বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি’তে (উচ্চ মাধ্যমিক) পাশের হার ৭০.২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫জন শিক্ষার্থী।
রবিবার দুপুর দেড়টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। এবার বরিশাল বোর্ডের আওতাধীন ১১৬টি কেন্দ্রে ৩২৯টি কলেজের ৬০ হাজার ৪শ’৮৬জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেছে ৪২ হাজার ৫০৭জন পরীক্ষার্থী। এবার বরিশাল বোর্ডে ৬টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। অপরদিকে বোর্ডের আওতাধীন পিরোজপুরের ২টি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য (ফেল) করেছে।
এদের মধ্যে ভান্ডরিয়ার বিহারী পাইলট হায়ার সেকেন্ডারী স্কুল এন্ড কলেজ থেকে ৩ জন এবং নেছারাবাদের সেহাঙ্গল হাইস্কুল এন্ড কলেজ থেকে ২জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কারন দর্শানোর নোটিশ দেওয়া ছাড়াও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।
এদিকে বোর্ডে পরিসংখ্যান ভিত্তিক ফল ঘোষণার পর পরই কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন উত্তীর্ণ শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের কৃতিত্ব শিক্ষক এবং অভিভাবকদের দিয়েছেন কৃতি শিক্ষার্থীরা।
গত বছর (২০১৬) বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৬১ হাজার ৫৩৮জন। পাশের হার ছিলো ৭০.১৩ভাগ। এদের মধ্যে পাশ করেছিলো ৪৩ হাজার ১৫৭জন। জিপিএ-৫ পেয়েছিলো ৭৮৭জন।
Source: bd-pratidin
0 comments:
Post a Comment