Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Tuesday, May 23, 2017

এইচএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা, ১০০ খাতা উদ্ধার

সদ্য শেষ হওয়া উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা দেখানো হচ্ছে শিক্ষার্থীদের দিয়েআজ সোমবার তথ্য পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় চত্বরে মেয়েদের একটি হল থেকে রকম ১০০টি খাতা উদ্ধার করেছেন
খাতাগুলো ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মেএর বিষয় কোড ছিল ২৬৮পরীক্ষক কোড ৯৫০৪পরে জানা গেছে, এই কোডধারী শিক্ষকের নাম মো. আবুল কালামতিনি রাজশাহী শহরের একটি সরকারি কলেজের শিক্ষক
বিকেল চারটার দিকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম নগরের মতিহার থানার পুলিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের ফটকে অবস্থান নেনকিন্তু পুলিশ প্রক্টর হলের প্রাধ্যক্ষ ছাড়া ভেতরে যেতে রাজি হয়নিখবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর প্রক্টর মুজিবুল হক আজাদ প্রাধ্যক্ষ জিন্নাত ফেরদৌসী হলে আসেনতাঁরা ভেতরে গিয়ে হলের নম্বর ডরমিটরির একটি খাটের নিচ থেকে একটি ব্যাগে ভরা অবস্থায় ১০০ খাতা উদ্ধার করেনসন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা হল থেকে বেরিয়ে আসেনখাতাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়
পরে জানা গেছে, পরীক্ষক আবুল কালাম খাতাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থীকে দেখার জন্য দিয়েছিলেনওই শিক্ষার্থী খাতাগুলো তাঁর এক ছাত্রী বন্ধুকে দেনওই বন্ধু মন্নুজান হলের ডরমিটরির একজন আবাসিক শিক্ষার্থীসেখান থেকেই খাতাগুলো উদ্ধার করা হয়কোন ছাত্রীর কাছ থেকে খাতাগুলো পাওয়া গেছে, তা তাঁরা জানাতে পারেননি

সন্ধ্যায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার প্রথম আলোকে বলেন, পরীক্ষক আবুল কালামকে তাঁর কার্যালয়ে হাজির করা হয়েছেতাঁর বক্তব্য নেওয়া হচ্ছেতাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা পরে জানানো হবেতবে আবুল কালাম পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে দাবি করেন, তিনি খাতাগুলো শাহ মখদুম কলেজের শিক্ষক মাসুদকে দেখতে দিয়েছিলেনমাসুদই পরে খাতাগুলো অন্যত্র পাঠান
All credit and source: Prothom Alo
Share:

0 comments:

Post a Comment

Facebook

Search This Blog

News Archive

Blog Archive