Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Thursday, July 20, 2017

অনলাইন প্রশিক্ষণ সেবা চালু করল ক্রিয়েটিভ ই-স্কুল By Daily Bangla News


আন্তর্জাতিক অনলাইন ট্রেনিং প্লাটফর্মের সহযোগিতায় ক্রিয়েটিভ ই-স্কুল নামে অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ১৯ জুলাই রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শম্পা পারভীন, ডিরেক্টর অপারেশন্স জেমস পল সরকারসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মনির হোসেন বলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১০ বছর ধরে আইটি প্রফেশনাল গড়ে তুলতে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর ক্যারিয়ারে সাফল্য এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে ও প্রবাসীদের থেকে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুরোধ পাচ্ছিলাম। তারই প্রেক্ষাপটে ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন কার্যক্রম শুরু করছি। এখন থেকে গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী, ঢাকার বাইরের বা প্রবাসের যে কেউ সহজেই এ অনলাইন স্কুলে প্রশিক্ষণ নিতে পারবেন। অপারেশন্স ডিরেক্টর জেমস পল বলেন, এখন দূরত্ব কোনো বিষয় নয়। বাংলাদেশে অনলাইনে ভালো মানের প্রশিক্ষণ সেবা দিতে ক্রিয়েটিভ ই-স্কুল বড় মাধ্যম হয়ে উঠবে। এমন একটি প্রযুক্তি ব্যবহার করে এ অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে, যেখানে খুব সামান্য ব্যান্ডউইথের মাধ্যমেও কোনো বাফারিং ছাড়া ভিডিও দেখা ও ক্লাস করা যাবে। এজন্য সাধারণ পিসি হলেও চলবে, দরকার হবে শুধু একটি ওয়েবক্যাম ও হেডফোনের। প্রশিক্ষণের তালিকায় রয়েছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), অ্যাপস ডেভেলপমেন্ট, ইন্টেরিয়র ডিজাইন ও ভিডিও এডিটিং। অনুষ্ঠানে জানানো হয়, ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন প্রশিক্ষণে ১০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। অনলাইন প্রশিক্ষণে আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। 
আবেদন করতে পারবেন goo.gl/2dneZj এ ঠিকানায়। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে বিনামূল্যে ক্রিয়েটিভ ই-স্কুলে প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে। যারা প্রশিক্ষণের সুযোগ পাবেন, তারা পরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার ক্ষেত্রেও যাবতীয় সহযোগিতা পাবেন।

Source:Alokito Bangladesh
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive