Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Saturday, July 8, 2017

হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীসহ ৪ জঙ্গি গ্রেপ্তার By JasHim Bangla News

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা মাহফুজ সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানিয়েছে, মাহফুজ সোহেল নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়্ত্বি পালন করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে শিবগেঞ্জর পুশকিনি এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক অন্য তিনজন হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল।
তিনি আরও জানান, আটক মাহফুজ সোহেল রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারের পর কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের নিয়ে ঢাকা রওনা হয়েছে। 


Source:Dainik Amader Shomoy
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive