আগামী এক থেকে দেড় মাস বন্যার্ত মানুষের পাশে থেকে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেছেন, বন্যার্ত এসব মানুষের জন্য রিলিফের পাশাপাশি তাদের স্থায়ী সমাধানের ব্যাবস্থা করা হবে। যেসব এলাকায় বাঁধের কারণে নদী তীরবর্তী এলাকার মানুষ দুর্ভোগে পড়েন, সেসব এলাকায় বাঁধগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযের সচিব শাহ কামাল, পুলিশ সুপার জাকির হোসেন খানসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী এদিন ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নের ২ হাজার ৭ শত ২৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও নগদ টাকা বিতরণ করেন।
Source:bd-pratidin
0 comments:
Post a Comment