Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Thursday, July 6, 2017

ধর্ষণের কথা স্বীকার করেছে ইভান: র‌্যাব By JasHim Bangla News

রাজধানীর বনানীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাহাউদ্দিন ইভান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। বাহাউদ্দিনকে (২৮) গ্রেপ্তারের বিষয়ে আজ শুক্রবার নিজেদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে র‌্যাব।

ব্রিফে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের পর বাহাউদ্দিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার বিষয়ে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। এখন তাঁকে বনানী থানায় হস্তান্তর করা হবে।এর আগে

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেকে আনে ইভান। এরপর ওই তরুণীকে ধর্ষণের পর গভীর রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। ইভানের বিরুদ্ধে  এসব  অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Source: mzamin
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive