বিশ্বের সবচেয়ে বড় মার্কিন ই-কমার্স সাইট অ্যামাজন ‘অ্যানিটাইম’ নামে নিজস্ব মেসেজিং অ্যাপ উন্মোচনের লক্ষ্যে কাজ করছে।
এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য ফিচারগুলোর জন্য এরই মধ্যে গ্রাহক জরিপ শুরু করছে অ্যামাজন। জরিপ করা হলেও আসলে পণ্যটি কী হতে যাচ্ছে, এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।
এর আগে এফটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘অ্যানিটাইম হতে পারে অল-ইন-ওয়ান ফিচারযুক্ত সেবা, যা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।’ এতে মেসেজিং, ভয়েস ও ভিডিও কল এবং ছবি শেয়ারিংয়ের ওপর বেশি নজর দেয়া হবে।
অ্যাপটিতে ব্যবহারকারী ছবি এবং ভিডিওতে ফিল্টার যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীকে এতে উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি স্টিকার ও জিফ ব্যবহার করতে এবং গেম খেলতে পারবেন গ্রাহকরা।
অ্যামাজনের চালানো জরিপের ছবি থেকে দেখা গেছে, সেবাটি সুরক্ষিত ও সংকেতায়িত হবে। আর অনেকগুলো ডেস্কটপ ও মোবাইল ডিভাইসে এটি চালানো যাবে।
সাম্প্রতিক সময়ে মেসেজিং ও যোগাযোগ মাধ্যমের বাজারে এরই মধ্যে প্রবেশ করেছে অ্যামাজন। ব্যবসায়িক গ্রাহকদের জন্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘চাইম’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সূত্র : প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার
Source:Alokito Bangladesh
Thursday, July 20, 2017
Home »
JasHim Bangla News Today
,
JasHim Foundation
,
JasHim News
» অ্যানিটাইম’ নামে নিজস্ব অ্যাপ বানাচ্ছে অ্যামাজন By JasHim Bangla News
0 comments:
Post a Comment