Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Wednesday, July 19, 2017

হোয়্যাটসঅ্যাপ ইউজারদের জন্য হুঁশিয়ারি By JasHim Bangla News

এখন বিশ্বে ম্যাসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘হোয়্যাটসঅ্যাপ’। প্রতি মুহূর্তে এর অবদানের অস্বীকার করা যায় না। কিন্তু আপনি কি জানেন এখন এই হোয়াটসঅ্যাপেই পাতা আছে ফাঁদ?
সাবধান না হলে হ্যাক হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার যাবতীয় গোপন তথ্য। এমনকি চুরি যেতে পারে আপনার গচ্ছিত সঞ্চয়। এতদিন পর্যন্ত সবার জানার ছিল এই ধরণের ঘটনা বেশি ঘটে ফেসবুকে। এবার ফেসবুকের পাশাপাশি সাইবার অপরাধীরা এখানেও হানা দিয়েছে। ইংল্যান্ডে সম্প্রতি এই জনপ্রিয় সোশ্যাল অ্যাপকে ব্যবহার করে ব্যাংক ডিটেলস হ্যাক করার ঘটনা ঘটেছে।
আমরা অনেক সময় আমাদের চটজলদি কাজের জন্যে হোয়াটসঅ্যাপে নিজেদের গুরুত্বপূর্ণ সব তথ্য ম্যাসেজের মাধ্যেমে অপরজনকে জানায়। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। বিভিন্ন দেশের হোয়াটঅ্যাপ ইউজাররা কেউই এখনো সাইবার হ্যাকারদের এই অপরাধের শিকার না হলেও টেকনোলজি এক্সপার্ট অনুমান করছে খুব তাড়াতাড়ি যেকোনো সময় হামলা চলতে পারে। তাই আগাম সতর্ক থাকা উচিত। সতর্ক বার্তা জানিয়েছে হোয়াটসঅ্যাপের শীর্ষ কর্তারাও। এই মুহূর্তে গোটা বিশ্বের ১০০ কোটির ওপর হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে।
হোয়াটসঅ্যাপের শীর্ষ কর্তারা জানিয়েছেন, ‘আমাদের নথি অনুযায়ী আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের এক বছরের ট্রায়াল পিরিয়ডের মেয়াদ শেষ। আর এর কারণে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আর কোনো ম্যাসেজের আদান-প্রদানও হবে না। কোনো রকম প্রতিবন্ধতা ছাড়া, বিরামহীনভাবে পরিসেবা চালিয়ে যেতে হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব করুন…’, এই ম্যাসেজের মাধ্যমেই ফাঁদ পেতেছে হ্যাকাররা। এরকম কোনো ম্যাসেজ পেলে তা এড়িয়ে চলুন। যে বা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই সাইবার অপরাধ সংগঠিত করছে তাদের খুঁজে বার করা এবং যাবতীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে বলে জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে।

Source: Daily Nayadiganta
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive