যাত্রটা খুব বেশি দিন আগে নয়। এরই মধ্যে শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। তারই স্বীকৃতি হিসেবে এবার পেলেন ইউটিউবের সিলভার প্লে বাটন। গত ১৮ জুলাই (মঙ্গলবার) এ পুরস্কার হাতে পান জনপ্রিয় কন্ঠশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার ধ্রুব গুহ।
প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব অতিক্রম করায় ধ্রুব মিউজিক স্টেশনকে ইউটিউব কর্তৃপক্ষ সিলভার প্লে বাটন সম্মাননা প্রদান করেছে। উল্লেখ্য প্রতিষ্ঠিানটির ইউটিউবের বর্তমান সাবস্ক্রাইবার দুই লাখের উপরে।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার কন্ঠশিল্পী ধ্রুব গুহ-শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকসহ ধ্রুব মিউজিক স্টেশনের সব ভিডিওর সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীর পাশাপাশি দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই সম্মাননা কেবল ধ্রুব মিউজিক স্টেশনের নয়, পুরো বাংলাদেশের, সকল বাংলা সঙ্গীত প্রেমীদের। সেইসঙ্গে এও জানান, ধ্রুব মিউজিক স্টেশন প্রতিষ্ঠার পর থেকে বাংলা সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও ধ্রুব মিউজিক স্টেশন তাদের এই ধারা অব্যাহত রাখবে।
Source:Alokito Bangladesh
0 comments:
Post a Comment