Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Wednesday, July 26, 2017

টানা বর্ষণে রাজধানীবাসী চরম দুর্ভোগে

কয়েকদিনের টানা ও ভারী বৃষ্টিতে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কখনো থেমে থেমে বৃষ্টি আবার কখনো টানা বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। 
 
সারাদিনের বৃষ্টিতে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। রাস্ত-ঘাট তলিয়ে গেছে পানিতে। শহরের অলি-গলিতে কোথাও হাঁটু পানি আবার কোথাও দেখা যাচ্ছে কোমর পানি। এ অবস্থায় যান-বাহনও চলার অবস্থায় নেই সিটি করপোরেশনের রাস্তাগুলোতে। আর কোনো যাত্রী যদি কোনো রিকশাও পাচ্ছেন সেখানে ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ। 
 
বৃষ্টির কারণে যানজট লেগে আছে সারাদিন ধরে। বৃষ্টির সঙ্গে যানজট জনজীবন দুর্বিষহ করে তুলেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যেতে পারে। আজ বুধবার সকাল থেকে সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
Share:

প্রমিজ করছি, সামনে বছর আর জলাবদ্ধতা দেখবেন না: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন বলেন, ‘আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’
 
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।’
Share:

Sunday, July 23, 2017

চীনকে চাপে রাখতে নতুন পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন by JasHim bangla news 24

চীনকে চাপে রাখতে নতুন পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। আর তাঁর পরিকল্পনাকে সবুজ সঙ্কেত দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের ‘আধিপত্য’ রুখতে আরও স্বাধীনতা দেওয়া হল মার্কিন নৌবাহিনীকে।

জানা গেছে, নতুন পরিকল্পনা অনুযায়ী, সারা বছর দক্ষিণ চীন সাগরে টহল দিবে মার্কিন যুদ্ধজাহাজ। ওই এলাকায় গতিবিধির অনুসরণের জন্য অনেক বেশি স্বাধীনতাও দেওয়া হয়েছে নৌবাহিনীকে। ফলে বারাক ওবামার শাসনামলে এই বিষয়ে প্রতিটি সিদ্ধান্তে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হতো। এবার আর  তা  দরকার পড়বে না।

অন্যদিকে নতুন এই পরিকল্পনাতে কিছুটা হলেও সুবিধা হবে ভারতের। কারণ সামরিক পর্যবেক্ষকদের মতে, নতুন মার্কিন পরিকল্পনা কার্যকর হলে দক্ষিণ চীন সাগরে প্রবল চাপে পড়বে চীন। তার ফলে ভারত বা জাপানের উপরে চাপ বাড়ানো বেইজিংয়ের পক্ষে কঠিন হয়ে পড়বে। আর তাই এখন মার্কিন এই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ভারত সহ বেশ কয়েকটি দেশ।

দক্ষিণ চীন সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন। একের পর এক বিতর্কিত দ্বীপে মিসাইল লঞ্চার থেকে যুদ্ধবিমানের রানওয়ে, রেডার মোতায়েন করে চলেছে দেশটি। এই সমস্ত এলাকাতে নিজেদের প্রভাব বিস্তার করতেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বেইজিং। আর তা রুখে দিতেই মার্কিন নৌবাহিনীর পালটা এই সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তকে সবুজ সঙ্কেত দিল ট্রাম্প-প্রশাসন।

Source: bd-pratidin
Share:

ইউএনওকে নাজেহালের ঘটনায় ৬ পুলিশ প্রত্যাহার By Bangla News 24

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে নাজেহালের ঘটনায় বরিশাল আদালতের ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- এসআই নিরিপেন দাশ, এটিএসআই শচীন ও মাহবুব এবং কনস্টেবল জাহাঙ্গীর, হানিফ ও সুখেন।

এই পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার নাসিরুদ্দিন।

পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্র ছাপানোয় বরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আওয়ামী লীগের এক নেতা। বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি আমন্ত্রণপত্রে ব্যবহারের অভিযোগের ওই মামলায় গত বুধবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন নাকচ করে তাকে হাজতে পাঠানো হয়। দুই ঘণ্টা পর আবার জামিন দেন একই বিচারক।

আদালত প্রাঙ্গনে বর্তমানে বরগুনা সদরের ইউএনও তারিককে পুলিশ ধরে নেওয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। ক্ষোভ প্রকাশ করে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিবৃতি দেয় সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

এ ঘটনায় সারাদেশে ব্যাপক সমালোচনার মধ্যে মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আর এ ঘটনার পরিপেক্ষিতে প্রত্যাহার করা হয় সেদিন বরিশাল আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যকে।

Source: bd-pratidin
Share:

যেসব সমস্যা থাকলে এড়িয়ে চলবেন আদা By Bangla News 24

আদা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। চিকিৎসকরা সব সময়ই বলেন আদা খাওয়ার জন্য। কিন্তু সেই সঙ্গে তারা এটাও বলেন যে, সব অবস্থায় আদা খাওয়া মোটেই উচিত নয়। তাই জেনে নিন, কখন কখন এড়িয়ে চলবেন আদা !

১। আদার মধ্যে এমন অনেক পদার্থ থাকে যা পেশীর স্বাস্থ্য ভাল রাখতে ও হজমে সাহায্য করে। প্রেগন্যান্সিতে বেশি আদা খেলে তা পেশীর সংকোচন ঘটিয়ে প্রিটার্ম লেবরের সম্ভাবনা থাকে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খান।

২। আদা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ওবেসিটি বা ডায়াবেটিসের সমস্যায় তাই আদা খুবই উপকারি। আবার হিমোফিলিয়ার সমস্যা থাকলে আদার এই গুণ নেগেটিভ প্রভাব ফেলতে পারে। হিমোফিলিয়া বংশগত ডিজঅর্ডার। হিমোফিলিয়ার ওষুধের সঙ্গে আদা খেলে তা ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটাতে পারে।

৩। হাইপারটেনসন বা ডায়াবেটিসের ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে চলাই ভাল। আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয়। তাই সাধারণ ভাবে আদা খাওয়া উপকারি হলেও ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে আদা।

৪। যদি আপনি ওজন বাড়ানোর চেষ্টা করে থাকেন তা হলে আদাযুক্ত খাবার বা আদা চা খাওয়া এড়িয়ে চলুন। আদার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। যা পাকস্থলীর পিএইচ মাত্রা বাড়িয়ে দিয়ে পৌষ্টিকতন্ত্রকে উত্তেজিত করে তোলে।

Source: bd-pratidin
Share:

৫০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজার কর্মচারী নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর By JasHim News

চিকিৎসা খাতে সারাদেশে ৫০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজার কর্মচারী নিয়োগের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এমপি। রবিবার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ শয্যার ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনের পর মন্ত্রী আইসিইউ ইউনিট ঘুরে দেখেন। আইসিইউ’র বিভাগের সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বরিশাল-৩ আসনের এমপি শেখ টিপু সুলতান এমপি সহ সরকারী বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

আইসিইউ ইউনিট থেকে বেড়িয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, শেরে-ই বাংলা মেডিকেলের বর্ধিত ভবনের অসমাপ্ত কাজ যত দ্রুত সম্ভব শুরু এবং শেষ করার জন্য তিনি সংশ্লিস্টদের নির্দেশ দিয়েছেন। আড়াই শ’ শয্যা বিশিস্ট বর্ধিত ভবনটির নির্মান কাজ শেষ হলে হাসপাতালের রোগী সংকুলানে স্থান সংকটের সমাধান হবে।  

শেরে-ই বাংলা মেডিকেলে কর্মচারী সংকট প্রকটের বিষয়ে মন্ত্রী বলেন, শুধু বরিশাল নয়, আইনগত জটিতলার কারনে সারা দেশে কর্মচারী সংকট রয়েছে। জটিলতা কাটিয়ে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে। কর্মচারী নিয়োগ হয়ে গেলে শুধু বরিশালেই নয়, সারা দেশে কর্মচারী সংকটের সমাধন হবে বলে তিনি আশাবাদী।  

পরে মন্ত্রী মেডিকেল কলেজের সভাকক্ষে শেরে-ই বাংলা মেডিকেলের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটি এবং চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় স্বাস্থ্য মন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম।  

জবাবে মন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে বর্ধিত ভবনের কাজ সম্পন্ন করে চালু করার প্রতিশ্রুতি দেন। এছাড়া সারা দেশে ৫০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজার কর্মচারী নিয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন। এসময় দেশে কোন নার্স সংকট নেই বলেও সভায় জানান মন্ত্রী।  

এরপর স্বাস্থ্য মন্ত্রী মেডিকেল কলেজের অডিটরিয়ামে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের আহ্বানে বরিশাল বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।  

প্রসঙ্গত ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ৫শ’ শয্যার শেরে-ই বাংলা মেডিকেলে গড়ে রোগী ভর্তি থাকে দেড় হাজারেরও বেশী। সমস্যা সমাধানে গণপূর্ত বিভাগের মাধ্যমে হাসপাতালের মূল ভবনের পাশেই আড়াই শ’ শয্যা বিশিস্ট একটি ৫তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু গত ৭ বছর ধরে ভবন নির্মাণ কাজ বন্ধ থাকায় রোগীর স্থান সংকুলান দিন দিন আরো প্রকট হচ্ছে।

Source: bd-pratidin
Share:

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫'এ ছেলেরা By JasHim News 24

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় পাস হারে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ-৫'র ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৬৫ দশমিক ৪৪।

শিক্ষাবোর্ডের প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৫ হাজার ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬৮ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী পাস করে।

বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৯০৩ জন ছাত্রের মধ্যে ১১ হাজার ৮৭৭ জন ও ১০ হাজার ৬১৪ জন ছাত্রীর মধ্যে ৮ হাজার ৬৫৯ জন ছাত্রী পাস করেছে। বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ২০ হাজার ৫৩৬ জন। ছেলেদের পাসের হার ৭৪.৬৮ ও মেয়েদের পাসের হার ৮১.৫৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭৭.৪৪ শতাংশ।

মানবিক বিভাগে ২৯ হাজার ৬৩ জন ছাত্রের মধ্যে ১৬ হাজার ৩১৫ জন ও ৩৪ হাজার ৫৪ জন ছাত্রীর মধ্যে ২১ হাজার ৭০০ জন ছাত্রী পাস করেছে। মানবিক বিভাগে মোট পাস করেছে ৩৮ হাজার ১৫ জন। ছেলেদের পাসের হার ৫৬.১৪ ও মেয়েদের পাসের হার ৬৩.৭২ শতাংশ। মানবিক বিভাগে গড় পাসের হার ৬০.২৩ শতাংশ।

বাণিজ্য বিভাগে ১০ হাজার ৭৬১ জন ছাত্রের মধ্যে ৬ হাজার ৮১০ জন ছাত্র ও ৫ হাজার ৫ জন ছাত্রীর মধ্যে ৩ হাজার ৬১১ জন ছাত্রী পাস করেছে। বাণিজ্য বিভাগে মোট পাস করেছে ১০ হাজার ৪২১ জন। ছেলেদের পাসের হার ৬৩.২৮ ও মেয়েদের পাসের হার ৭২.১৫ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৬৬.১০ শতাংশ।

তবে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ৯৮৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৭৯১ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ১৯৬ জন।  

ছাত্রীদের ভালো ফলাফল করার ব্যাপারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, পড়াশোনার ক্ষেত্রে ছাত্রীরা মনোযোগী হওয়ার কারণে এই ফলাফল হয়েছে।

Source: bd-pratidin
Share:

Facebook

টানা বর্ষণে রাজধানীবাসী চরম দুর্ভোগে

কয়েকদিনের টানা ও ভারী বৃষ্টিতে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কখনো থেমে থেমে বৃষ্টি আবার কখনো টানা বৃষ্টি পড়ছে। বৃষ্টি...

Search This Blog

News Archive

Blog Archive