Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, July 18, 2017

অন্ধকারে স্মার্টফোন ব্যবহার ডেকে আনতে পারে ভয়ানক বিপদ | Bangla News Daily

ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে হাত চলে যায় ফোনের দিকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোনের দিকে তাকিয়ে কাজ করতে করতে চোখ লেগে আসার শুনে মনে হবে, এ তো রোজকার বিষয়। কিন্তু এরকম রোজ চলতে থাকলে তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে চোখের উপরে।

‘গ্রিন ট্রি মেডিক’-এর একটি রিপোর্ট অনুযায়ী, ফোনের দিকে তাকিয়ে থাকার সময়ে, ফোন থেকে বেরিয়ে আসা সবুজ আলো চোখের পক্ষে ব্যাপক ক্ষতিকর। এমনকী, চোখের রেটিনা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। একই রকম ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কের এক ব্যক্তির জীবনে।

তিনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময়ে, টানা আধ ঘণ্টা অন্ধকার ঘরে ফোন ঘাঁটাঘাটি করতেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে চিকিৎসকরা দেখতে পান, ওই ব্যক্তি আই-ক্যানসারের শিকার। এই ব্যক্তির চোখের ক্যানসার এমন জায়গায় পৌঁছায় যে, চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি তাকে।

ফিংগার নামে একজন চোখ বিশেষজ্ঞের মতে, স্মার্টফোনের থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটে তার ফলেই অন্ধত্ব বা আই ক্যানসার হতে পারে।

Source:bd-pratidin
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive