ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি দেশটির নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে অভিনন্দন জানাতে গিয়ে হাস্যকর ভুল করে বসেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনুসারীদের হাসাহাসির কারণে সেই পোস্ট দ্রুতই মুছে ফেলেন ভারতীয় ক্রিকেটের সেনসেশনাল বয়।
বুধবার নারী বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি বিশ্বরেকর্ড গড়েন মিতালি। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করার পাশাপাশি মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও বনে তিনি। দারুণ কীর্তির জন্য মিতালিকে অভিনন্দন জানাতে দেরি করেননি কোহলি। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ফেসবুকে অভিনন্দন বার্তায় মিতালির জায়গায় ভারতের নারী দলের ব্যাটসম্যান পুনম পাউটের ছবি ব্যবহার করেন। বিষয়টি হাস্যরসের সৃষ্টি করলে দ্রুতই তা 'রিমোভ' করে দেন কোহলি।
ইংল্যান্ড নারী দলের সাবেক ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস ৫৯৯২ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলার পথে তাকে ছাড়িয়ে যান মিতালি রাজ।
মিতালির কীর্তির দিনে ব্যাট হাতে ঝলক দেখান পুনম; ভুলে যার ছবি ব্যবহার করেছিলেন কোহলি। এলিস প্যারিস বলে ডিপ বেকওয়ার্ড স্কয়ারে নিকোলে বোল্টনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১৩৬ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন পুনম।
Souce:Samakal
Thursday, July 13, 2017
Home »
Cricket
,
JasHim Bangla News Today
,
JasHim Foundation
,
JasHim News
» কোহলির এ কেমন 'হাস্যকর' ভুল! By JasHim news 24
0 comments:
Post a Comment