ে চার বছর। ২০১৫ সলে দ্বিতীয় ছেলের মাত্তেওর জন্ম। বাবা হওয়ার ৫ বছর পর বিয়েটা সেরে নেওয়ার দরকার বোধ করলেন মেসি। এ বিয়ের অনুষ্ঠানে বাবা মায়ের পাশেই থাকবে দুই সন্তান থিয়াগো এবং মাত্তেও।
বিয়ের অনুষ্ঠানটা হবে বেশ জমকালো। নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ২০০ কর্মী। অতিথি হাজার খানেক। আমন্ত্রণ জানানো হয়েছে দিয়োগো ম্যারাডেনাসহ বার্সেলোনা ও আর্জেন্টাইন দলের মেসির সতীর্থদের। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্যক্তিদের।
বিশ্বসেরা এই ফুটবলারের বিয়ের খাবারের মেনুতে কী থাকছে তা নিয়ে চারদিকে যখন কৌতূহল, তখন বিয়ের খাবারের মেনু ফাঁস করে দিল আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল। মেনুতে থাকছে ভেড়ার মাংশের নানা পদ। স্যুপসহ চিকেনের নানা পদ। থাকছে আর্জেন্টাইন স্টেক, সসেস, সুসি। নানা ধরনের সালাদ, ফ্রুটস। রকমারি মিস্টান্ন। আর জুস ও সফট ওয়াটারের সঙ্গে থাকছে দামী বিয়ার।


Source:Dainik Amader Shomoy

Share:

মৈনট ঘাটে গোসলে নেমে নিখোঁজ ৩ কলেজছাত্র | Bangla jasHim News

মিনি কক্সবাজার খ্যাত ঢাকার দোহারে মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন। তিনজনই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, মিরপুর থেকে সুপ্রিয়, সালমান ও মাহিন মৈনট ঘাট এলাকার পদ্মা নদীতে বেড়াতে আসে। দোহারের জয়পাড়া সাহেব আলী গ্রামে তাদের এক বন্ধু  মাহিদুলের বাসায় যাওয়ার কথা ছিল ওই তিন কলেজছাত্রের। কিন্তু পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা তিনজনই নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন যুবক নিখোঁজ হন। পরে তাদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। দীর্ঘ যানজটের কারণে তাদের আসতে দেরি হচ্ছে।

Source:Dainik Amader Shomoy


Share:

গুগলকে রেকর্ড ২৭০ কোটি ডলার জরিমানা By JasHim News 24


বিশ্বের সবচেয়ে বড় সার্চ জায়ান্ট গুগলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিশ্বাস ভঙ্গের দায়ে অ্যান্টি ট্রাস্ট মামলায় ইইউয়ের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রকেরা গুগলকে রেকর্ড পরিমান এ জরিমানা করে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ,  তারা সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী অন্য কোম্পানির তুলনায় নিজেদের শপিং ব্যবসা বা কেনাবেচার ব্যবসাকে প্রথমদিকে প্রদর্শন করে।

গুগলের সাত বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এক ডজনের বেশি অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে ইইউ। এতে গুগলের বিরুদ্ধে মনোপলি বা প্রতিদ্বন্দ্বীদের সেবা বন্ধ করে একচেটিয়া অবৈধ সুবিধা নেয়ার অভিযোগ করা হয়।
Source: Jugantor
Share:

বাবার সঙ্গে ঈদ জামাতে সাকিব By JasHim News 24

মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ অদায় করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার বিশ্বসেরা অল-রান্ডাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (২৬ জুন) সকাল ৯টায় বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে নোমানী ময়দানের জামাতে নামাজ আদায় করেন সাকিব।

নামাজ শেষে সাকিব দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ ছাড়া নোমানী ময়দানে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। মোনাজাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রইচ উদ্দিন। নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কমানা করে মহান আল্লাহ’র কাছে হাত তুলে মোনাজাত করা হয়।

Sorce: Sokaler Khobor 24
Share:

শেষ মুহূর্তের যাত্রায় উপচেপড়া ভিড় বাস লঞ্চ ট্রেনে By JasHim News

ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই দুদিন আগেই স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে গেছেন। ঈদুল ফিতর উপলক্ষে এবার ৮০ লাখ মানুষ রাজধানী ছাড়ছেন বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই রাজধানীর পথঘাট এখন অনেকটা ফাঁকা হলেও বাস, লঞ্চ ও রেল স্টেশনে দেখা গেছে বাড়িমুখো মানুষের প্রচ- ভিড়। বাস-ট্রেন ও লঞ্চে ছাদে ওঠা নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। নির্দেশ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েই বাড়ি ফিরছেন অনেক যাত্রী। কিন্তু ফেরার পথে ফেরিঘাট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ রাজধানী থেকে বের হওয়া সড়কগুলোতে থেমে থেমে যানজটে শিকার হচ্ছেন ঘরমুখো এ মানুষ। এছাড়া প্রতিবারের মতো এবারও নানা রকমের হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। যানজট, পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের মালামাল নিয়ে টানাটানি ইত্যাদি সহ্য করেই গ্রামে যাচ্ছেন রাজধানীর মানুষ। পথে পথে নানা দুর্ভোগ আর বিড়ম্বনায় পড়লেও ঈদ করতে গ্রামে ফেরা পরম আনন্দের। ঈদের আনন্দের কাছে এ দুর্ভোগ যেন আনন্দে মস্নান হয়ে যাচ্ছে বলে জানান ঘরমুখো মানুষরা।
সরজমিনে গতকাল রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘুরে একই দৃশ্য দেখা গেছে। রাজধানীর মহাখালী আন্তঃনগর বাস টার্মিনালে গিয়ে দেখা টার্মিনালে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। অনেকেই অপেক্ষা করছে নির্দিষ্ট যানবাহনের জন্য। কেউ কেউ বাস এলেই টিকিট কাটবেন বলে জানান। অনেকেই বলেছেন টিকিটের দাম বেশি নেয়ার কথা। মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহসহ উত্তরাঞ্চরের বেশ কিছু বাস চলাচল করে। তাই ঈদের আগ মুহূর্তে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছে শত শত মানুষ। তবে বাস-ট্রেন ও লঞ্চে ছাদে ওঠা নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। নির্দেশ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়েই বাড়ি ফিরছেন অনেক যাত্রী। নিয়ম অগ্রাহ্য করে ঈদের চাপ সামলাতে বাসের ছাদে যাত্রী তুলছেন পরিবহন মালিকরা। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিচ্ছিন্ন জট এবং সিরাজগঞ্জে ২১ কিলোমিটার সড়কে যানবাহনে ধীরগতির কারণে গতকাল নির্ধারিত সময় ঢাকা ফিরতে পারেনি অনেক যানবাহন। তাই পরিবহন সংকটের কারণে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীদের।
গতকাল সকালে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় যানজটের কারণে তাদের বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছাতে পারছে না। সে কারণেই ঢাকা থেকে নির্ধারিত সময়ে ছাড়া যাচ্ছে না। এ ব্যাপারে হানিফ পরিবহনের নয়ন নামের একজন চালক জানান, গাইবান্ধা থেকে ঢাকা আসতে সময় লাগে সাধারণত সাত ঘণ্টা। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের যে গাড়ি ছেড়েছে, সেটি পৌঁছেছে সকাল ৭টার দিকে। শনিবার সকালের বাসগুলো ছাড়তে তিন থেকে চারঘণ্টা দেরি হয়েছে বিভিন্ন কাউন্টার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এ ব্যাপারে আবদুর রহমান সুমন নামের নওগাঁর যাত্রী বলেন, 'শনিবার সকাল সাড়ে ৬টা থেকে কাউন্টারে অপেক্ষা করছি, কিন্তু গাড়ি নেই, বলছে জ্যাম। অপেক্ষা ছাড়া আর কি করব?' একই অবস্থা অন্যান্য যাত্রীদেরও।
এ ব্যাপারে হানিফ কাউন্টার ম্যানেজার একেএম রইসুল আলম সবুজ বলেন, "ওই গাড়ি গাজীপুরের চন্দ্রায় জটে আটকে আছে। আমাদের ননএসি বাসগুলো ম্যানেজ করে ছাড়ার চেষ্টা করছি। এসি গাড়ি সময়মতো না পৌঁছানোর কারণে রাতের চারটি গাড়ি সকালে ছেড়েছি। বিভিন্ন জায়গায় জ্যাম থাকায় এই বিলম্ব হচ্ছে।" তিন ঘণ্টা ধরে অপেক্ষায় থাকা শ্যামলী পরিবহনের জয়পুরহাটের যাত্রী কুদ্দুস খান বলেন, "ছাড়ার কথা ছিল ৭টায়, গাড়ি এসেছে পৌনে ৯টার দিকে।"
যানজটের বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল গনি জানান, বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তা দুই লেইনের। রাজশাহী ও রংপুর বিভাগসহ খুলনা বিভাগের কয়েকটি জেলার গাড়ি ওই পথে যায়। ঈদ উপলক্ষে গাড়ির সংখ্যা বেশি থাকায় সেখানে ২১ কিলোমিটার সড়কে গাড়ি চলছে থেমে থেমে।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ধেরুয়া রেলক্রসিং, রসুলপুর, এলেঙ্গা, গোড়াই, সুভল্লা, করটিয়া, পাকুল্লায় সড়কে খানাখন্দের কারণে যানবাহনের গতি কম জানান স্থানীয়রা। অপরদিকে ঈদে ঘরমুখো মানুষের যানবাহন চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ থেকে মুন্সিগঞ্জ, গজারিয়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ অংশে রয়েছে তীব্র যানজট। হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট প্রশাসন যানজট নিরসনে কাজ করলেও মেঘনা ব্রিজ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত নিয়মিত যানজট হচ্ছে। আর এ অংশটিই ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, শুক্রবার দিনের বেলায় চট্টগ্রাম-ফেনী থেকে আসা মালবোঝাই সব ভারী যানবাহন ফেরত পাঠানো হয়েছে। রাত ৯টার পর দেখে দেখে ওইসব যানবাহন সিরিয়াল করে ছাড়া হয়েছে। আজও কোন ভারী যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। তাই যানজটমুক্ত রয়েছে মহাসড়কের এ অংশ। তবে মুন্সিগঞ্জ, গজারিয়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এ এলাকাগুলোতে গত ২-৩ মাস ধরেই যানজট প্রকট আকার ধারণ করেছে। এসব এলাকায় এক জায়গাতেই ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকে। মহাসড়কের পাশে বিভিন্ন শিল্পকারখানা, বাজার, যত্রতত্র ভারী যানবাহন ফেলে রাখা, সুষ্ঠু ট্রাফিক সিস্টেমের অভাবে মহাসড়কের এ অংশের প্রায় ৩০ কিলোমিটার মানুষের ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।
এদিকে গত দুদিনের চেয়ে গতকাল ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ও কমলাপুর রেলস্টেশন ছিল মানুষের উপচেপড়া ভিড়। আন্তঃনগর ট্রেনগুলো যথাসময় ছেড়ে গেলেও যাত্রী বোঝাই ছিল অতিরিক্ত। নির্দেশ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন ও লঞ্চের ছাদে চড়েই বাড়ি ফিরতে দেখা গেছে অনেক যাত্রীদের। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ১০০টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এর আগে গত শুক্রবারের ঈদযাত্রায় সারা দিনে ঘাট থেকে ১২৫টি লঞ্চ ছেড়ে যায়। যেখানে স্বাভাবিক সময় দিনে ৬০ থেকে ৬৫ লঞ্চ ছেড়ে যায়। তবে অতিরিক্ত বোঝাই প্রতিরোধে লঞ্চে যাত্রী ভরার সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়া হচ্ছে বলে বিআইডবিস্নউটিএ'র সূত্র জানায়। এ ব্যাপারে বিআইডবিস্নউটিএ'র সদরঘাটের যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, শনিবার গত শুক্রবারের চেয়ে যাত্রীর চাপ বেশি। তবে সদরঘাটের পুরো এলাকায় সিসি টিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর কিছু দেখা গেলে তা সঙ্গে সঙ্গে সমাধান করা হচ্ছে। তবে লঞ্চে অতিরিক্ত বোঝাই প্রতিরোধে যাত্রী ভরার সঙ্গে ঘাট থেকে লঞ্চ ছড়িয়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে সদরঘাটে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মো. মওদুদ হাওলাদার। তিনি বলেন, পিক আওয়ারে অর্থাৎ দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সদরঘাট এলাকায় ঢাকা মহানগর পুলিশের ২৩৬ জন পুলিশ সদস্য ডিউটি দেন। অন্য সময়ও শতাধিক পুলিশ থাকে। এছাড়া নৌ পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব সদস্য ছাড়াও বিএনসিসির স্বেচ্ছাসেবক রয়েছে বলে জানান তিনি।

Source: The Daily Sangbad
Share:

ইজতেমার দ্বিতীয় দিনেও মুসল্লিদের ঢল By JasHim News

৫২ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও মুসল্লিদের ইজতেমামুখী ঢল অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলার মুসল্লিরা দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমামুখী হচ্ছেন।

আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ বছরের দুই পর্বের ইজতেমার সমাপ্তি ঘটবে। দ্বিতীয় পর্বের ইজতেমায় ইতিমধ্যে ২ জন মুসল্লি মারা গেছেন বলে জানা গেছে। শ্বাসকষ্টজনিত কারণে শুক্রবার রাতে জয়নাল অবেদীন (৬৯) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তার পিতার নাম মৃত সৈয়দ আলী মুন্সি।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দা গ্রামে তার বাড়ি। টঙ্গী সরকারী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: পারভেজ রহমান বাসসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুবরণকারী অপর মুসল্লি হলেন মালয়েশিয়ান প্রবাসী শফিকুল ইসলাম (৩৫)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ঢাকা রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ওমর ফারুক বাসসকে জানান, তিনি মালয়েশিয়া থাকতেন। ১৭ জানুয়ারি ভোরে ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৮ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- জানু ফকির (৬৭), তারা মিয়া (৫৪), সাহেব আলী (৪১), ফজলুল হক (৫৯), আব্দুস সাত্তার (৬৪), বেদন মিয়া (৬৩), হোসেন আলী (৫৮) ও বাবুল মিয়া (৬৫)। আর দুই পর্ব মিলে ১০ জন মারা গেছেন। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের ধর্মীয় আলোচনা বাদ ফজর দিল্লির মাওলানা জামশেদের বয়ানের মধ্যদিয়ে শুরু হয়। মুসল্লি, আলেম-ওলামা ও তাবলীগ অনুসারীদের উদ্দেশে সকাল ১০টায় বিশেষ বয়ান শুরু করেন দিল্লি জামে মসজিদের খতিব মাওলানা সা’দ কান্ধলভী।

বাদ যোহর বয়ান করেন বিশ্ব তাবলীগ জামাতের সাবেক আমির মাওলানা যোবায়ের হাসানের পুত্র মাওলানা মুরসালিন। বাদ আছর বয়ান করেন মাওলানা সা’দ এর পুত্র মাওলানা ইউসুফ ও বাদ মাগরিব বয়ান করেন দিল্লি মারকাজের আমির মাওলানা সা’দ।

২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনে ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে বাংলাদেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলীগ অনুসারী দলের সদস্যরা যোগদান করেছেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের বিশ্বের ৬৫টি দেশের প্রায় ১২ হাজার বিদেশী অতিথিরা অংশ নিয়েছেন। প্রথম পর্বে বিশ্বের প্রায় শতাধিক দেশ থেকে বাংলাদেশে আসা প্রায় ৯ হাজার বিদেশী মুসল্লি অংশ নিয়েছিল। -বাসস।

Source: Bhorer Kagoj
Share:

চিড়িয়াখানায় দর্শনার্থী দেড় লাখ By JasHim News 24



সাড়ে তিন বছরের ময়মুন আক্তার। ঈদের নতুন পোশাক পরে বাবা জসীমউদ্দীনের সঙ্গে আজ মঙ্গলবার এসেছে মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। প্রচণ্ড ভিড় ঠেলে ভেতরে ঢুকে বাবার কোলে বসে সোজা আসে বাঘের খাঁচার সামনে। বিরাট বেঙ্গল টাইগারকে দেখে চিৎকার শুরু করে দেয় ময়মুন, ‘বাবা, খাঁচায় যাব, বাঘের সঙ্গে যুদ্ধ করব।’

শুধু ময়মুন একা নয়, ডোরাকাটা হলদে বাঘটি যখন নিজ আঙিনায় ঘুরছিল, তখন শতাধিক দর্শনার্থীর উচ্ছ্বাস-উল্লাসের মাত্রা ছাড়িয়ে যায়। কেউ মুঠোফোনে সেলফি তোলার চেষ্টা করছিলেন, কেউ ক্যামেরা দিয়ে বাঘটির ছবি তুলে রাখার চেষ্টা করছিলেন। অনেকে আবার বাঘের মতো ‘হালুম হালুম’ গর্জন করছিলেন। বাঘটি অবশ্য একবারের জন্য মুখ না তোলায় অনেক দর্শক হতাশ হয়ে পড়েন।

কেবল বাঘের খাঁচার সামনে নয়, এমন দৃশ্য আজ বিশাল আয়তনের চিড়িয়াখানায় সব জায়গায়—প্রতিটি প্রাণী-পাখির খাঁচার সামনেই। কারণ ঈদ আনন্দ। এই আনন্দ উপভোগের জন্য দর্শনার্থীর প্রচণ্ড ভিড় ছিল মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানায়। তাঁদের ভিড়ের মাত্রা এতটাই বেশি যে সড়ক থেকে চিড়িয়াখানার প্রবেশপথ পর্যন্ত যেতে চলে যায় এক ঘণ্টার বেশি সময়।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত এক লাখের বেশির দর্শনার্থী এসেছেন। দিন শেষে এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে।

বাড্ডা থেকে মো. আজাদ এসেছেন তাঁর স্ত্রীকে নিয়ে। চিড়িয়াখানা আসার কারণ সম্পর্কে তিনি বলেন, কাল বুধবার অফিস। হাতে সময় নেই। ঢাকার বাইরেও যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির সুন্দর ও বৈচিত্র্যময় বন্য প্রাণী রয়েছে। এগুলো দেখার আনন্দই অন্য রকম।

গত এক মাসের মধ্যে এখানে দুটি রেসাস বানর, একটি জলহস্তী, দুটি জিরাফ ও একটি ইম্পালার বাচ্চা জন্মেছে। দর্শনার্থীদের আগ্রহ এসব প্রাণীর দিকেই বেশি ছিল।

ছোট-বড় বেশ কয়েকটি জলহস্তী একসঙ্গে ওদের বেষ্টনীতে বসবাস করে। কিছুক্ষণ পর কাদা-পানি ছেড়ে বিরাট আকৃতির জলহস্তীগুলো উঠে আসছিল শুকনো মাটিতে। গর্জন করছিল বেশ জোরে। দর্শনার্থীদের কাছে এ যেন ছিল পরম পাওয়া। গর্জন শুনে বেশ কয়েকজন বলাবলি করছিলেন, ‘ওরে বাবা, জলহস্তীর এত মাংস! ওরা খায় কী?’ বেষ্টনীর সামনে থাকা সাইনবোর্ডে লেখা, ‘জলহস্তীর খাবার ঘাস, ভুট্টা, ভুসি।’ এটি পড়ে অনেকে আবার বিস্মিতও হন।

জলহস্তীদের তত্ত্বাবধায়ক নূর আলম প্রথম আলোকে বলেন, ঈদের দিনও ভিড় ছিল। আজকে ভিড় আরও বেশি। এ সপ্তাহ এমনই যাবে।

দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রাণীদের পর্যবেক্ষণের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিশেষ দল গঠন করেছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রধান সম্পত্তি ও নিরাপত্তা কর্মকর্তা অসীম কুমার দাস প্রথম আলোকে বলেন, নিরাপত্তাব্যবস্থা তদারকের জন্য ১২টি দল কাজ করছে। প্রতিটি দলে সাতজন রয়েছেন।

অসীম কুমার দাস বলেন, অতিরিক্ত দর্শনার্থীর কারণে প্রাণীদের অনেক সময় মানসিক সমস্যা দেখা দিতে পারে। তা থেকে আবার ওদের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন নাজমুল হুদার নেতৃত্বে একটি দল প্রাণীদের নজরদারি করছে বলে জানান তিনি।

চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের দিন পৌনে এক লাখ দর্শনার্থী এসেছেন। আজকের এই ভিড় বছরের এ বছরের অন্য সময়ের চেয়ে বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী শুক্র ও শনিবারসহ প্রতিদিনই দর্শনার্থীর ভিড় থাকবে বলে আশা করা যায়।

Source: Prothom Alo
Share:

যে কোনও সময় বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ! By jasHim banla News

২০১৬ সালের শেষের দিকেই বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গত বছর এমনটাই ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।  কিন্তু, পরবর্তীকালে সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০ জুন, ২০১৭।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব থেকে জনপ্রিয় অ্যাপ বোধহয় হোয়াটসঅ্যাপ। যে কারণে এই অ্যাপে লাগাতার আপডেশন চলছে। নিত্যনতুন ফিচার যোগ করা হচ্ছে এই অ্যাপে। কিন্তু, হঠাৎই ফেসবুকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হবে!

তবে, ভাল খবর এটাই যে, হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে নয়, এর পরিষেবা বন্ধ করা হবে কয়েকটি মোবাইল প্ল্যাটফর্মে।  

জেনে নিন কোন প্ল্যাটফর্ম সেগুলি:

ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০, নোকিয়া সিম্বিয়ান এস৪০, অ্যান্ড্রয়েড ২.১, অ্যান্ড্রয়েড ২.২, উইনডোজ ফোন ৭.১ এবং আইফোন ৩জিএস/ আইওএস৬।

Source: BD-Pratidin
Share:

ঈদ আনন্দে বৃষ্টির সম্ভাবনা By JasHim News 24


ঈদ আনন্দে বাথা হতে পারে বৃষ্টি। আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। এছাড়া সিলেট ও চট্রগ্রাম বিভাগসহ দেশের কোথাও কোথাও আরো অধিক বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে।  

আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। আজ সকাল ১২টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭%।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Source: BD-Pratidin
Share:

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার By JasHim bangla news 24

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রোববারের সড়ক দুর্ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান মাতুব্বর (৪৫)। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চার।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ব্রিজের নিচে ছুলনা নদীর কচুরীপানা থেকে স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে।  

নিহত মিজান উপজেলার কাইচাইল ইউনিয়নের সাদীপুর গ্রামের মুক্তিযোদ্ধা হারুন মাতুব্বরের ছেলে।

রোববার বিকাল ৩টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াখুলি নামক স্থানে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মামা-ভাগিনাসহ তিনজন নিহত হন।  

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৬৮৮৩) খুলনা যাচ্ছিল। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াখুলি নামক স্থানে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় ব্রিজের পাশে দাঁড়িয়েছিলেন উপজেলার সাদীপুর গ্রামের মিজানুর রহমান, নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে ইমরান তালুকদার (৩৫), ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে তাইমুন (৭)। ইমরান ও তাইমুন সম্পর্কে মামা-ভাগিনা।

প্রাইভেটকারটি তাদের ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা পানি থেকে ইমরান ও তাইমুনের লাশ উদ্ধার করে। কিন্তু মিজানুরকে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিজানুরের লাশ জিয়াখুলি ব্রিজের নিচে ছুলনা নদীর কচুরীপানা থেকে স্থানীয়রা উদ্ধার করে বলে জানান কাইচাইল ইউপি চেয়ারম্যান।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় প্রাইভেটকারের চালক সোহেল মীরকে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। চালকের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় প্রাইভেটকারের ৫ যাত্রী আহত হয়।

Source:Jugantor
Share:

রাসায়নিক হামলা চালাতে পারেন আসাদ: যুক্তরাষ্ট্র By Jashim Bangla News

বিদ্রোহীদের দমনে 'সম্ভবত' রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। 
  
সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েেছ। খবর এএফপির। 
  
আসাদকে সতর্ক করে দিয়ে হোয়াইট হাউস বলেছে, এমন হামলা চালালে সিরিয়াকে চড়া মূল্য দিতে হবে। 
  
হোয়াইট হাউজ থেকে বলা হচ্ছে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। আসাদ বাহিনী সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালালে তাদের এজন্য মূল্য দিতে হবে। 
  
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, আসাদ আরও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে। এই হামলার ফলে নিষ্পাপ শিশুসহ বহু বেসামরিক নিহত হবে। 
  
এই হামলা চলতি বছরের এপ্রিলে চালানো রাসায়নিক হামলার মতই হবে বলে আশঙ্কা করছেন তিনি। 
  
বিদ্রোহী অধ্যুষিত খান শেইখুন এলাকায় আসাদ বাহিনী রাসায়নিক হামলা চালাবে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। 
  
তবে আসাদ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করা হয়েছে। তারা বলছে, এটা শতভাগ মিথ্যা গল্প।
Source:Jugantor
Share:

যুক্তরাষ্ট্র ও ভারতের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর By Bangla News Today

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার হোয়াইট হাউসের ওভাল দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো সহজ করতে মোদিকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এ সময় দুই নেতাই যুক্তরাষ্ট্র ও ভারতের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।

মোদি ট্রাম্পকে বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আপনার জোরালো প্রতিশ্রুতির মূল্য গভীরভাবে উপলব্ধি করি আমি। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বের অধীনে উভয়পক্ষের জন্য লাভজনক একটি কৌশলগত অংশীদারিত্ব নতুনভাবে শক্তি লাভ করবে।

বৈঠকে ট্রাম্পও ইতিবাচকভাবে কথা বলেছেন। তবে যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে আরও ভারসাম্য আনা দরকার বলেও মোদিকে জানান তিনি।

বাণিজ্য সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করতে চান বলে বৈঠকে মোদিকে জানান ট্রাম্প।

অপরদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন বলেও জানান মোদি।
Source:Jugantor
Share:

Sunday, June 25, 2017

ফেসবুকের জরুরি তিন ফিচার By JasHim Bangla News

অনেকেই ফেসবুকে প্রোফাইল ছবি দিতে খুব ভয়ে থাকেন, বিশেষ করে নারীরা। কেউ যদি ছবি ডাউনলোড করে হয়রানি করে! 

এ কারণে অনেকেই প্রোফাইল ছবি ডাউনলোড বন্ধ করে রাখতে চান। এ কথা ভেবে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। পাশাপাশি এখন ফেসবুক লাইভের যুগ। ফেসবুক লাইভ যাতে খুব সহজে করা যায়, সে সুবিধা দিতে একটি পৃথক অ্যাপ তৈরি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর ফেসবুক কর্তৃপক্ষ বন্ধুদের অবস্থান জানানোর জন্য ‘নিয়ারবাই ফ্রেন্ডস’ নামের একটি ফিচার এনেছে আগেই। এ ফিচারটি বন্ধ করার নিয়ম জানা দরকার। ফেসবুকের এ তিনটি ফিচার নিয়ে এ লেখা:
প্রোফাইল ছবি চুরি করা যাবে না
ফেসবুকের প্রোফাইল ছবির ডাউনলোড বন্ধ করতে বিশেষ নিরাপত্তা টুল ‘ফটো গার্ড’ ব্যবহারের পরীক্ষা শুরু হয়েছে ভারতে। গত বুধবার ফেসবুক ভারতে এ পরীক্ষা চলানোর ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে যাঁরা ভারতে ফেসবুক ব্যবহারকারী, যাঁরা তাঁদের প্রোফাইল ছবিতে বাড়তি নিরাপত্তা চান, তাঁরা সেটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে একজন ব্যক্তির প্রোফাইল ছবিতে অন্য কোনো ব্যক্তিকে ট্যাগ করা ঠেকানো যাবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রোফাইল ছবির স্ক্রিন শটও নিতে পারবে না। তবে এ সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। ফিচারটি যখন চালু হবে, তখন ব্যবহারকারীর প্রোফাইল ছবির চারপাশে নীল একটি বর্ডার দেখা যাবে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভারতে পরীক্ষা চালানোর পর শিগগিরই এ ফিচারটি অন্য দেশে চালু করা হবে।

অনেকেই ফেসবুকে প্রোফাইল ছবি দিতে খুব ভয়ে থাকেন, বিশেষ করে নারীরা। কেউ যদি ছবি ডাউনলোড করে হয়রানি করে! 

এ কারণে অনেকেই প্রোফাইল ছবি ডাউনলোড বন্ধ করে রাখতে চান। এ কথা ভেবে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। পাশাপাশি এখন ফেসবুক লাইভের যুগ। ফেসবুক লাইভ যাতে খুব সহজে করা যায়, সে সুবিধা দিতে একটি পৃথক অ্যাপ তৈরি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর ফেসবুক কর্তৃপক্ষ বন্ধুদের অবস্থান জানানোর জন্য ‘নিয়ারবাই ফ্রেন্ডস’ নামের একটি ফিচার এনেছে আগেই। এ ফিচারটি বন্ধ করার নিয়ম জানা দরকার। ফেসবুকের এ তিনটি ফিচার নিয়ে এ লেখা:


প্রোফাইল ছবি চুরি করা যাবে না
প্রোফাইল ছবি চুরি করা যাবে না
ফেসবুকের প্রোফাইল ছবির ডাউনলোড বন্ধ করতে বিশেষ নিরাপত্তা টুল ‘ফটো গার্ড’ ব্যবহারের পরীক্ষা শুরু হয়েছে ভারতে। গত বুধবার ফেসবুক ভারতে এ পরীক্ষা চলানোর ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে যাঁরা ভারতে ফেসবুক ব্যবহারকারী, যাঁরা তাঁদের প্রোফাইল ছবিতে বাড়তি নিরাপত্তা চান, তাঁরা সেটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে একজন ব্যক্তির প্রোফাইল ছবিতে অন্য কোনো ব্যক্তিকে ট্যাগ করা ঠেকানো যাবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রোফাইল ছবির স্ক্রিন শটও নিতে পারবে না। তবে এ সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। ফিচারটি যখন চালু হবে, তখন ব্যবহারকারীর প্রোফাইল ছবির চারপাশে নীল একটি বর্ডার দেখা যাবে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভারতে পরীক্ষা চালানোর পর শিগগিরই এ ফিচারটি অন্য দেশে চালু করা হবে।


ফেসবুক লাইভ অ্যাপ
ফেসবুক লাইভের নতুন অ্যাপ
এখন যুগ ভিডিওর। ভিডিও নির্মাতাদের সুবিধা দিতে নতুন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। এ অ্যাপ দিয়ে সহজেই ফেসবুক লাইভ করা যাবে। মেসেঞ্জারের মতো এটি আলাদা একটি অ্যাপ হিসেবে কাজ করবে। তবে এর আগে মোমেন্টস অ্যাপে এ সুবিধা চালু করবে ফেসবুক। গত শুক্রবার ভিডকন নামের বার্ষিক অনলাইন ভিডিও সম্মেলনে ফেসবুকের পণ্য পরিচালক ড্যানিয়েল ড্যানকার এ ঘোষণা দেন। তিনি বলেন, অ্যাপটি ব্যবহারকারীদের ফেসবুক লাইভের পাশাপাশি নতুন কমিউনিটি ট্যাব সুবিধা দেবে। এতে ভিডিও নির্মাতারা ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রামে কমিউনিটি তৈরি করা যাবে। এতে লাইভ ক্রিয়েটিভ কিট থাকবে। এতে ভিডিও নির্মাতারা ভিডিওতে বিভিন্ন সৃজনশীলতা দেখাতে পারবেন। এ বছরের শেষ নাগাদ অ্যাপটি চালু হতে পারে। মেনশনস অ্যাপের মধ্যে আপাতত পরীক্ষামূলকভাবে এটি চালু করা হতে পারে। এর আগে গত মার্চে লাইভ ভিডিও ফিচারটি স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপের জন্য উন্মুক্ত করে ফেসবুক। এটি চালু করতে নিউজ ফিডের ওপরে লাইভ ভিডিও অপশন ক্লিক করলেই হয়।
নিয়ারবাই ফ্রেন্ডস 
মাল্টিমিডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট স্ন্যাপ ম্যাপ নামের একটি ফিচার এনে চলতি সপ্তাহে খবরের শিরোনাম হয়েছিল। নতুন এ ফিচারটি ব্যবহার করে বন্ধুর অবস্থান ম্যাপে দেখা যায়। অনেকে মনে করেন, ফিচারটি ব্যবহারকারীদের প্রাইভেসি সমস্যায় ফেলবে। কিন্তু এ ধরনের একটি ফিচার ২০১৪ সালে চালু করেছিল ফেসবুক। ফেসবুকের ওই ফিচারটির নাম ‘নিয়ারবাই ফ্রেন্ডস’। ম্যাপে স্থান দেখানো ছাড়া ফিচারটি স্ন্যাপ ম্যাপের মতোই কাজ করে। বন্ধু যখন কাছাকাছি অবস্থানে আসবে, ফেসবুকের এ মোবাইল অ্যাপটি ফেসবুক বন্ধুর নিখুঁত অবস্থান দেখাতে পারে। বন্ধু ভ্রমণরত অবস্থায় তাঁর অবস্থান জানাবে। যাঁরা প্রাইভেসি সচেতন তাঁরা চাইলে এ ফিচারটি বন্ধ করতে পারেন। অ্যান্ড্রয়েড বা আইওএস-নির্ভর ফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন। মেনু বাটন থেকে এক্সপ্লোর ট্যাবে যেতে হবে। সেখানে নিয়ারবাই ফ্রেন্ডস ফিচারটি বন্ধ করা যাবে। 
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, পিসিম্যাগ।
Source: Prothom Alo
Share:

শাকিব খানকে বহিষ্কার রহস্যজনক: তথ্যমন্ত্রী By JasHim bangla News

হাসানুল হক ইনু ও শাকিব খান
‘দর্শকেরা কিন্তু হল থেকে সরে গিয়েছিল। প্রখ্যাত অভিনেতা শাকিব খানের নেতৃত্বে চলচ্চিত্রে পুনরুজ্জীবন ঘটছে। গত কয়েক মাসে শাকিব খানকে দুইবার বহিষ্কার করে দিল!’

বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে এমনটাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার রাতে এফডিসির চলমান আন্দোলন, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের লাঞ্ছনা, শাকিব খান, জাজ মাল্টিমিডিয়া ইস্যুসহ চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন। শাকিব খানকে বহিষ্কারের বিষয়টি রহস্যজনক বলে মন্ত্রী উল্লেখ করেন।

যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়মের অভিযোগ এনে কিছুদিন ধরেই চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের ১৬টি সংগঠনের একাংশ মিলে গঠিত নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আন্দোলন করে। তারা ‘নবাব’ ও ‘বস-২’ সিনেমা দুটির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ করে। এ নিয়ে চলচ্চিত্র পরিবার দুই ভাগে ভাগ হয়ে যায়। উভয় পক্ষই একে অপরের বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ করে।

হাসানুল হক ইনু বলেন, ‘যৌথ প্রযোজনার সিনেমাকে কেন্দ্র করে সেন্সর বোর্ডের বৈঠকে আক্রমণ করা একদম নীতিবহির্ভূত কাজ। এর সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কোনো সম্পর্কই নাই, মানে তাদের কোনো দোষই নাই। ওখানে যে সম্মানিত সদস্য নওশাদ সাহেবের গায়ে হাত দিয়েছেন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এবং বাংলাদেশের পদকপ্রাপ্ত শিল্পী মিশাদের উপস্থিতিতে এই লাঞ্ছনা খারাপ ঘটনা।’ তিনি বলেন, ‘আবার বলছি, যৌথ সিনেমার নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সবকিছুর সিদ্ধান্ত নেয় এফডিসির প্রিভিউ কমিটি। এখানে কোনো মন্ত্রীও বসেন না, সচিবও বসেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র পুনরুজ্জীবনের চেষ্টা করে যাচ্ছেন বলে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অন্ধকার পোড়োবাড়ি এফডিসি চত্বরকে পুনরুজ্জীবিত করেছি আমি। এখানে কোটি টাকার আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, ক্যামেরা—সবই এনে দিয়েছি। এখন এফডিসিতে রমরমা অবস্থা, প্রতিদিন শুটিং হচ্ছে। শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন। সবকিছু করার পরে যখন ছবি তৈরি হচ্ছে এবং দর্শকেরা আবার ফেরত আসছে, আমি হল সংস্কার করার জন্য টাকা জোগাড় করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, টাকা দিয়ে দেন। আমি দিয়ে দেব, হল ডিজিটাল করুন, যাতে মানুষ হলে যায়।’

মন্ত্রী বলেন, যৌথ প্রযোজনার নিয়ম না মানা ও জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে আন্দোলনকারীর শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের একাংশ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে নিষিদ্ধ ও শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। তাঁর কাছে এটা রহস্যজনক লাগছে বলেও উল্লেখ করেছেন।

হাসানুল হক ইনু বলেন, ‘আমি ওদের পক্ষে বা বিপক্ষে না। ওটা আমার কোনো ব্যাপার না। আমি বলছি যে আজকে জাজ মাল্টিমিডিয়াকে বহিষ্কার করে দিল, শাকিব খানকে আজীবন কাজ করতে দেবে না। এই জিনিসগুলো আমার কাছে রহস্যজনক লাগছে। আমার কাছে মনে হচ্ছে, চলচ্চিত্র জগতের যে পরিবার, যাঁরা প্রখ্যাত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, তাঁরা তাঁদের অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বে লিপ্ত। সেখানে সরকারকে কেন জড়াচ্ছে? মন্ত্রীকে কেন জড়াচ্ছে? আর আমার কাছে এটা রহস্যজনক মনে হচ্ছে, একটা অস্থিরতা দেখছি।’
Source: Prothom Alo
Share:

হতবাক অপু By JasHim Bangla News

শাকিব খানকে বহিষ্কার করার ঘোষণা শুনে হতবাক হয়েছেন তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা অপু। তিনি বলেন, ‘শাকিব ১৮ বছর ধরে এই শিল্পের জন্য কাজ করছেন। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। তাঁকে এভাবে বহিষ্কারের ঘোষণায় আমি হতবাক হয়েছি।’

গতকাল শনিবার প্রথম আলোর সঙ্গে আলাপে কথাগুলো বলেন অপু।

শাকিবের কথা উল্লেখ করে অপু বলেন, ‘চলচ্চিত্রের স্বার্থের কথা ভেবে সে নিজের সুখ-শান্তি, সাধ-আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিন নেই, রাত নেই শুধু শুটিং নিয়ে ব্যস্ত থেকেছে। টানা ১৮-২০ ঘণ্টাও কাজ করতে হয়েছে তাকে। সিনেমার শুটিংয়ের কারণে দিনের পর দিন মা-বাবা, ভাইবোন, স্ত্রী-সন্তানদের কাছ থেকেও তাকে দূরে থাকতে হয়েছে। এমনকি অনেক ঈদের দিনও শাকিবকে শুটিং নিয়ে ব্যস্ত থাকতে দেখেছি।’

গত শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে চলচ্চিত্রের ১৬ সংগঠন নিয়ে গঠিত নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সংবাদ সম্মেলন করে শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা দেয়। শাকিব খান সম্পর্কে এমন সিদ্ধান্তের কথাটি নাকি শুরুতে বিশ্বাস করেননি অপু। পরে সংবাদ সম্মেলনের ভিডিও দেখার পর বিশ্বাস করতে বাধ্য হন তিনি।

অপু বলেন, ‘প্রত্যেক মানুষই ভুল করে। কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। চলচ্চিত্র পরিবার নামের নতুন সংগঠনটির পক্ষ হয়ে যাঁরা শাকিব খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে কেউ আমার সিনিয়র, কেউ সহশিল্পী, কেউ বা সমবয়সী, আবার অনেকে জুনিয়র। তাঁদের সবার উদ্দেশে আমি বলতে চাই, কারও সম্পর্কে এতটা কনফিডেন্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই মানুষটাকে অন্তত একটিবার হলেও রিমাইন্ডার দেওয়া দরকার। তা ছাড়া শাকিবকে নিয়ে যখন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন কিন্তু সে দেশেও নেই। সামনে ঈদ। এত বড় একটা উৎসবের বা আনন্দের দিনের আগে এমন একটি সিদ্ধান্তে আমি খুবই কষ্ট পেয়েছি।’

অপু আরও বলেন, ‘কেউ তাঁকে ছোট, কেউবা বড় ভাই আবার কেউ দীর্ঘদিনের সহকর্মী ভেবে যদি একবার তাঁর সম্মানের দিকে তাকাতেন, তাহলে ভালো হতো। আর সিনিয়র হিসেবে যাঁরাই ছিলেন, তাঁরা আরও বেশি গর্বের থাকতেন। আমি মনে করি, মানুষের জীবনে রাগ হচ্ছে প্রধান শত্রু। এখানে রাগের বশে নানা ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে। চলচ্চিত্রের প্রতিটি মানুষ কিন্তু একটা পরিবার। তাই আমি বলব, সবাইকে রাগ-ক্ষোভ ভুলে নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে।’
Source: Prothom Alo
Share:

এল খুশির ঈদ By JasHim News 24

এক ফালি চাঁদে কী থাকে? আলোও তো সেভাবে ছড়ায় না। কিন্তু সন্ধ্যার আকাশে একপলক তার দেখা মিলতেই কোটি প্রাণে অন্যরকম এক স্পন্দন ছুঁয়ে যায়। রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সেই চাঁদ উঠে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ। সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আকাশে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে উৎসবের আবেশ ছড়িয়ে পড়েছে সবখানে। রাজধানীর বিভিন্ন জায়গায় পটকার শব্দ শোনা গেছে। রাতে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সেই শব্দ শোনা গেছে। জনস্রোতের রাজধানী তার চিরপরিচিত চেহারাটি হারিয়েছে বটে। অনেকেই এ শহর ছেড়ে চলে গেছে। তাতে উৎসবের আমেজ নষ্ট হয়নি এতটুকুও। রাস্তার মোড়ে মোড়ে সাউন্ড সিস্টেমে উচ্চ স্বরে গান বাজিয়ে উচ্ছ্বাস, কিছুটা বেপরোয়া বাইকে উচ্ছ্বসিত তরুণদের হর্ষধ্বনি, বিপণি বিতানে শেষ মুহূর্তের ভিড়, সদরঘাট বা টার্মিনালে মানুষের ছোটাছুটি, আর মনোহরা দোকানগুলিতে সওদাপাতির জন্য ক্রেতার জট—এ সবই উৎসবের জানান দিচ্ছে।

রাজধানীর রাস্তায় নেমে শাহবাগের ফুলের দোকানে চাঁদরাত ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ে প্রথম। এক দোকানি সারোয়ার বললেন, ‘সারা দিনে বেচছি চার শ টাকা। এহন ভাই সন্ধ্যার পর বেচাবিক্রি শুরু করছি ভালোভাবে।’ কয়েক দোকানি জানান, প্রতি চাঁদরাতেই তাদের বেচাবিক্রি ভালো হয়। মানুষ মূলত ঘর সাজানোর জন্যই ফুল কেনে। একটি বেসরকারি কোম্পানির চাকুরে নিলুফার আহমেদ বললেন, ‘ফুল ঘরে থাকলে কেমন একটা উৎসব উৎসব ভাব থাকে। তার জন্যই ফুল কেনা।’

শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে ফুলবাড়িয়ায় গিয়ে কানে তালা লাগার জোগাড়। মেয়র হানিফ উড়াল সড়কের পাশজুড়ে সেক্রেটারিয়েট রোডে ছোটখাটো দোকান। সেসবে লেনদেন বন্ধ। এসব দোকানে বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে উচ্চ স্বরে গান বাজছে। পোলট্রির যন্ত্রাংশ তৈরির এমন একটি দোকানের মালিক নীরব আহমেদের কথা, ‘চাঁদ দ্যাখার পর থাইক্যাই বাজনা শুরু হইছে। চলব সারা রাত।’

এসব আনন্দের মাঝে চলছে শেষ সময়ের কেনাকাটা। বঙ্গবাজারে মার্কেটের সরু গলিগুলো ঠেলে যেতে গিয়ে ধাক্কাধাক্কি চলছে রাত প্রায় নয়টার দিকেও। একমাত্র সন্তানের জন্য এখানে একটি প্যান্ট পছন্দ করছিলেন সাহানা খাতুন। ঘরে সেলাইয়ের কাজ করে চলে তাঁর সংসার। বললেন, ‘ছেলের একটা প্যান্ট আগে কিনছিলাম। আরাকটা দিতে চাইছিলাম, সেই জন্যই আসলাম।’

রাজধানীর ফাঁকা ফাঁকা বড় সড়কগুলো এ শহর ছেড়ে ছেড়ে মানুষের গ্রামে চলে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেও পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে গিয়ে কিন্তু ভিন্ন চিত্র। ছোট এই সড়কে অজস্র মানুষের ভিড়। রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার এমনকি পিকআপ। সবকিছু শ্লথ করে দিয়েছে রাস্তাটিকে। রাস্তায় থাকা ব্যস্ত পথিক গন্তব্যে পৌঁছাতে হাঁকডাক করছেন বিস্তর। রাস্তার দুপাশের মাংস, মনোহরা, ফলের দোকানে চলছে বিকিকিনি। ভিড় ঠেলে বাহাদুর শাহ পার্কের দিকে এগোতে থাকলে নতুন এক জনস্রোত চোখে পড়ল। এর গন্তব্য সদর ঘাটের নৌযানগুলো। কেউ একা, কেউ পরিবার সমেত ব্যাগ নিয়ে ঘাটমুখী। বাড়ি ফেরার পথে রাস্তার পাশে গড়ে ওটা দোকানে এসব যাত্রীদের কেউ কেউ লেগে গেছেন কেনাকাটায়। এঁদের একজন শরীয়তপুরের সদরের বাসিন্দা আশরাফ। সাভারে একটি ছোট ব্যবসায় করেন। ঘাটে আসার পথে মা তাঁকে একটি পাঞ্জাবি কিনতে বলেছেন কোনো এক আত্মীয়ের জন্য। সে জন্যই লঞ্চের ওঠার আগ মুহূর্তের এই কেনাকাটা।


সদরঘাটে এভাবেই সারা রাত চলবে বেচাকেনা। ছবি: আবদুস সালাম
চাঁদরাতে কেনাকাটার মাঝে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করেন অনেকে। তাই ইচ্ছে করেই তারা এ রাতের জন্য কিছু কেনাকাটা বাকি রাখেন। এমন একজনের সন্ধান মিলল সদর ঘাটের শরীফ মার্কেটে। এখানে দেখা কবি নজরুল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলামের সঙ্গে। তিনটি পাঞ্জাবি কিনলেন দুই হাজার টাকা দিয়ে। বললেন, ‘চাঁদরাতে না কিনলে উৎসবের ভাবই আসে না। ইচ্ছা করেই বাদ রেখে দিছিলাম কেনা।’ 
এ মার্কেটে খ্যাত পাঞ্জাবির জন্য। সাত তলা মার্কেটটির নিচতলা বাদ দিয়ে পুরোটাই পাইকারি মার্কেট। নিচতলায় চলছে ধুন্ধুমার বিকিকিনি। তালুকদার গার্মেন্টস নামের এক দোকানের স্বত্বাধিকারী মো. রেজা বললেন, ‘ফজরের আজান পর্যন্ত কেনাকাটা চলব।’ 
সদরঘাটের এ মার্কেট থেকে সোজা বিলাসবহুল বিপণি কেন্দ্র কারওয়ান বাজার সংলগ্ন বসুন্ধরা সিটি। গত প্রায় এক মাস ধরে হোটেল সোনারগাঁর সামনের চার রাস্তার মোড়ের যানজট রাত সাড়ে ১০ টাতেও অটুট। মার্কেট থেকে যারা বেরুচ্ছে তাদের হাতে হাতে ব্যাগ। আর ঢুকছে অসংখ্য মানুষ। এখানে আড়ং এর বিক্রয় কর্মী রফিকুল বললেন, ‘এখন ডিসপ্লেতে যা দেখছেন এটুকুই আছে। কোনো ভিন্ন সাইজ দিতে পারব না। বারোটা পর্যন্ত চলবে কেনাকাটা।’

কেনাকাটার সঙ্গে খাওয়া-দাওয়ার একটা নিবিড় সম্পর্ক আছে। সাদেকুল ইসলাম স্ত্রী, দুই সন্তানকে নিয়ে রাতের ভোজন এবং দীর্ঘ রাত ধরে কেনাকাটার পরিকল্পনা নিয়েই বেরিয়েছেন। জানালেন, কেনাকাটা আগেই শেষ হয়েছে। তবে এ রাতের জন্য তুলে রাখা হয়েছিল অবশিষ্টটুকু, ইচ্ছে করেই। এ রাতের আনন্দকে আরও জাঁকালো করতে।
Source: Prothom Alo
Share:

Saturday, June 24, 2017

শাকিব খানকে বহিষ্কার করল চলচ্চিত্র পরিবার By JasHim News 24

চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করেছে ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সেই সঙ্গে তাঁকে বিএফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে অনিয়মের পক্ষ নেওয়ায় তথ্যমন্ত্রীর সব অনুষ্ঠান বর্জন ও তাঁর পদত্যাগের দাবিও করেছে তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।

‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার লিখিত বক্তব্যে বলেন, ‘চলচ্চিত্রে জ্যেষ্ঠ শিল্পীদের সম্পর্কে বিরূপ মন্তব্য ও আন্দোলনকারীদের সম্পর্কে অশালীন বক্তব্য দেওয়ায় শাকিব খানকে বিএফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’ এ সময় বক্তব্য দেন নায়ক আলমগীর, ফারুক প্রমুখ।

শাকিব খান জ্যেষ্ঠ অভিনেতা ফারুককে অসম্মান করে বক্তব্য রেখেছেন বলে অভিযোগ করে অভিনেতা আলমগীর বলেন, ‘শাকিব জনপ্রিয় তারকা; অনেক টাকাপয়সাও হয়েছে। কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে।’ 
আবদুল আজিজকে পরিচালক পদ থেকেও বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয় এ সময়। 
অনুষ্ঠানে নেতারা বলেছেন, যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করে দেশীয় প্রতিষ্ঠানের আড়ালে ভিনদেশি পৃষ্ঠপোষকের পক্ষে স্বৈরাচারী কায়দায় নবাব ও বস ২ নামের দুটি ভারতীয় চলচ্চিত্র স্বাধীন দেশে মুক্তির পথ সুগম করে দিয়েছেন তথ্যমন্ত্রী। এ কারণে তথ্যমন্ত্রীর সব অনুষ্ঠান বর্জন করা হবে।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আজ থেকে তথ্যমন্ত্রীর সব সভা-সমাবেশ বর্জন করব ও তাঁর আদেশ-নির্দেশ মানব না। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’ পরিচালক সমিতির সভাপতি গুলজার প্রিভিউ কমিটি ও সেন্সর বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
মুশফিকুর রহমান গুলজার অভিযোগ করেছেন, ‘বাংলা চলচ্চিত্র রক্ষার্থে যৌথ প্রযোজনার নামে প্রতারণা ঠেকাতে বারবার তথ্যমন্ত্রী আশ্বাস দিলেও সব সময়ই প্রতারকদের পক্ষ নিয়েছেন। শিগগিরই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব।’ 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, রোজিনা, অঞ্জনা, ডিপজল, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির নেতা মিশা সওদাগর, রিয়াজ, জায়েদ খান, পপি প্রমুখ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাকিব খান লন্ডন থেকে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘এ সিদ্ধান্ত হাস্যকর। আমি এটা নিয়ে ভাবছি না। আমি আমার কাজ করে যেতে চাই। আন্দোলনকারীরা জ্যেষ্ঠ শিল্পীদের ব্যবহার করছেন। সম্মানিত জ্যেষ্ঠ শিল্পীদের বিষয়টি বুঝতে পারা উচিত।’
Source: Prothom alo
Share:

প্রিয় তারার প্রিয় অনুষ্ঠান By JasHim News 24




















বাংলাদেশ টেলিভিশন
আনন্দমেলা
ঈদের দিন বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। তারকায় ভরা জমজমাট এ আয়োজনটি এবার উপস্থাপনা করছেন সজল ও নাবিলা। অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনা করেছেন নূর আনোয়ার ও মাহফুজার রহমান।
এবারের আনন্দমেলায় আরও অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাচের পরিবেশনা, জাদুশিল্পী জুয়েল আইচ ও সংগীতশিল্পী কনার জাদু এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৪০ জন নারী বাদ্যযন্ত্রী অর্কেস্ট্রাসহ কিছু ব্যতিক্রম পরিবেশনা।
আনন্দমেলার টাইটেল গানে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মেহরীন, আঁখি আলমগীর, রাফাত ও তানভীর তারেক। এ ছাড়া দুই ধারার জনপ্রিয় দুই শিল্পী কুদ্দুস বয়াতি এবং পথিক নবীকে আনন্দমেলায় অদলবদল ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, আরেফিন রুমি ও চন্দন সিনহা। ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার চার বলী খেলোয়াড়কে নিয়ে আয়োজন করা হয়েছে একটি বিশেষ গেম শো। এ ছাড়া সমাজের সাম্প্রতিক নানা বিচ্যুতি, সামাজিক অবস্থাকে ছোট ছোট নাটিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে।
প্রিয় শিল্পীদের প্রিয় গান
ঈদের দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে ‘প্রিয় শিল্পীদের প্রিয় গান’ অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
পুরোনো কিছু জনপ্রিয় প্রেমের গান নিয়ে অনুষ্ঠানটি তৈরি করেছে বাংলাদেশ টেলিভিশন। এতে গাইবেন সুবীর নন্দী, রফিকুল আলম, খুরশিদ আলম, আবিদা সুলতানা, ফাহমিদা নবী ও রুমানা ইসলাম। তাঁদের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘একটু যদি তাকাও তুমি’, ‘ওই রাত ডাকে’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘সব সখিরে পার করিতে’ গানগুলো গাইবেন নতুন সময়ের শিল্পীরা। তাঁরা হলেন অপু, ইউসুফ, আরিফ, প্রিয়াঙ্কা, খেয়া ও নন্দিতা।
জল চিরকুট
ঈদের দিন বিকেল পাঁচটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘জল চিরকুট’। এতে অংশ নেবে গানের দল জলের গান ও চিরকুট ব্যান্ড। অনুষ্ঠানে দল দুটো একে অপরের গানের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল সোয়া আটটায়। এটি প্রযোজনা করেছেন ফজলে আজিম।
অ্যাকটিভ বয়েজ
ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখানো হবে নাটক অ্যাকটিভ বয়েজ বয়েজ। মাসউদুল হকের রচনায় ও আউয়াল চৌধুরীর নির্দেশনা ও প্রযোজনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, সাব্বির আহমেদ, আবুল হায়াত, চিত্রলেখা গুহ, প্রাণ রায়, আফজাল শরীফ, এস এম মোহসিন এবং একটি বিশেষ চরিত্রে চেলসিয়া।
বাংলাদেশের তরুণ যুবক পলাশের ফেসবুক বন্ধু ভিনদেশি তরুণী ইসাবেলা। পলাশের ডাকে ইসাবেলা বার্সেলোনা থেকে ছুটে আসে বাংলাদেশে। এ ঘটনা মিডিয়া এবং চারপাশের মানুষের মধ্যে সৃষ্টি করে নানা প্রতিক্রিয়া। ঘটতে থাকে মজার মজার ঘটনা। ভার্চ্যুয়াল জীবন এবং বাস্তব জীবনের সংঘাত নিয়ে সমসাময়িক বাস্তবতার সাহসী এক স্যাটায়ার ‘অ্যাকটিভ বয়েজ’।

এটিএন বাংলা
ভুলে ভেসে কূলে আসা
ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে হানিফ সংকেত পরিচালিত নাটক ভুলে ভেসে কূলে আসা। এতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিলারা জামান, আহমেদ রুবেল, মীর সাব্বির, অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম।
প্রতি ঈদেই ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারের নাটকের গল্পে দেখা যাবে কৃপণ ও লোভী প্রকৃতির এক ব্যক্তি আলী সাহেব লোভের বশবর্তী হয়ে তাঁর দুই সন্তানকে বিত্তশালী পরিবারে বিয়ে দিয়েছেন। বিয়ের পর দুই পুত্রবধূর কারণে আলী সাহেবের দুই ছেলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই বাড়িতে প্রায়শই আগমন ঘটে দুই পরিবারের দুজন মানুষের। একজন ফুফু আর একজন মামা। এদের কারণেই আলী সাহেবের পরিবারে ঘটতে থাকে নানান ঘটনা। এই সব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ভুলে ভেসে কূলে আসা।
শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট ইন ঢাকা
ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের একক সংগীতানুষ্ঠান। এ বছরের শুরুর দিকে ঢাকায় একটি কনসার্টে গান করেন ভারতের জনপ্রিয় এই বাঙালি শিল্পী। ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ নামের সেই কনসার্টের ধারণকৃত গানগুলো দিয়েই সাজানো হয়েছে ঈদের অনুষ্ঠানটি। দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন উপস্থাপনা করেছেন অনুষ্ঠানটি।
মনের স্মৃতি থেকে নেওয়া
এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে কণ্ঠশিল্পী ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মনের স্মৃতি থেকে নেওয়া’। শিল্পীর বিভিন্ন একক অ্যালবামের জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দেশের ও দেশের বাইরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে গানগুলোর ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে।
ব্লাইন্ডনেস
এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ব্লাইন্ডনেস। শাহ্ মো নাঈমূল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নাদিয়া, সাঈদ বাবু, আলিউল হক।
নাটকের গল্পে দেখা যাবে চট্টগ্রামে বেড়াতে এসেছে দৃষ্টিপ্রতিবন্ধী সাদাত। তবে চট্টগ্রামের কক্সবাজার সমুদ্রসৈকত কিংবা রাঙামাটির সৌন্দর্য দর্শন করতে নয়। চোখ হারানোর জন্য সে বেড়াতে এসেছে চোখ জুড়ানোর চমত্কার শহর চট্টগ্রামে! পালিয়ে বেড়াতে এসেছে। চোখ হারানোর পর থেকে সে এখন পালিয়ে থাকতে চায় তার নিকটজন থেকে। তাদের করুণা থেকে। বাড়ি-গাড়ি-টাকাপয়সা-হ্যান্ডসাম চেহারা সব আছে সাদাতের। চট্টগ্রাম এসে তার এই অন্ধকার জীবনটা হঠাৎ পাল্টে গেল। তার পরিচয় হলো সারার সঙ্গে। শুরু হলো সাদাত-সারার গল্প।
স্টার ক্যানভাস
প্রিয় তারকাদের নিয়ে কমবেশি আগ্রহ থাকে সবার। সেটা চলচ্চিত্র হোক, কিংবা টেলিভিশন। তারকাদের সেই সব অজানা কথা নিয়ে এটিএন বাংলা এবারের ঈদে ৫ পর্বের সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’ সাজিয়েছে। ঈদের দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে এ আয়োজন। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এর বিভিন্ন পর্বে অংশ নেবেন চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা রোজিনা, ফেরদৌস, পরীমনি, জাহিদ হাসান, সংগীতশিল্পী বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী।

মাছরাঙা টেলিভিশন
ঢাকায় টাকা ওড়ে
ঢাকায় টাকা ওড়ে নাটকের দৃশ্যে অর্ষা। ফখরুল হাসান রচিত ও পরিচালিত এ নাটকটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত ৯টায়। এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম ও ফারুক আহমেদ। নাটকে হাড্ডি ও কালু দুই বন্ধু। ক্ষুধা আর অভাবের তাড়নায় তাঁরা গ্রাম ছেড়ে শহরে আসেন ভাগ্যবদলের আশায়; ভেবেছিলেন ঢাকার চারদিকে সত্যিই টাকা উড়ে বেড়ায়। কিন্তু এখানে এসে দেখেন চিত্র ভিন্ন। তাই নানা ধরনের ফন্দিফিকির আর খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাঁদের। একদিন কাজল নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় তাঁদের। কাজল ফুটপাথে রুটি বানান রিকশাওয়ালাদের জন্য। একসময় তাঁরা সবাই কিডন্যাপ হন সন্ত্রাসী এক গ্রুপের হাতে। গল্পে আসে নতুন মোড়।
কনফিউজড
মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক কনফিউজড। আসাদুজ্জামান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, তাসনুভা তিশা প্রমুখ। নাটকটি শিক্ষিত বেকার ছেলে সুমন ও তাঁর প্রেমিকা মালার গল্প নিয়ে। মালার মা-বাবা কেউই পছন্দ করেন না সুমনকে। মালা পরিবারের কথা অমান্য করে সুমনকেই ভালোবেসে যান। একটা সময় এমন হয় যে মালা নিজে থেকেই সুমনের কাছ থেকে দূরে থাকতে চান। এদিকে একটা কাজের জন্য সুমন হণ্যে হয়ে ঘুরছেন। ছোটখাটো যে কাজই পান, তা-ই করেন। কিন্তু পাশে এখন মালা নেই। তাই একাকি এই সময়ের সুযোগে সুমনও কর্মক্ষেত্রে যে মেয়েকেই দেখেন, তাঁরই প্রেমে পড়ে যান। কিন্তু কেউ তাঁকে গ্রহণ করেন না। তাই মনের দুঃখে তিনি একদিন আত্মহত্যা করতে যান। আর ঠিক তখনই সুমনের পাশে এসে দাঁড়ান মালা।
মার্গারেট ও চন্ডিকথক
ঈদের তৃতীয় দিন মাছরাঙা টেলিভিশনে রাত ৯টায় দেখানো হবে একক নাটক মার্গারেট ও চন্ডিকথক। দয়াল সাহার রচনা ও এম আই জুয়েলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বৃষ্টি প্রমুখ।
হোমিওপ্যাথি চিকিত্সক চন্ডি গ্রামের সহজ-সরল মানুষ। আপন বলতে এক বিধবা পিসি আর সহকারী নিপেন। গরিব মানুষের কাছ থেকে টাকা নিতে কষ্ট হয় তাঁর। এভাবেই একদিন এক খ্রিষ্টান পরিবারে চিকিত্সা করতে গিয়ে পরিচয় হয় মার্গারেটের সঙ্গে। কলেজপড়ুয়া মার্গারেট বাবার আহ্লাদের কারণে একটু একরোখা, জেদি আর অভিমানী। মাঝেমধ্যেই পথে দেখা হয় চন্ডি আর মার্গারেটের। একসময় ভাববিনিময় হয় দুজনের। ভালোবেসে ফেলে একে অন্যকে। পরিবার আর সমাজের ভয়ে তাঁরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গভীর রাতে মার্গারেট চন্ডির জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু চন্ডি ভাবেন তাঁর রোগীদের কথা, নিপেন আর পিসির কথা। যখন নিজের জীবনের কথা ভেবে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, ঠিক তখনই নিপেন এসে জানান, পিসি অসুস্থ।
মন্দবাসি
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিছবি মন্দবাসি। রুম্মান রশিদ খানের রচনা ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন সজল, মম, তানজিকা প্রমুখ।
তিথি ও তুহেলের তিন বছরের সংসার। হঠাৎ করেই দানিসা নামের এক মেয়ে এসে হাজির হন। জানা যায় এই মেয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তুহেলের প্রেম ছিল। সামান্য ঝামেলা আর জেদের কারণে দুজনেই আলাদা হয়ে যান এবং দুজনেই বিয়ে করে ফেলেন। দুজনেই যাঁর যাঁর জায়গায় ভালো আছেন, তবু মন পড়ে থাকে পুরোনো ভালোবাসার কাছে। তিথি বুঝতে পারেন, তুহেল এখনো দানিসাকে ভালোবাসেন।

একুশে টিভি
যা দেখবেন সজল...
একুশে টিভির একটি রাত টেলিছবিতে অভিনয় করেছেন সজল। রাকেশ বসু রচিত ও পরিচালিত এ টেলিছবি দেখানো হবে ঈদের দিন বেলা ১১টায়। সজল ঈদে এই টেলিছবিটি সবাইকে দেখার অনুরোধ করেছেন। সেই সঙ্গে একই নির্মাতার আরেকটি টেলিছবি অন্তরালে নিয়েও রয়েছে সজলের অনেক উচ্ছ্বাস। তিনি নিজে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫টায় সময় বের করে চ্যানেল নাইনে দেখবেন এই টেলিছবি।
তা ছাড়া সজল এই ঈদে টিভিতে তাঁর উপস্থাপনার আনন্দমেলা (বিটিভি) ও নুজহাত আলভী পরিচালিত রোজ অ্যান্ড রোজেস (চ্যানেল নাইন) নাটকটি দেখবেন। নিজের কাজের বাইরে যে দুটি কাজ দেখার জন্য সজল অধীর হয়ে আছেন সেটা হলো সুমন আনোয়ারের বাদাবন (বাংলাভিশন) ও অনিমেষ আইচের মায়াবতী (বাংলাভিশন)।
ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন
এবার ঈদের আলোচিত টিভি আয়োজনগুলোর একটি ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন। একুশে টেলিভিশনে বিশেষ এই আয়োজনের ৮টি নাটক প্রচারিত হবে। প্রতিদিন রাত সাড়ে ৯টায় এই নাটকগুলো একটি করে প্রচারিত হবে। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই নাটকগুলো পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ (২৬ দিন মাত্র), আদনান আল রাজীব (বিকেল বেলার পাখি), আশফাক নিপুণ (ছেলেটা কিন্তু ভালো ছিল), হুমায়ুন সাধু (চিকন পিনের চার্জার), শরাফ আহমেদ জীবন (আবার তোরা সাহেব হ), রেদোয়ান রনি (মি. জনি), ইফতেখার আহমেদ ফাহমি (নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে) এবং আশুতোষ সুজন (পুতুলের সংসার)। নাটকগুলোর বিভিন্ন পর্বে অভিনয় করেছেন আমজাদ হোসেন, দিলারা জামান, মাহফুজ আহমেদ. সুমাইয়া শিমু, নুসরাত ইমরোজ তিশা, মিথিলা, সাফা কবির, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকেরসহ অনেকে।
আমার ছবি, আমার গান
তিন চলচ্চিত্রশিল্পী অপু বিশ্বাস, ইমন ও অনন্ত জলিল উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁরা নিজেদের সিনেমার গান নিয়ে তৈরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একুশে টেলিভিশনে ঈদের প্রথম তিন দিন রাত ৮টায় এই তিন শিল্পীকে দেখা যাবে। প্রথম দিন ইমন, দ্বিতীয় দিন অপু আর তৃতীয় দিন থাকবে অনন্ত জলিল অভিনীত সিনেমার গানগুলো।
পাশাপাশি
সাগর জাহানের রচনা এবং পরিচালনায় নির্মিত হয়েছে টেলিছবি পাশাপাশি। ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় একুশে টেলিভিশনে এটি দেখানো হবে।
এ টেলিছবিতে রহমান গ্রুপের চেয়ারম্যান রহমান সাহেবের একমাত্র ছেলে অর্ণব দুই বছর ধরে রহমান গ্রুপে এমডি হয়ে কাজ করছে। যদিও নাগরিক জীবন সম্পর্কে অর্ণবের ধারণা নেই বললেই চলে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে লোপা স্বভাবে বেশ চঞ্চল, হাসিখুশি। সে অর্ণবের পিএস। অর্ণব একদিন লোপার কাছে জীবনের মানে জানতে চায়। লোপা তার মধ্যবিত্ত জীবনটা দেখায় অর্ণবকে। তারা নীলক্ষেতে বিরিয়ানি খেতে যায় লোকাল বাসে চড়ে, ঝুম বৃষ্টিতে ভিজে। এরই মধ্যে লোপা একদিন অর্ণবের কাছে আসে একটি দাওয়াতপত্র নিয়ে। সেটা ছিল লোপার বিয়ের দাওয়াত। কিন্তু অর্ণব যে লোপাকে ভালোবাসতে শুরু করেছে।

চ্যানেল আই
যা দেখবেন মিম...
এ বছর বিদ্যা সিনহা মিমের কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না প্রেক্ষাগৃহে। তবে ছোট পর্দায় সরব এ অভিনেত্রী। মিমকে দেখা যাবে তাহসানের বিপরীতে মাবরুর রশীদ পরিচালিত টেলিছবি সে সময়ে তুমি আমিতে। ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে এটি। এর বাইরে মিমকে দেখা যাবে বেশ কিছু টক শো ও নাচের অনুষ্ঠানে। মিম বলেন, যেহেতু হাতের কাজ সেরে দেশে ফিরেছেন তিনি, তাই অবসর সময়ে নিজের করা ঈদের কাজগুলোই সময় করে দেখবেন। দেশে ফিরে বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠানের প্রোমো দেখা শুরু করেছেন, তবে নিজের কাজের বাইরে আর কোনো অনুষ্ঠান তা এখনো ঠিক করতে পারেননি।
মহারানী
চ্যানেল আইয়ে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক মহারানী। আজাদ, শশী, শর্মীমালা, রাজিব সালেহীন অভিনীত এ নাটক পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।
নাটকে দেখা যাবে তাঁতিপাড়া থেকে মহাজনের টাকা দিয়ে শাড়ি কিনে গঞ্জের দোকানে বিক্রি করে তাজুল। মহাজনের খুব বিশ্বস্ত কর্মচারী সে। ওদিকে পাশের গ্রামের পরি প্রতিদিন বাড়ি থেকে বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে, দেখা হয় তাজুলের সঙ্গে। শুধু নামেই নয়, পরি দেখতেও পরির মতো। তাই তাজুল তার প্রেমে পড়ে যায়। কিন্তু তাদের প্রেমের পথে আসতে থাকে অনেক বাধা।
ভালোবাসার বাংলাদেশ
ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন রাত ১২টায় দুই পর্বে প্রচারিত হবে রাজনীতিবিদ ও তাঁদের পরিবারের সদস্য এবং বিশিষ্টজনদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার বাংলাদেশ’। গান, কবিতা, নাটিকাসহ অনেক কিছু দিয়ে সাজানো মনোজ্ঞ এ অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ, ব্যারিস্টার নাজমুল হুদা, নূরে আলম সিদ্দিকী, ইসরাফিল আলম, নাজমা আক্তার, অপু উকিল, ব্যারিস্টার রুমিন ফারহান, আসিফা আশরাফি পাপিয়া, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ডিউক চৌধুরী, গোলাম সরয়ার মিলন, জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন রাজনীতিক দলের সদস্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন জিল্লুর রহমান।
রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান
ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে মালয়েশিয়ায় চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘ওরে মন তোর বিজনে’, ‘ডেকোনা আমায় ডেকোনা’, ‘কী পাইনি তারই হিসাব মিলাতে’, ‘তোমায় যত শুনিয়ে ছিলেম গান’, ‘চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপ্রাণে’, ‘কে তুমি বসে নদীকূলে একলা’, ‘ওহে সুন্দর মরি মরি’, ‘তুমি আমার অন্তস্তলের খবর জানো’, ‘মধু তোমায় করব ঋণী’ এবং ‘সখি প্রতিদিন হায় এসে ফিরে যাই’।
প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা একমাত্র নাটক প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা চ্যানেল আইয়ে দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, অ্যালেন শুভ্র, সুষমা, শাহনাজ সুমী, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।



আনন্দমেলা
বাংলাদেশ টেলিভিশন
আনন্দমেলা
ঈদের দিন বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। তারকায় ভরা জমজমাট এ আয়োজনটি এবার উপস্থাপনা করছেন সজল ও নাবিলা। অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনা করেছেন নূর আনোয়ার ও মাহফুজার রহমান।
এবারের আনন্দমেলায় আরও অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাচের পরিবেশনা, জাদুশিল্পী জুয়েল আইচ ও সংগীতশিল্পী কনার জাদু এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৪০ জন নারী বাদ্যযন্ত্রী অর্কেস্ট্রাসহ কিছু ব্যতিক্রম পরিবেশনা।
আনন্দমেলার টাইটেল গানে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মেহরীন, আঁখি আলমগীর, রাফাত ও তানভীর তারেক। এ ছাড়া দুই ধারার জনপ্রিয় দুই শিল্পী কুদ্দুস বয়াতি এবং পথিক নবীকে আনন্দমেলায় অদলবদল ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, আরেফিন রুমি ও চন্দন সিনহা। ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার চার বলী খেলোয়াড়কে নিয়ে আয়োজন করা হয়েছে একটি বিশেষ গেম শো। এ ছাড়া সমাজের সাম্প্রতিক নানা বিচ্যুতি, সামাজিক অবস্থাকে ছোট ছোট নাটিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে।
প্রিয় শিল্পীদের প্রিয় গান
ঈদের দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে ‘প্রিয় শিল্পীদের প্রিয় গান’ অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
পুরোনো কিছু জনপ্রিয় প্রেমের গান নিয়ে অনুষ্ঠানটি তৈরি করেছে বাংলাদেশ টেলিভিশন। এতে গাইবেন সুবীর নন্দী, রফিকুল আলম, খুরশিদ আলম, আবিদা সুলতানা, ফাহমিদা নবী ও রুমানা ইসলাম। তাঁদের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘একটু যদি তাকাও তুমি’, ‘ওই রাত ডাকে’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘সব সখিরে পার করিতে’ গানগুলো গাইবেন নতুন সময়ের শিল্পীরা। তাঁরা হলেন অপু, ইউসুফ, আরিফ, প্রিয়াঙ্কা, খেয়া ও নন্দিতা।
জল চিরকুট
ঈদের দিন বিকেল পাঁচটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘জল চিরকুট’। এতে অংশ নেবে গানের দল জলের গান ও চিরকুট ব্যান্ড। অনুষ্ঠানে দল দুটো একে অপরের গানের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল সোয়া আটটায়। এটি প্রযোজনা করেছেন ফজলে আজিম।
অ্যাকটিভ বয়েজ
ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখানো হবে নাটক অ্যাকটিভ বয়েজ বয়েজ। মাসউদুল হকের রচনায় ও আউয়াল চৌধুরীর নির্দেশনা ও প্রযোজনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, সাব্বির আহমেদ, আবুল হায়াত, চিত্রলেখা গুহ, প্রাণ রায়, আফজাল শরীফ, এস এম মোহসিন এবং একটি বিশেষ চরিত্রে চেলসিয়া।
বাংলাদেশের তরুণ যুবক পলাশের ফেসবুক বন্ধু ভিনদেশি তরুণী ইসাবেলা। পলাশের ডাকে ইসাবেলা বার্সেলোনা থেকে ছুটে আসে বাংলাদেশে। এ ঘটনা মিডিয়া এবং চারপাশের মানুষের মধ্যে সৃষ্টি করে নানা প্রতিক্রিয়া। ঘটতে থাকে মজার মজার ঘটনা। ভার্চ্যুয়াল জীবন এবং বাস্তব জীবনের সংঘাত নিয়ে সমসাময়িক বাস্তবতার সাহসী এক স্যাটায়ার ‘অ্যাকটিভ বয়েজ’।


ছয় পর্বের ঈদের ধারাবাহিক চুটকি ভান্ডার থ্রিতে অভিনয় করেছেন (বাঁ থেকে) আলভী, শামীম জমান, ইশানা, আ খ ম হাসান, অরিন। ফজলুল সেলিম ও সেজান নূরের রচনায়, শামীম জামানের পরিচালনায় এটিএন বাংলায় নাটকটি ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে।
এটিএন বাংলা
ভুলে ভেসে কূলে আসা
ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে হানিফ সংকেত পরিচালিত নাটক ভুলে ভেসে কূলে আসা। এতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিলারা জামান, আহমেদ রুবেল, মীর সাব্বির, অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম।
প্রতি ঈদেই ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারের নাটকের গল্পে দেখা যাবে কৃপণ ও লোভী প্রকৃতির এক ব্যক্তি আলী সাহেব লোভের বশবর্তী হয়ে তাঁর দুই সন্তানকে বিত্তশালী পরিবারে বিয়ে দিয়েছেন। বিয়ের পর দুই পুত্রবধূর কারণে আলী সাহেবের দুই ছেলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই বাড়িতে প্রায়শই আগমন ঘটে দুই পরিবারের দুজন মানুষের। একজন ফুফু আর একজন মামা। এদের কারণেই আলী সাহেবের পরিবারে ঘটতে থাকে নানান ঘটনা। এই সব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ভুলে ভেসে কূলে আসা।
শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট ইন ঢাকা
ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের একক সংগীতানুষ্ঠান। এ বছরের শুরুর দিকে ঢাকায় একটি কনসার্টে গান করেন ভারতের জনপ্রিয় এই বাঙালি শিল্পী। ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ নামের সেই কনসার্টের ধারণকৃত গানগুলো দিয়েই সাজানো হয়েছে ঈদের অনুষ্ঠানটি। দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন উপস্থাপনা করেছেন অনুষ্ঠানটি।
মনের স্মৃতি থেকে নেওয়া
এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে কণ্ঠশিল্পী ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মনের স্মৃতি থেকে নেওয়া’। শিল্পীর বিভিন্ন একক অ্যালবামের জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দেশের ও দেশের বাইরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে গানগুলোর ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে।
ব্লাইন্ডনেস
এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ব্লাইন্ডনেস। শাহ্ মো নাঈমূল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নাদিয়া, সাঈদ বাবু, আলিউল হক।
নাটকের গল্পে দেখা যাবে চট্টগ্রামে বেড়াতে এসেছে দৃষ্টিপ্রতিবন্ধী সাদাত। তবে চট্টগ্রামের কক্সবাজার সমুদ্রসৈকত কিংবা রাঙামাটির সৌন্দর্য দর্শন করতে নয়। চোখ হারানোর জন্য সে বেড়াতে এসেছে চোখ জুড়ানোর চমত্কার শহর চট্টগ্রামে! পালিয়ে বেড়াতে এসেছে। চোখ হারানোর পর থেকে সে এখন পালিয়ে থাকতে চায় তার নিকটজন থেকে। তাদের করুণা থেকে। বাড়ি-গাড়ি-টাকাপয়সা-হ্যান্ডসাম চেহারা সব আছে সাদাতের। চট্টগ্রাম এসে তার এই অন্ধকার জীবনটা হঠাৎ পাল্টে গেল। তার পরিচয় হলো সারার সঙ্গে। শুরু হলো সাদাত-সারার গল্প।
স্টার ক্যানভাস
প্রিয় তারকাদের নিয়ে কমবেশি আগ্রহ থাকে সবার। সেটা চলচ্চিত্র হোক, কিংবা টেলিভিশন। তারকাদের সেই সব অজানা কথা নিয়ে এটিএন বাংলা এবারের ঈদে ৫ পর্বের সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’ সাজিয়েছে। ঈদের দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে এ আয়োজন। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এর বিভিন্ন পর্বে অংশ নেবেন চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা রোজিনা, ফেরদৌস, পরীমনি, জাহিদ হাসান, সংগীতশিল্পী বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী।


মাহফুজ ও পূর্ণিমাকে দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের তালপাতার পাখা টেলিছবিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে। মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নাজিরা মৌ।
মাছরাঙা টেলিভিশন
ঢাকায় টাকা ওড়ে
ঢাকায় টাকা ওড়ে নাটকের দৃশ্যে অর্ষা। ফখরুল হাসান রচিত ও পরিচালিত এ নাটকটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত ৯টায়। এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম ও ফারুক আহমেদ। নাটকে হাড্ডি ও কালু দুই বন্ধু। ক্ষুধা আর অভাবের তাড়নায় তাঁরা গ্রাম ছেড়ে শহরে আসেন ভাগ্যবদলের আশায়; ভেবেছিলেন ঢাকার চারদিকে সত্যিই টাকা উড়ে বেড়ায়। কিন্তু এখানে এসে দেখেন চিত্র ভিন্ন। তাই নানা ধরনের ফন্দিফিকির আর খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাঁদের। একদিন কাজল নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় তাঁদের। কাজল ফুটপাথে রুটি বানান রিকশাওয়ালাদের জন্য। একসময় তাঁরা সবাই কিডন্যাপ হন সন্ত্রাসী এক গ্রুপের হাতে। গল্পে আসে নতুন মোড়।
কনফিউজড
মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক কনফিউজড। আসাদুজ্জামান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, তাসনুভা তিশা প্রমুখ। নাটকটি শিক্ষিত বেকার ছেলে সুমন ও তাঁর প্রেমিকা মালার গল্প নিয়ে। মালার মা-বাবা কেউই পছন্দ করেন না সুমনকে। মালা পরিবারের কথা অমান্য করে সুমনকেই ভালোবেসে যান। একটা সময় এমন হয় যে মালা নিজে থেকেই সুমনের কাছ থেকে দূরে থাকতে চান। এদিকে একটা কাজের জন্য সুমন হণ্যে হয়ে ঘুরছেন। ছোটখাটো যে কাজই পান, তা-ই করেন। কিন্তু পাশে এখন মালা নেই। তাই একাকি এই সময়ের সুযোগে সুমনও কর্মক্ষেত্রে যে মেয়েকেই দেখেন, তাঁরই প্রেমে পড়ে যান। কিন্তু কেউ তাঁকে গ্রহণ করেন না। তাই মনের দুঃখে তিনি একদিন আত্মহত্যা করতে যান। আর ঠিক তখনই সুমনের পাশে এসে দাঁড়ান মালা।
মার্গারেট ও চন্ডিকথক
ঈদের তৃতীয় দিন মাছরাঙা টেলিভিশনে রাত ৯টায় দেখানো হবে একক নাটক মার্গারেট ও চন্ডিকথক। দয়াল সাহার রচনা ও এম আই জুয়েলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বৃষ্টি প্রমুখ।
হোমিওপ্যাথি চিকিত্সক চন্ডি গ্রামের সহজ-সরল মানুষ। আপন বলতে এক বিধবা পিসি আর সহকারী নিপেন। গরিব মানুষের কাছ থেকে টাকা নিতে কষ্ট হয় তাঁর। এভাবেই একদিন এক খ্রিষ্টান পরিবারে চিকিত্সা করতে গিয়ে পরিচয় হয় মার্গারেটের সঙ্গে। কলেজপড়ুয়া মার্গারেট বাবার আহ্লাদের কারণে একটু একরোখা, জেদি আর অভিমানী। মাঝেমধ্যেই পথে দেখা হয় চন্ডি আর মার্গারেটের। একসময় ভাববিনিময় হয় দুজনের। ভালোবেসে ফেলে একে অন্যকে। পরিবার আর সমাজের ভয়ে তাঁরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গভীর রাতে মার্গারেট চন্ডির জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু চন্ডি ভাবেন তাঁর রোগীদের কথা, নিপেন আর পিসির কথা। যখন নিজের জীবনের কথা ভেবে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, ঠিক তখনই নিপেন এসে জানান, পিসি অসুস্থ।
মন্দবাসি
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিছবি মন্দবাসি। রুম্মান রশিদ খানের রচনা ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন সজল, মম, তানজিকা প্রমুখ।
তিথি ও তুহেলের তিন বছরের সংসার। হঠাৎ করেই দানিসা নামের এক মেয়ে এসে হাজির হন। জানা যায় এই মেয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তুহেলের প্রেম ছিল। সামান্য ঝামেলা আর জেদের কারণে দুজনেই আলাদা হয়ে যান এবং দুজনেই বিয়ে করে ফেলেন। দুজনেই যাঁর যাঁর জায়গায় ভালো আছেন, তবু মন পড়ে থাকে পুরোনো ভালোবাসার কাছে। তিথি বুঝতে পারেন, তুহেল এখনো দানিসাকে ভালোবাসেন।


সজল
একুশে টিভি
যা দেখবেন সজল...
একুশে টিভির একটি রাত টেলিছবিতে অভিনয় করেছেন সজল। রাকেশ বসু রচিত ও পরিচালিত এ টেলিছবি দেখানো হবে ঈদের দিন বেলা ১১টায়। সজল ঈদে এই টেলিছবিটি সবাইকে দেখার অনুরোধ করেছেন। সেই সঙ্গে একই নির্মাতার আরেকটি টেলিছবি অন্তরালে নিয়েও রয়েছে সজলের অনেক উচ্ছ্বাস। তিনি নিজে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫টায় সময় বের করে চ্যানেল নাইনে দেখবেন এই টেলিছবি।
তা ছাড়া সজল এই ঈদে টিভিতে তাঁর উপস্থাপনার আনন্দমেলা (বিটিভি) ও নুজহাত আলভী পরিচালিত রোজ অ্যান্ড রোজেস (চ্যানেল নাইন) নাটকটি দেখবেন। নিজের কাজের বাইরে যে দুটি কাজ দেখার জন্য সজল অধীর হয়ে আছেন সেটা হলো সুমন আনোয়ারের বাদাবন (বাংলাভিশন) ও অনিমেষ আইচের মায়াবতী (বাংলাভিশন)।
ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন
এবার ঈদের আলোচিত টিভি আয়োজনগুলোর একটি ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন। একুশে টেলিভিশনে বিশেষ এই আয়োজনের ৮টি নাটক প্রচারিত হবে। প্রতিদিন রাত সাড়ে ৯টায় এই নাটকগুলো একটি করে প্রচারিত হবে। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই নাটকগুলো পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ (২৬ দিন মাত্র), আদনান আল রাজীব (বিকেল বেলার পাখি), আশফাক নিপুণ (ছেলেটা কিন্তু ভালো ছিল), হুমায়ুন সাধু (চিকন পিনের চার্জার), শরাফ আহমেদ জীবন (আবার তোরা সাহেব হ), রেদোয়ান রনি (মি. জনি), ইফতেখার আহমেদ ফাহমি (নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে) এবং আশুতোষ সুজন (পুতুলের সংসার)। নাটকগুলোর বিভিন্ন পর্বে অভিনয় করেছেন আমজাদ হোসেন, দিলারা জামান, মাহফুজ আহমেদ. সুমাইয়া শিমু, নুসরাত ইমরোজ তিশা, মিথিলা, সাফা কবির, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকেরসহ অনেকে।
আমার ছবি, আমার গান
তিন চলচ্চিত্রশিল্পী অপু বিশ্বাস, ইমন ও অনন্ত জলিল উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁরা নিজেদের সিনেমার গান নিয়ে তৈরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একুশে টেলিভিশনে ঈদের প্রথম তিন দিন রাত ৮টায় এই তিন শিল্পীকে দেখা যাবে। প্রথম দিন ইমন, দ্বিতীয় দিন অপু আর তৃতীয় দিন থাকবে অনন্ত জলিল অভিনীত সিনেমার গানগুলো।
পাশাপাশি
সাগর জাহানের রচনা এবং পরিচালনায় নির্মিত হয়েছে টেলিছবি পাশাপাশি। ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় একুশে টেলিভিশনে এটি দেখানো হবে।
এ টেলিছবিতে রহমান গ্রুপের চেয়ারম্যান রহমান সাহেবের একমাত্র ছেলে অর্ণব দুই বছর ধরে রহমান গ্রুপে এমডি হয়ে কাজ করছে। যদিও নাগরিক জীবন সম্পর্কে অর্ণবের ধারণা নেই বললেই চলে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে লোপা স্বভাবে বেশ চঞ্চল, হাসিখুশি। সে অর্ণবের পিএস। অর্ণব একদিন লোপার কাছে জীবনের মানে জানতে চায়। লোপা তার মধ্যবিত্ত জীবনটা দেখায় অর্ণবকে। তারা নীলক্ষেতে বিরিয়ানি খেতে যায় লোকাল বাসে চড়ে, ঝুম বৃষ্টিতে ভিজে। এরই মধ্যে লোপা একদিন অর্ণবের কাছে আসে একটি দাওয়াতপত্র নিয়ে। সেটা ছিল লোপার বিয়ের দাওয়াত। কিন্তু অর্ণব যে লোপাকে ভালোবাসতে শুরু করেছে।


মিম
চ্যানেল আই
যা দেখবেন মিম...
এ বছর বিদ্যা সিনহা মিমের কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না প্রেক্ষাগৃহে। তবে ছোট পর্দায় সরব এ অভিনেত্রী। মিমকে দেখা যাবে তাহসানের বিপরীতে মাবরুর রশীদ পরিচালিত টেলিছবি সে সময়ে তুমি আমিতে। ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে এটি। এর বাইরে মিমকে দেখা যাবে বেশ কিছু টক শো ও নাচের অনুষ্ঠানে। মিম বলেন, যেহেতু হাতের কাজ সেরে দেশে ফিরেছেন তিনি, তাই অবসর সময়ে নিজের করা ঈদের কাজগুলোই সময় করে দেখবেন। দেশে ফিরে বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠানের প্রোমো দেখা শুরু করেছেন, তবে নিজের কাজের বাইরে আর কোনো অনুষ্ঠান তা এখনো ঠিক করতে পারেননি।
মহারানী
চ্যানেল আইয়ে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক মহারানী। আজাদ, শশী, শর্মীমালা, রাজিব সালেহীন অভিনীত এ নাটক পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।
নাটকে দেখা যাবে তাঁতিপাড়া থেকে মহাজনের টাকা দিয়ে শাড়ি কিনে গঞ্জের দোকানে বিক্রি করে তাজুল। মহাজনের খুব বিশ্বস্ত কর্মচারী সে। ওদিকে পাশের গ্রামের পরি প্রতিদিন বাড়ি থেকে বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে, দেখা হয় তাজুলের সঙ্গে। শুধু নামেই নয়, পরি দেখতেও পরির মতো। তাই তাজুল তার প্রেমে পড়ে যায়। কিন্তু তাদের প্রেমের পথে আসতে থাকে অনেক বাধা।
ভালোবাসার বাংলাদেশ
ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন রাত ১২টায় দুই পর্বে প্রচারিত হবে রাজনীতিবিদ ও তাঁদের পরিবারের সদস্য এবং বিশিষ্টজনদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার বাংলাদেশ’। গান, কবিতা, নাটিকাসহ অনেক কিছু দিয়ে সাজানো মনোজ্ঞ এ অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ, ব্যারিস্টার নাজমুল হুদা, নূরে আলম সিদ্দিকী, ইসরাফিল আলম, নাজমা আক্তার, অপু উকিল, ব্যারিস্টার রুমিন ফারহান, আসিফা আশরাফি পাপিয়া, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ডিউক চৌধুরী, গোলাম সরয়ার মিলন, জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন রাজনীতিক দলের সদস্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন জিল্লুর রহমান।
রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান
ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে মালয়েশিয়ায় চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘ওরে মন তোর বিজনে’, ‘ডেকোনা আমায় ডেকোনা’, ‘কী পাইনি তারই হিসাব মিলাতে’, ‘তোমায় যত শুনিয়ে ছিলেম গান’, ‘চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপ্রাণে’, ‘কে তুমি বসে নদীকূলে একলা’, ‘ওহে সুন্দর মরি মরি’, ‘তুমি আমার অন্তস্তলের খবর জানো’, ‘মধু তোমায় করব ঋণী’ এবং ‘সখি প্রতিদিন হায় এসে ফিরে যাই’।
প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা একমাত্র নাটক প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা চ্যানেল আইয়ে দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, অ্যালেন শুভ্র, সুষমা, শাহনাজ সুমী, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।


শবনম ফারিয়া
দীপ্ত টিভি
যা দেখবেন শবনম ফারিয়া...
শবনম ফারিয়া বললেন, এই ঈদে তিনি ১০টির মতো কাজ করেছেন। প্রতিটি কাজ করেই তিনি দারুণ তৃপ্ত। সেই ১০টি কাজের একটি হলো আরেকটি বিড়াল বিড়ম্বনা। দীপ্ত টিভিতে ঈদের প্রথম তিন দিন রাত ১১টায় ৩ পর্বের এই নাটক দেখানো হবে। ঈদের ছুটির রাতে তাই সময় করে এ নাটক দেখার ইচ্ছা আছে ফারিয়ার। ১০টি নাটক নিয়েই আশাবাদী ফারিয়া। তবে দর্শক হিসেবে নিজের দুটি কাজ দেখার জন্য অনেক অধীর হয়ে আছেন তিনি। এর মধ্যে একটি হলো বদরুল আনাম সৌদের তোমার দিকে আসছি (এনটিভি) ও শিহাব শাহীনের এক্স-ফ্যাক্টর রিলোডেড (গাজী টিভি, ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৫০ মিনিটে)।
এবাড়ি ওবাড়ি
দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক এবাড়ি ওবাড়ি। এটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বাসু। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, মৌসুমী হামিদ, মনোজ কুমার, নাফিসা কামাল ঝুমুর।
দুটি সামনাসামনি বাড়ি—খান ভিলা আর খান মহলকে ঘিরে নাটকের গল্প। নামবিভ্রাটে দুই বাড়ির জিনিস বদল নিয়মিত ঘটনা। বড় বিপদ ঘটে যখন খান ভিলার নতুন টিচার রাজন আর খান মহলে পাত্রী দেখতে আসা প্রবাসী সজল বাড়ি বদল করে।
পলাতক প্রেম
দীপ্ত টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে টেলিছবি পলাতক প্রেম। এটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার ও পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করেছেন ইরেশ জাকের, প্রভা, সাইদ বাবু।
বিয়ের রাতে প্রেমিকা অনুকে তার বাড়ি থেকে নিয়ে পালায় রঞ্জন। বাবা অসুস্থ হয়ে পড়ায় অনুকে বন্ধু আনন্দর বাড়ি রেখে যায় সে। অনু আর আনন্দের বন্ধুত্ব জমে ওঠে। রঞ্জন ফিরে ওদের সম্পর্কের গভীরতা দেখে অনুকে অবিশ্বাস শুরু করে।
ফটিক বাবু
দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে টেলিছবি ফটিক বাবু। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির এবং অভিনয় করেছেন মীর সাব্বির, অপর্ণা, স্বাগতা।
কাহিনি সংক্ষেপ: কলকাতা থেকে ফটিক তার বাপ-দাদার বাড়ির খোঁজে বাংলাদেশে আসে। মৃধা বাড়ির খোঁজ করতে করতে একটি গ্রামের মতলব মৃধার বাড়িতে ওঠে ফটিক। গ্রামবাসীদের নানান মিথ্যা কথায় ভুলিয়ে মন জয় করে নেয় সে। মতলব ভয় পেতে শুরু করে হাসিখুশি ফটিকের আসল উদ্দেশ্য কী!


সিয়াম
চ্যানেল নাইন
যা দেখবেন সিয়াম...
ঈদের দিন বিকেল ৫টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে টেলিছবি তোমার আমার প্রেম। মিজানুর আরিয়ানের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন সিয়াম ও অগ্নিলা। এবার সিয়াম তাঁর অভিনয় দিয়ে সরব থাকবেন বিভিন্ন টিভি চ্যানেলে। পাশাপাশি দর্শক সিয়ামও ঈদের ছুটির সময়টায় থাকবেন সজাগ। তাঁর খুব ইচ্ছা একেবারে ঘড়ি ধরে ধরে ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন ও আয়নাবাজি অরিজিনাল সিরিজের সব কটি নাটক দেখা। ছবিয়ালের নাটকগুলোয় কাজ না করলেও দর্শক হিসেবে একুশে টিভিতে সেই নাটকগুলো দেখার খুব আগ্রহ তাঁর। আর আয়নাবাজি অরিজিনাল সিরিজের কে? কেন? কিভাবে? নাটকে তো তিনি নিজেই অভিনয় করেছেন। তানিম রহমানের পরিচালনায় সেই নাটক ঈদের চতুর্থ দিন দেখানো হবে।
মুদ্রার এপিঠ ওপিঠ
ঈদের িদ্বতীয় দিন বিকেল পাঁচটায় চ্যানেল নাইনে প্রচারিত হবে টেলিছবি মুদ্রার এপিঠ ওপিঠ। এটি রচনা করেছেন শ্রাবণী ফেরদৌস, পরিচালনা করেছেন শুভ্র খান। অভিনয় করেছেন তারিক আনাম খান, জেনী, শ্যামল মওলাসহ অনেকে।
পলাশ সাহেব অনেক ধনী মানুষ। ঈদে তাঁর ইচ্ছা ছিল বিদেশ গিয়ে শপিং করবেন। কিন্তু বউয়ের পীড়াপীড়িতে তা সম্ভব হয়নি। কারণ বউ ‘দেশি পণ্য কিনে হন ধন্য’ মতে বিশ্বাসী। রিমা কলকাতার মেয়ে একটু কৃপণ। তারা একটা সুন্দর শপিং মলে যায় কেনাকাটা করার জন্য। সিফাত সাহেব হঠাৎ আবিষ্কার করেন একটা লোক তাকে ফলো করছে। তিনি ভীষণ ভয় পেয়ে যান। তার মনে হতে থাকে এই লোক তার কোনো ক্ষতি করতে পারে। যা তার এই সুন্দর ও সুখী পরিবার ধবংস করে দেবে।


মোশাররফ করিম
বৈশাখী টিভি
সেলিব্রেটি বুয়া
সেলিব্রেটি বুয়া ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩৫ মিনিটে দেখা যাবে বৈশাখী টিভিতে। কবির হোসেইন রচিত ও তুহিন হোসেন পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন তাশনুভা তিশা, নওশাবা, আফরান নিশো, নাঈম।
প্রতিদিন মোশাররফ করিম
কমবেশি প্রতিটি চ্যানেলেই মোশাররফ করিমের ঈদ নাটক থাকছে। এর মধ্যে বৈশাখী টেলিভিশনে ঈদের প্রথম পাঁচ দিন রাত ৮টা ৪৫ মিনিটে এ অভিনেতা অভিনীত পাঁচটি খণ্ড নাটক দেখা যাবে। এর মধ্য ঈদের দিন থাকছে দয়াল শাহর রচনা ও শামস করিমের পরিচালনায় বুলির বেলকনি, দ্বিতীয় দিন জিয়াউর রহমানের রচনা ও পরিচালনায় চোর ও চুড়ি, তৃতীয় দিন কচি খন্দকারের রচনা ও পরিচালনায় মানুষ-অমানুষ, চতুর্থ দিন মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় শেখ সাদীর সেইসব দিনরাত্রি ও পঞ্চম দিন মোরসালিন শুভর রচনা ও পরিচালনায় নাটক অভিনন্দন। ব্যস্ত এ অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ঈদ বিনোদনে কার নাটকের দিকে চোখ রাখবেন। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি ঈদের সময় টিভি দেখি না। খুব ভয়ে থাকি। নিজের কাজ দেখতে খুব ভয় পাই। কারণ, দেখলে মনে হয় আরও হয়তো ভালো করা যেত।’
বউ যদি এমন হয়
একক নাটক বউ যদি এমন হয়-এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। সম্রাট জাহাঙ্গীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিলয় মাসুদ। মীর সাব্বির ছাড়াও এতে অভিনয় করেছেন ইভানা, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে।


সেলিব্রেটি আড্ডা অনুষ্ঠান ‘খেলা খেলা সারা বেলা’য় (বাঁ থেকে) উপস্থাপক আমব্রিন, ক্রিকেটার তাসকিন, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা, ক্রিকেটার সৌম্য সরকার ও উপস্থাপক মারিয়া নূর। এই অনুষ্ঠানটি ঈদের দিন ও এর পরদিন রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে।
এনটিভি
ডালিমকুমার
ঈদের দিন থেকে পরের ছয় দিন এনটিভিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ডালিমকুমার। এস এম সালাহউদ্দিনের চিত্রনাট্য ও পরিকল্পনায় নাটকটি পরিচালনা করেছেন এ আর বেলাল ও পর্ব পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল হক। অভিনয় করেছেন তানভির খান, তানজিন তিশা, অভিক রায়হান, এস ডি তন্ময়, সায়েদা শিলা, পলাশ, তানিয়া প্রমুখ। এ ছাড়া ৭০ জন উপচরিত্র, ৫ জন শিশুচরিত্র এবং ১০টির বেশি থ্রিডি চরিত্র এই ধারাবাহিকে আছে।
এক দুখী রাজার দেশ নিয়ে ডালিমকুমার-এর গল্প। তার কোনো সন্তান ছিল না। এই কষ্টে বনে-জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন এক কচ্ছপকে ফাঁদ থেকে বাঁচায় রাজা। আসলে এটা কচ্ছপ ছিল না। ছিল পরির রানি। জীবের প্রতি রাজার এই মহানুভবতা দেখে পরি রানি তাকে একটা ফল উপহার দিয়ে তিন রানিকে তিন অংশ খাওয়াতে বলে। তারপর ছোট রানির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। কিন্তু নিঝুম বাংলায় এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। ধবল রাজ্যের রাজা দানবরাজের চোখ পড়ে সেই রাজকন্যার ওপর। এভাবেই এগিয়ে যায় গল্প।

অপূর্ব
যা দেখবেন অপূর্ব...
ঈদের তৃতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ব্যাচ ২৭। মিজানুর আরিয়ান ও জাহেদুল আলমের যৌথ গল্পভাবনায় টেলিফিল্মটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আরিয়ান। এ টেলিছবিতে বৈমানিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তাঁকে বসতে হয়েছে উড়োজাহাজের ককপিটে। টেলিছবিটি নিয়ে অপূর্বের উচ্ছ্বাসের শেষ নেই। তিনি বলেন, ‘এবার ব্যাচ ২৭ দেখতেই হবে। শুটিংয়ের সময় এর যে রোমাঞ্চ অনুভব করেছি, সেই থেকে এটা দেখার ইচ্ছা।’ আর নিজের কাজের বাইরে কোনো কাজ দেখার ইচ্ছা অপূর্বর? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজের মার্চ মাসে শুটিং নাটকে অভিনয় করেছি আমি। সেটা তো দেখবই, পাশাপাশি এই সিরিজের অন্য নির্মাতাদের সব নাটক দেখার ইচ্ছা আছে।’
নোটস
ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি নোটস। মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন তিশা, ইরেশ যাকের, কনা, তানভীর আলম সজীব, সাদমান মাতিস, জয় শাহরিয়ার, আদনান প্রমুখ।
ব্যস্ত ও প্রতিষ্ঠিত সংগীত পরিচালক তনয়া বিতস্তা। দেশের একমাত্র পেশাদার নারী সংগীত পরিচালক সে। দেশের খ্যাতিমান সংগীতশিল্পী জনের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। একদিন পরিচিত অনেককে ফোন দিয়ে বিতস্তা জানায়, তার একজন ভালো গিটারিস্ট দরকার। বিতস্তার এক বন্ধু রেশাদ একজন গিটারিস্টের সন্ধান দেয়, নাম মাতিস। মাতিসের গিটার বাজানো দেখে মুগ্ধ হয়ে যায় বিতস্তা। মাতিসও বিতস্তার সৌন্দর্যে এমনই মুগ্ধ যে বিতস্তা কী কম্পোজ করে, তার প্রতিভা কতখানি, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই মাতিসের। জন এই ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখছে না। সে সরাসরি বিতস্তাকে জানায় মাতিসের সঙ্গ ত্যাগ করতে। অসম্ভব চটে যায় বিতস্তা।
তোমার দিকে আসছি
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে দেখানো হবে নাটক তোমার দিকে আসছি। হুমায়ুন আজাদের কবিতা অবলম্বনে এ নাটকের নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এতে অভিনয় করেছেন জিতু আহসান, ফারহানা মিলি প্রমুখ।
নীতার বিয়ে হয়েছিল বছর পাঁচেক আগে। এমন নয় যে তাকে আমি বিয়ের পর থেকে চিনি। পরিচয় তার সঙ্গে আরও বহু বছর আগেই। কিন্তু তাকে বিয়ের প্রস্তাব দেওয়া বা পছন্দের কথা বলা তো দূরে থাক, কখনো খুব বেশি কাছে যাওয়ার সাহসও করে উঠতে পারিনি। মনে হতো কাছে যাওয়ার চেষ্টা করলেই দৃষ্টির বাইরে চলে যাবে সে। কথাগুলো নীতার স্বামীর। তাদের নিয়েই এ নাটক।


মেঘের গল্প টেলিছবির দৃশ্যে মম ও জন। তানিন রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান। টেলিছবিটি গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে দেখানো হবে।
গাজী টিভি
ভালোবেসেছিলে
গাজী টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ভালোবেসেছিলে। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, সিয়াম, সায়লা সাবি প্রমুখ।
এসআর সিস্টার্সের ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা। সুচিত্রার বাবা এখন আর ব্যবসাতে অতটা সময় দেন না। ব্যবসার দায়িত্ব নিতে গিয়ে সুচিত্রার বিয়ে করা হয়ে ওঠেনি। তাঁর ছোট বোন রূপা এমবিএ করছে। কথা হচ্ছে রূপার বিয়ের। এদিকে অফিসে সুচিত্রার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে অতনু। অতনু ফাইন আর্টস থেকে পাস করা ছেলে। চাকরি করে না। দুই বন্ধু মিলে একটা ছোট বিজ্ঞাপনী সংস্থা দাঁড় করানোর চেষ্টা করছে। সে বিষয়েই সে সুচিত্রার সঙ্গে দেখা করতে চায়। অতনুর কথায় সুচিত্রা মুগ্ধ। অতনু স্মার্ট ছেলে। এক মাঝরাতে সুচিত্রার বাসায় হাজির হয় জন্মদিনে উইশ করতে।
উসিলা
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে প্রচারিত হবে নাটক উসিলা। বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা, আশরাফ রবি প্রমুখ।
নাটকের গল্পে দেখা যায় বাদশা গ্রামের বেশ ধনাঢ্য এক ব্যক্তি। বিয়ে করেছেন প্রায় ১০ বছর আগে। কিন্তু কোনো সন্তান হয় না। আর এই সন্তান না হওয়ার দোষ চাপানো হয় তার স্ত্রী হামিদার ওপর। সন্তান না হওয়ার উসিলায় একই গ্রামের সুন্দরী মেয়ে ছবির সঙ্গে প্রেম করতে শুরু করে বাদশা। কিন্তু তাদের বিয়েতে বাদ সাধেন ছবির বাবা। ছবির বাবা ঘোষণা দেন—সতিনের ঘরে তাঁর মেয়েকে বিয়ে দেবেন না। তবে বাদশা যদি তাঁর মেয়ের নামে সব সম্পত্তি লিখে দেয়, তাহলে তিনি ভেবে দেখবেন। এভাবেই এগিয়ে চলে উসিলা নাটকের গল্প।

নিশো
যা দেখবেন নিশো...
ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে গাজী টিভিতে দেখানো হবে গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় নাটক লাভ লেটার বক্স। এতে অভিনয় করেছেন আফরান নিশো। এই নাটকের জের ধরেই নিশোর সঙ্গে কথা হলে তিনি জানান, ঈদের প্রতিটি কাজই তাড়ার মধ্যে করা হলেও তাতে যত্নের কোনো ঘাটতি নেই। তিনি জানান, একটানা কাজের কারণে ক্লান্ত প্রাণ তাঁর ঈদে একটু বিশ্রাম নেবেন। আর সময় হলে বাংলাভিশনে ঈদের চতুর্থ দিন দেখবেন সুমন আনোয়ার পরিচালিত বাদাবন নাটকটি। আর তা ছাড়া ঈদের পর আলোচিত নির্মাতা ও তাঁদের নাটকগুলো দেখে নেবেন ইউটিউবে।


পরিণতি টেলিছবিতে মেহ্জাবীন ও তাহসান। ইমরাউল রাফাত রচিত ও পরিচালিত এই টেলিছবি দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনে বেলা ২টা ১০ মিনিটে।
বাংলাভিশন
বাইক ড্রাইভার
বাংলাভিশনে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক বাইক ড্রাইভার। ইশতিয়াক আহমেদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, প্রভা, উর্মিলা, কচি খন্দকার প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে নন্দনপুর গ্রামের সঙ্গে শহরের যোগাযোগের একমাত্র রাস্তাটি অচল হয়ে আছে বেশ কদিন হলো। পাশের নদীটিও প্রায় মরে মরে অবস্থা। ঝক্কি-ঝামেলায় ভরা গ্রামের এই রাস্তা পাড়ি দিতে মোটরবাইক দিনে দিনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই রুটে চলাচলকারী কিছুসংখ্যক বাইক ড্রাইভারের মধ্যে লাভলু একজন। তিনিই এ নাটকের ‘বাইক ড্রাইভার’। তাঁর গল্পই দেখা যাবে এই একক নাটকে।
জুয়েল আইচের সাথে
জাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়িকা চম্পা, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর অংশগ্রহণে এবং মৌটুসী বিশ্বাসের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘জুয়েল আইচের সাথে’ প্রচারিত হবে বাংলাভিশনের ঈদ আয়োজনে। ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে এটি দেখানো হবে। অনুষ্ঠানে তারকাশিল্পীদের আড্ডায় উঠে এসেছে মজার মজার গল্প। অনুষ্ঠানে জুয়েল আইচ পরিবেশন করেছেন কয়েকটি জাদু। তা ছাড়া তারকারা তাঁদের ব্যক্তিজীবনের নানা মজার ঘটনা তুলে ধরার পাশাপাশি জানিয়েছেন স্ব-স্ব ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার কথা।

ঈদের দিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে দেখানো হবে স্বল্পবিরতির নাটক গোয়েন্দা ঘটক। মেজবাহ উদ্দিনের রচনায় ও সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান ও মৌসুমী হামিদ। এবারের ঈদে এমন আরও কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে জাহিদ হাসানকে। তিনি নিজের কোন কাজটি দেখবেন? অভিনেতাকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, চেষ্টা করবেন প্রায় সবগুলোই দেখার। আর এর ফাঁকে অন্য িশল্পীদের কাজও দেখার ইচ্ছা আছে তাঁর।
যা দেখবেন জাহিদ হাসান...
ঈদের দিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে দেখানো হবে স্বল্পবিরতির নাটক গোয়েন্দা ঘটক। মেজবাহ উদ্দিনের রচনায় ও সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান ও মৌসুমী হামিদ। এবারের ঈদে এমন আরও কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে জাহিদ হাসানকে। তিনি নিজের কোন কাজটি দেখবেন? অভিনেতাকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, চেষ্টা করবেন প্রায় সবগুলোই দেখার। আর এর ফাঁকে অন্য িশল্পীদের কাজও দেখার ইচ্ছা আছে তাঁর।

মিথিলা
যা দেখবেন মিথিলা...
গৃহপালিত স্বামী নাটকের দৃশ্যে জন ও মিথিলা। ইফতেখার আহমেদ ফাহমির রচনা ও পরিচালনায় এ নাটক দেখানো হবে বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪০ মিনিটে। ফাহমির সঙ্গে এই ঈদে মিথিলা আরেকটি নাটকে অভিনয় করেছেন। সেটি হলো ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর নোঙর ফেলি ঘাটে ঘাটে। পরের নাটকটি নিয়ে মিথিলা বলেন, ‘এবারের ঈদে আমার খুব পছন্দের কাজ এটা। কারণ, এখানে আমি আমার সব প্রিয় সহশিল্পীদের সঙ্গে কাজ করেছি। মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, ইরেশ যাকের।’ নোঙর ফেলি ঘাটে ঘাটে দেখানো হবে ‘ছবিয়াল রিইউনিয়ন’-এ ঈদের সাত দিনের অনুষ্ঠানমালায় একুশে টিভিতে।
তবে মিথিলা এই ঈদে সবচেয়ে বেশি অপেক্ষা করবেন একটি অন্য নাটকের জন্য। তাতে তিনি অভিনয় করেননি। অভিনয় করেছেন তাঁর বোন যাকিয়া রশীদ। সেই নাটকের নাম রাতুল বনাম রাতুল (মাছরাঙা, আরটিভি, গাজী টিভি)। তা ছাড়া ঈদের ছুটির ব্যস্ত দিনগুলোয় মিথিলা আরও দেখবেন মিজানুর আরিয়ানের ফরএভার নাটকটি। সেটাও তাঁর খুব পছন্দের কাজের একটি। এই নাটকটি ঈদের পঞ্চম দিন রাত ১১টায় আরটিভিতে দেখবেন মিথিলা।
স্বপ্নের মানুষ
ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে শিহাব শাহীন ও ওসমান সজীবের রচনায় এবং শিহাব শাহীনের পরিচালনায় নাটক স্বপ্নের মানুষ প্রচারিত হবে। নাটকে অভিনয় করেছেন সজল, কেয়া, রুজলান প্রমুখ। বনির সঙ্গে মিশে মুন বুঝতে পারে বাস্তব জীবনে ‘স্বপ্নের মানুষ’ অনেক আলাদা হয়। স্বপ্নের মানুষকে বাস্তবে মুনের ভালো লাগে না। বনির প্রতি তার ফ্যান্টাসি কেটে যায়। এর মধ্যেই জন নামের একজন বনি ও মুনকে ফলো করে। কিন্তু সব ওলট-পালট হয়ে যায় যেদিন বনি মুনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে।
আবার এলো যে সন্ধ্যা
সদ্য প্রয়াত সংগীত পরিচালক লাকী আখান্দের জনপ্রিয় কয়েকটি গানের ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে অনুষ্ঠান ‘আবার এলো যে সন্ধ্যা’ প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানে গানগুলো গেয়েছেন বাপ্পা মজুমদার, বালাম, পান্থ কানাই ও কণা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার।


হোটেল বিলাসবহুল নাটকের দৃশ্যে ভাবনা ও সাজু খাদেম। ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে দেশ টিভিতে দেখানো হবে এটি। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এ নাটকে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিঠু, বাঁধন, সজীব প্রমুখ।
দেশ টিভি
লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা
ঈদের দিন থেকে টানা সাত দিন দেশ টিভিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখা যাবে ধারবাহিক নাটক লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা। মাসুম শাহরীয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তিশা, চঞ্চল চৌধুরী, সুজাত শিমুল, শাহেদ আলী সুজন, রাশেদ মামুন অপু, নীলা ইসরাফিল, তানজিকা, ইভানা শহীদুল্লাহ সবুজ ও অন্যান্য।
এ নাটকে লায়লার স্বামী সুহাস। সুহাসের এক বন্ধু টিভিতে নাটক বানান, নাম মুনতাসির। লায়লার অতি লজ্জা পাওয়ার ঘটনা তিনি জানতে পেরেছেন নিউজ দেখে। কিন্তু পরিচিত হয়ে তিনি বুঝতে পারেন, লায়লার মধ্যে এখন বাড়াবাড়ি লজ্জা ব্যাপারটি তো নেই-ই, বরং সে খুবই সাবলিল। আর মুখের ওপর উচিত কথাটি বলতে যেন তিনি মুখিয়ে থাকেন। নাটকের একটি চরিত্রের জন্যে মুনতাসিরের লায়লাকে পছন্দ হয়ে যায়। মুনতাসির তাঁর বন্ধুকে অনুরোধ করে বলেন, লায়লা ভাবিকে দিয়ে অভিনয় করাতে চান। প্রস্তাব শুনে লায়লা খুবই অবাক হন। তাহলে শেষমেশ লায়লা কি লজ্জা কাটিয়ে অভিনেত্রী হয়ে উঠতে পারবেন? দেখা যাবে ৭ পর্বের এই ধারাবাহিক নাটকে।
নিকট অজানা
দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক নিকট অজানা। সোহাগ হাবিবের রচনা ও তানহা জাফরিনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
নাটক শুরু হয় আধা গ্রাম্যজীবনে বেড়ে ওঠা যুবক মুসাকে ঘিরে। তিনি মনে করেন জীবন হতে হবে সৎ ও আদর্শের এক উজ্জ্বল মূর্তি। পেশায় মুরগি ব্যবসায়ী মুসা নিজেকে একজন আদর্শবাদী মুরগি ব্যবসায়ী মনে করেন। কারণ, এই ব্রয়লার মুরগির যুগেও তিনি দেশি মুরগির ব্যবসায়ী। এই ব্যবসায় দেশপ্রেমের সঙ্গে রয়েছে দেশি মুরগির প্রতি অগাধ ভালোবাসার প্রশ্ন! এ গল্পে আরও আছেন জাদুকর পি সি চঞ্চল, বোবা মফিজ ও রত্না।
অনুসিদ্ধান্ত
দেশ টিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে হাসানাত বিন মাতিন রচনা ও তানিম পারভেজের পরিচালনায় নাটক অনুসিদ্ধান্ত-এ অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রাজীব সালেহীন, শর্মী মালা, তাসনুভা তিশা।
নাটকে দেখা যাবে দবির সাহেবকে। তিনি একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারী। রিটায়ার্ড করেছেন। থাকেন কলোনির একটি ভাড়া বাসায়। তাঁর তিন ছেলেমেয়ে এবং বড় ছেলের বউ নিয়ে সংসার। চাকরি শেষে দবির সাহেব ২০ লাখ টাকা পেয়েছেন। কিন্তু সেটা দিয়ে তিনি কিছুই করতে পারেননি। ছেলেমেয়েদের ওই টাকার ওপর লোভ আছে। এই পরিবারে একদিন অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। দবির সাহেব রাতে কোথায় যেন চলে যান। এ নিয়েই শুরু হলো নানা কাণ্ড।
নেতা ভার্সেস অভিনেতা
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে দেশ টিভিতে দেখানো হবে নাটক নেতা ভার্সেস অভিনেতা। এটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন নিলয়, শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
গল্পের শুরুতেই এমন এক ব্যক্তির দেখা পাওয়া যায়, যিনি কিনা তাঁর এলাকার একচ্ছত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাঁকে সর্বদা ঘিরে থাকে বেশ কিছু তেলবাজ ছেলেমেয়ে। ঘটনা, তথা অঘটনের মূল সূত্রপাত ঘটে বর্ষা উত্সবকে কেন্দ্র করে সংঘটিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে হেকমত মিয়া তাঁর পছন্দের এক অষ্টাদশী তরুণীকে গান গাওয়ার সুযোগ করে দেন। কারণ হেকমত মিয়া বয়স্ক মেয়েদের একটু বেশিই পছন্দ করেন। হেকমত মিয়ার শিষ্যদের মধ্যে দুটি দল তৈরি হয়ে যায়। একদল হেকমত মিয়ার পক্ষে, আরেক দল বিপক্ষে অবস্থান নেয়। এরই মধ্যে হেকমত মিয়ার বিপক্ষে প্রথম একটি গ্রুপ মাথা উঁচু করে দাঁড়ায়, যার নেতা আকিব নামের এক যুবক। অন্যদিকে হেকমত মিয়ার পক্ষে অবস্থান নেওয়া দলের প্রধান সামি। দুই দলই দুই দলকে দেখে নেওয়ার হুমকি দেয়।


চঞ্চল
আর টিভি
ছোটলোক
ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ছোটলোক। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ভাবনা, এজাজুল ইসলাম, রিফাত চৌধুরী, সাজ্জাদ রেজা, নাবিলা ইসলাম প্রমুখ।
বড়লোক ও ছোটলোক নিয়ে আমাদের প্রচলিত সামাজিক ধ্যানধারণার বিপরীতে একটি নতুন সময়কে নিয়ে নির্মিত হয়েছে এই ধারাবাহিক। নাটকে দেখা যাবে, আফজাল একটা ‘ছোটলোক’, লোকে তা-ই বলে। ছোট চাকরি করে। মাসের বেতনে দিয়ে চলতে না পারলে এর-ওর কাছে টাকা ধার করে। তবে আফজালের মন অনেক বড়। অন্যদিকে, মকবুল সাহেব ‘বড়লোক’। তার যে কত টাকাপয়সা আছে, সে নিজেও জানে না। তবে মকবুলের মন ভীষণ ছোট। বাইরের মানুষ দূরের কথা, থাকুক নিজের আত্মীয় কিংবা কর্মচারীদেরও কোনো বিপদে সাহায্য করে না।
যা দেখবেন চঞ্চল...
গত বছর চঞ্চলের সাড়াজাগানো সিনেমা আয়নাবাজি এবার ঈদে আরটিভিতে দেখানো হবে। সেই সঙ্গে এবার ঈদে অনেকগুলো নাটকে দেখা যাবে এ অভিনেতাকে। এর মধ্যে চঞ্চল নিজে সময় বের করে কিছু নাটক দেখতে চান। যেমন মোস্তফা কামাল রাজের একটি পারিবারিক প্রেম কাহিনী (এনটিভি), নসু ভিলেন (এটিএন বাংলা), বিবেক মজিদ (এটিএন বাংলা), পোস্টমর্টেম (একুশে টিভি), ছোটলোক (আরটিভি)।
যমজ ৭
ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩৫ মিনিটে আরটিভিতে দেখানো হবে অনিমেষ আইচের রচনা ও আজাদ কালামের পরিচালনায় নাটক যমজ ৭। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা প্রমুখ।
ইউরোপ থেকে একমাত্র শ্যালক রানা দেশে এসেছে। দুলাভাই কদু আজাদকে নিয়ে কক্সবাজার বেড়াতে যাবে রানা। সঙ্গে নিয়েছে রানার বোকা ও চালাক দুই ভাগনে এক্কা ও নিক্কাকে। কক্সবাজার গিয়ে পরিচয় হয় একটা শুটিং ইউনিটের সঙ্গে। পরিচালকের কাছ থেকে প্রস্তাব পায় অভিনয়ের। শুটিং করতে গিয়ে কদু আজাদ ও তার দুই ছেলের নানা কাণ্ড ঘটতে থাকে।
ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি
ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে আরটিভিতে দেখানো হবে একক নাটক ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি। আকাশ রঞ্জনের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, মম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান প্রমুখ। মজিদ এবারের নাটকে গেছে শ্বশুড়বাড়ি। মজিদের মাথা গরম থাকে সারাক্ষণ। কথায় কথায় রাগ করে। শ্বশুড়বাড়িতে গিয়েও ঘটিয়েছে অঘটন। সেই অঘটন নিয়ে নির্মিত হয়েছে সিক্যুয়াল নাটক ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি।
অপুর সাতকাহন
চিত্রনায়িকা অপু বিশ্বাস কথা বলেছেন সংসার, বিয়ে, গোপনীয়তা, শাকিবের সঙ্গে মানসিক নানা দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয়ে আরটিভির ঈদের অনুষ্ঠান ‘অপুর সাতকাহন’-এ। ঊর্মিলা শ্রাবন্তী করের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।


আমব্রীনের উপস্থাপনায় ভিন্নধর্মী ঈদ অনুষ্ঠান ‘ফরেনার্স শো’ দেখা যাবে এশিয়ান টিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এ অনুষ্ঠানে দেখা যাবে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন ভিনদেশি নাগরিকদের আড্ডা, তাঁদের অভিজ্ঞতার কথা। মার্কিন, রুশ, জার্মান, থাই, চায়নিজ নাগরিকেরা অংশ নিয়েছেন ঈদের এই বিশেষ আয়োজনে।
এশিয়ান টিভি
ছাওয়াল
একক নাটক ছাওয়াল দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন রাত আটটায় এশিয়ান টিভিতে। দেলোয়ার হোসেন দিলু পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলুসহ আরও অনেকে।
এশিয়ান মিউজিক
প্রতিবারের মতো এশিয়ান টিভি এবারও তাঁদের সাত দিনের ঈদ অনুষ্ঠানমালার প্রতিদিনই রাখছে ‘এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানটি। এতে অংশ নিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও গানের দল। প্রতিদিন রাত ১১টায় শুরু হবে সরাসরি এ গানের আয়োজন। চলবে রাত দুইটা পর্যন্ত। ঈদের দিন অনুষ্ঠানে গাইবেন আঁখি আলমগীর, দ্বিতীয় দিন বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী, তৃতীয় দিন গানের দল জলের গান, চতুর্থ দিন ন্যান্সি ও প্রতীক হাসান, পঞ্চম দিন ফাহমিদা নবী, ষষ্ঠ দিন শফি মণ্ডল ও শাহনাজ বেলী এবং সপ্তম দিন গাইবেন মুহিন ও লিজা।
লাস্ট ডেট অব সুইসাইড
এশিয়ান টিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটায় দেখানো হবে একক নাটক লাস্ট ডেট অব সুইসাইড। হাসান ফুয়াদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সজল, মমসহ আরও অনেকে।
ড্যান্স ফিউশন
নাচ নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ড্যান্স ফিউশন’ দেখানো হবে ঈদের তৃতীয় দিন এশিয়ান টিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তারকাদের নিয়ে করা নাচের অনুষ্ঠানে দেখা যাবে চাঁদনী, মেহ্জাবীন, সুপ্রিয়া, তানহা তাসনিয়া, মিমো, ইমন ও তমা মির্জাকে।


একের পরে ১ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ ও অর্ষা। রূপান্তরের রচনায় এ নাটক পরিচালনা করছেন রহমতউল্লাহ তুহিন। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে দেখানো হবে এটি।
এসএটিভি
স্কাল্পচার
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে এসএটিভিতে দেখানো হবে একক নাটক স্কাল্পচার। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রভা, সাবেরী আলম, আশরাফুল আশীষ, শহীদুল্লাহ সবুজ, এমিলা প্রমুখ। নাটকটি রচনা করেছেন জিয়াউর রহমান এবং পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন।
নাটকটি অর্ক ও নোরাকে নিয়ে। তাঁদের মধ্যে ঝগড়া, খুনসুটি লেগেই আছে। এই ঝগড়ার আড়াল থেকেও তাঁদের ভালোবাসা-শ্রদ্ধাবোধ উঁকি দেয়। এভাবেই স্বপ্নের মতো কেটে যায় তাঁদের চার বছরের প্রেম। এরপর শুরু হয় সংসার। আবার সেই একই ঝগড়া, খুনসুটি। কিন্তু সংসার শুরু হওয়ার বছরখানেক পর অর্ককে দেখা যায় মানসিক চিকিৎসকের নিবিড় পরিচর্যায়। কিন্তু কেন?
বসন্ত মেঘ
ঈদের দ্বিতীয় দিনে এসটিভিতে বেলা ২টা ২০ মিনিটে দেখানো হবে টেলিছবি বসন্ত মেঘ। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী, জুলফিকার চঞ্চল, রাশেদ শাওন, দিলরুবা তুশি প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ।
আতিফ ও কানিজ স্বামী-স্ত্রী। তারা একই প্রাইভেট ফার্মে চাকরি করে। ধীরে ধীরে তাদের সংসারে নামে অশান্তি। দুজনের মধ্যেই অবিশ্বাস বাসা বাঁধে। বাড়তে থাকে সন্দেহ। এই নিয়ে চলে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি। একপর্যায়ে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। উকিলকে সব খুলে বলে। উকিল তাদের বোঝানোর চেষ্টা করে। আরেকটু ভাবতে বলে। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড়।
পরদিন তারা অফিসে গেলে দুজনকেই এমডি তার রুমে ডেকে অফিসের কাজে দুজনকেই কক্সবাজার যাওয়ার নির্দেশ দেন। তারা দুজনই পড়ে যায় বিপাকে। কক্সবাজারে গিয়ে আতিফ-কানিজের দেখা হয় ওই উকিলের সঙ্গে। তারা চমকে ওঠে।

নিপুণ
যা দেখবেন নিপুণ...
চিত্রনায়িকা নিপুণ এবার টিভিতে একেবারে অল্পকিছু কাজ করেছেন। এরই মধ্যে একটি সকাল আহমেদ পরিচালিত টেলিছবি অভিনেত্রী। এটি দেখানো হবে এসএ টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে। টেলিছবিতে অভিনেত্রী নিপুণকে ‘অভিনেত্রী’ হিসেবেই দেখা যাবে। নিপুণও নিজেকে এমন চরিত্রে দেখতেই ভালোবাসেন। তাই ঈদের সময় তিনি টিভি পর্দায় চোখ রাখবেন এই টেলিছবি দেখার জন্য। পাশাপাশি নিপুণ চরিত্র: ভোটার নামে মাসুদ সেজানের ঈদ ধারাবাহিকেও অভিনয় করেছেন। ঈদের প্রথম সাত দিন সুযোগ পেলেই নিপুণ রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে সেই ধারাবাহিকটি দেখতে চান। আর দেখবেন চলচ্চিত্রবিষয়ক ঈদের অনুষ্ঠানগুলো।
Source: Prothom alo
Share:

Facebook

Search This Blog

News Archive

Blog Archive