Saturday, May 6, 2017
Home »
» কৃষ্ণ সাগরে ঢুকল মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার
কৃষ্ণ সাগরে ঢুকল মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার
মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার অস্কার অস্টিন কৃষ্ণ সাগরে ঢুকেছে। মার্কিন আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে পারস্পরিক তৎপরতা জোরদার করতে এটি কৃষ্ণ সাগরে গেছে বলে মার্কিন নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। এতে আরো বলা হয়েছে, গতকাল এটি কৃষ্ণ সাগরে ঢুকেছে। ন্যাটো মিত্রদের সমর্থনে পূর্ব ইউরোপের সাগরে তৎপরতা চালাবে অস্কার অস্টিন। অপারেশন আটলান্টিক রিজলভ’এর অংশ হিসেবে এ তৎপরতা চালান হবে। মার্কিন ৬ষ্ট নৌ বহরের তৎপরতার অংশ হলো কৃষ্ণ সাগর। আন্তর্জাতিক আইন মেনে এ অঞ্চলে মার্কিন নৌবাহিনী তৎপরতা চালায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। সূত্র: রেডিও তেহরান
সূত্র: amar-desh24
0 comments:
Post a Comment