Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Thursday, July 20, 2017

নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ধোনিকে By Daily Bangla News

ব্যাটের আকৃতি নিয়ে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন নিয়ম করায় নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাটের আকৃতি সম্পর্কিত নতুন নিয়মটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। তাই পহেলা অক্টোবর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন ব্যাটের আকৃতিতে খেলতে হবে ধোনিকে।
ব্যাটে-বলে ভারসাম্য আনতেই নতুন নিয়ম করেছে এমসিসি। এতোদিন নিয়মের বাইরে নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাট নিয়ে মাঠে নামতেন ব্যাটসম্যানরা। পুরু-ভারী ব্যাটের দিকেই বেশি নজর ছিলো ধোনির মত বিগ হিটারদের। কারন ব্যাট যত বেশি পুরু-ভারী হবে তত বেশি বাউন্ডারি হবে।
আগামী পহেলা অক্টোবর থেকে ব্যাটের মাপ হবে ৬৭ মিলিমিটার মোটা, ১০৮ মিলিমিটার চওড়া ও ৪০ মিলিমিটার এজ।
কিন্তু বর্তমানে ধোনির ব্যাটের এজ ৪৫ মিলিমিটার। পাশাপাশি ব্যাটের পুরুত্বও কমাতে হবে তাকে। তবে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নিজের পছন্দের ব্যাট দিয়েই মাঠে নামতে পারবেন ধোনি।
আন্তর্জাতিক অঙ্গনে নিজের পছন্দের ব্যাট দিয়ে শুধুমাত্র ধোনিই খেলেন না। এই তালিকায় আরও রয়েছেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। ব্যাটের সুবিধা নিয়ে সকলেই এখন বিধবংসী ব্যাটসম্যান। তাই নতুন নিয়ম হলে, পরবর্তীতে ব্যাট নিয়ে ব্যাটিং-এর সময় কিছুটা সমস্যাতেই পড়বেন ধোনি-গেইল-ওয়ার্নাররা।
ধোনি-গেইল-ওয়ার্নারদের ব্যাটের আকৃতি পরিবর্তন হলেও, ভারত অধিনায়ক বিরাট কোহালি-দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স-অস্ট্রেলিয়ার দলপতি স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের দলনেতা জো রুটের নতুন নিয়মে কোনও সমস্যা হবে না। কারণ এদের সকলেই বেশ আগ থেকেই ক্রিকেট আইন মেনেই ব্যাট ব্যবহার করছেন। সবাই এখন ৪০ মিমির চেয়েও কম পুরুত্বের ব্যাট ব্যবহার করেন।

Source:Alokito Bangladesh
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive