Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Wednesday, July 19, 2017

চিকুনগুনিয়ায় আক্রান্ত : অভিনেতা আবদুর রাতিনের ইন্তেকাল By Bangla news Daily

বিশিষ্ট চলচ্চিত্র, বেতার, মঞ্চ ও নাট্যাভিনেতা আবদুর রাতিন আর নেই। রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। আজ বাদ যোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কিছুদিন আগে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে রাজধানীর পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল শক্তিমান এ অভিনেতাকে। কিন্তু চিকনগুনিয়া থেকেই তার কিডনী ও লিভারে সমস্যা দেখা দেয়। শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন তিনি। এর মধ্যে গত ৬ জুলাই ব্রেইনস্ট্রোক হয় তার। এরপর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। তারপর অসংখ্য ছবিতে অভিনয় করেন। এছাড়া তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যা প্রায় শতাধিক।

Source: Daily Nayadiganta
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive