টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার মেহরীন ইসলাম নিশার সঙ্গে কাজ করলেন এ অভিনেত্রী। ‘মৃত্তিকা ও মারিয়ার গল্প’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে এমনটাই জানিয়েছেন নাটকটির নির্মাতা সীমান্ত সজল।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ত্রিশোর্ধ স্মার্ট, গোছানো ও সুখী রমণী মৃত্তিকা। সব সময় স্বামী রেশাদ চৌধুরী ও পুত্র অর্পণকে নিয়ে ব্যস্ত থাকেন।
অন্যদিকে মারিয়া গ্রেইগ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ক্রিয়েটিভ ডিরেক্টর। স্কটল্যান্ডে পড়ার সময় কলকাতার বিশ্বজিৎ দত্তের সঙ্গে পরিচয়। তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিয়েটা বেশিদিন টেকেনি। তাই বাংলাদেশে ফিরে আসেন তিনি।
ইভেন্টের কাজ করতে গিয়ে মারিয়া গ্রেইগের সাথে পরিচয় হয় রেশাদ চৌধুরীর। প্রথম দেখাতেই মুগ্ধ মারিয়া। ঘটনাক্রমে একটি রেস্তোরাঁয় মৃত্তিকা ও মারিয়ার মধ্যেও পরিচয় হয়। কারণ দুজন একই রকম শাড়ি পরেছিলেন। তারা এও জানেন না দুজনই অপেক্ষা করছেন একই ব্যক্তির জন্য। ’
এতে মৃত্তিকা চরিত্রটি রূপায়ন করেছেন বাঁধন। মারিয়া চরিত্রে দেখা যাবে মেহরীন ইসলাম নিশাকে।
জহির করিমের রচনা ও চিত্রনাট্যে সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ৭ জুলাই রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।
টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার মেহরীন ইসলাম নিশার সঙ্গে কাজ করলেন এ অভিনেত্রী। ‘মৃত্তিকা ও মারিয়ার গল্প’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে এমনটাই জানিয়েছেন নাটকটির নির্মাতা সীমান্ত সজল। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ত্রিশোর্ধ স্মার্ট, গোছানো ও সুখী রমণী মৃত্তিকা। সব সময় স্বামী রেশাদ চৌধুরী ও পুত্র অর্পণকে নিয়ে ব্যস্ত থাকেন। অন্যদিকে মারিয়া গ্রেইগ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ক্রিয়েটিভ ডিরেক্টর। স্কটল্যান্ডে পড়ার সময় কলকাতার বিশ্বজিৎ দত্তের সঙ্গে পরিচয়। তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিয়েটা বেশিদিন টেকেনি। তাই বাংলাদেশে ফিরে আসেন তিনি। ইভেন্টের কাজ করতে গিয়ে মারিয়া গ্রেইগের সাথে পরিচয় হয় রেশাদ চৌধুরীর। প্রথম দেখাতেই মুগ্ধ মারিয়া। ঘটনাক্রমে একটি রেস্তোরাঁয় মৃত্তিকা ও মারিয়ার মধ্যেও পরিচয় হয়। কারণ দুজন একই রকম শাড়ি পরেছিলেন। তারা এও জানেন না দুজনই অপেক্ষা করছেন একই ব্যক্তির জন্য। ’ এতে মৃত্তিকা চরিত্রটি রূপায়ন করেছেন বাঁধন। মারিয়া চরিত্রে দেখা যাবে মেহরীন ইসলাম নিশাকে। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ৭ জুলাই রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।
Source: bd-pratidin
0 comments:
Post a Comment