Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, July 11, 2017

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড By JasHim Bangla news 24


লক্ষ্মীপুরে মা খায়রুন নেছাকে হত্যার দায়ে ছেলে হারুন অর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম জানান, ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত হারুন অর রশিদের উপস্থিতে এ রায় প্রদান করেন।

তিনি আরও জানান, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে  পারিবারিক কলহের জের ধরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করে ছেলে হারুন অর রশিদ। পরে লাশ টয়লেটের ভিতরে গুম করে রাখে সে।

রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী পর দিন ১৮ জুলাই রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হারুন অর রশিদকে আসামি করা হয়।
Source- Samakal
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive