Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, July 18, 2017

বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি : আমির |JasHim bangla news

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান নির্বাচন করাটা ক্রিকেট বিশ্বের জন্য কঠিন হলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পষ্ট করে বলেছেন, আর কেউ নন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

সম্প্রতি নিজের টুইটারে আয়োজিত এক চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় বর্তমান সময়ে তার প্রিয় সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাইলে বাঁ-হাতি এ পেসার লিখেছেন ‘বিরাট কোহলি’।

জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলয়ামসন এবং কোহলির মধ্যে বর্তমানে সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের জবাবে ২৫ বছর বয়সী এ পেসার পুনরায় বলেন, ‘তারা সকলেই ভাল তবে নির্দিষ্ট করে বিরাট কোহলি। ’

গত মাসে ইংল্যান্ডে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ হিসেবে পরিচিত ভারতীয় দলকে নিজের ওপেনিং স্পেলেই ধ্বসিয়ে দেন আমির। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার তিন উইকেটই দখল করেন ম্যাচ ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকা আমির। ফাইনালে কোহলির ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারাতে পাকিস্তানের পক্ষে মূল ভূমিকাও রেখেছেন তিনি।  

চ্যাট অধিবেশনে পাকিস্তানি এ পেসার নিজের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের উইকেট শিকারের আনন্দের কথাও উল্লেখ করেন।

চ্যাম্পিয়ন্স লীগে ২০০৯ আসরে লীগ পর্বে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত ম্যাচে ৮ রান করা টেন্ডুলকারের উইকেট শিকার করেছিলেন আমির।

Source:bd-pratidin
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive