Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Thursday, July 20, 2017

ঘর ভাঙল তাহসান-মিথিলার By Daily Bangla News

কয়েকদিন ধরে শোনা গুঞ্জন এবার সত্যি হলো— সম্পর্কের ইতি টানছেন দেশীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনুষ্ঠানিকভাবে যৌথ জীবন ভাঙার যৌথ ঘোষণা দিলেন এ তারকা জুটি; দুজনই স্বীকার করে নিলেন বিচ্ছেদের কথা।

তাহসানের ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়— ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা যৌথভাবে জানাচ্ছি যে, আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। কয়েকমাস ধরে আমাদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে সম্পর্কে না থেকে বরং আমরা আলাদা হয়ে যাব। আমরা বুঝতে পারছি এতে অনেকেই হতাশ হবেন এবং আমরা মন থেকে এজন্য দুঃখ প্রকাশ করছি।  আমরা সবসময় আমাদের সম্পর্ককে মর্যাদা দিয়ে এসেছি এবং আমরা আশা করছি বিচ্ছেদ হওয়ার পরও তা অব্যাহত থাকবে। আমরা আশা করছি জীবনের এই কঠিন মুহূর্তে আপনারা আমাদের সহমর্মিতা দেখাবেন। তাহসান ও মিথিলা।'

২০০৬ সালের ৩ আগস্ট মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান রহমান খান। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ দম্পতির কোল জুড়ে আসে একটি কন্যাসন্তান। তারা মেয়ের নাম রাখেন আইরা তাহরিম খান। দর্শকের কাছে জুটি হিসেবে তারা বেশ পছন্দের ছিলেন।

Source:Alokito Bangladesh

Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive