Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Wednesday, May 24, 2017

মালালার ওপর হামলার ঘটনাটি আগেই লেখা

Malala Yousafzai
মালালা ইউসুফজাইয়ের ওপর ২০১২ সালে তালেবান হামলার ঘটনাটি ‘আগেই লেখা’ হয় বলে পাকিস্তানের এক নারী সাংসদ দাবি করেছেন।

ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পার্লামেন্ট সদস্য মুসারাত আহমাদজেব বলেন, মালালার পুরো ঘটনাটি বিবিসির জন্য ‘আগে লেখা’ হয়। পরে পরিকল্পনার অংশ হিসেবে সাজানো হামলা ঘটানো হয়।

উর্দু দৈনিক উম্মাতে এক সাক্ষাৎকারে মুসারাত আহমাদজেব বলেন, ‘মালালার ওপর হামলার ঘটনাটি আগেই লেখা হয়।’ তিনি অভিযোগ তোলেন, মালালাদের বাড়িতে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তিন মাস থাকেন। ভবিষ্যতে মালালা কী ভূমিকায় থাকবেন, এর প্রশিক্ষণ দেন ওই ব্যক্তি।

মুসারাত আহমাদজেব মালালার মাথায় আদৌ কোনো গুলি লেগেছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

আহমাদজেব টুইটারে বলেন, ‘মালালার মাথায় গুলি করা হয়, কিন্তু সোয়াতে যখন তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়, তখন কোনো গুলি পাওয়া যায়নি। কিন্তু পরে পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে পরীক্ষায় তাঁর মাথায় গুলি ধরা পড়ে।’

এ ছাড়া মালালার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সরকার বাড়ি নির্মাণের জন্য জমি দেন বলেও অভিযোগ করেন এই আইনপ্রণেতা। আর বিবিসিতে ছদ্মনামে মালালা ইউসুফজাই যে সময়ে লিখতেন বলে বলা হয়ে থাকে, তখন তিনি লিখতে জানতেন না বলে মন্তব্য করেন আহমাদজেব।

উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।
Share:

Tuesday, May 23, 2017

এইচএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা, ১০০ খাতা উদ্ধার

সদ্য শেষ হওয়া উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা দেখানো হচ্ছে শিক্ষার্থীদের দিয়েআজ সোমবার তথ্য পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় চত্বরে মেয়েদের একটি হল থেকে রকম ১০০টি খাতা উদ্ধার করেছেন
খাতাগুলো ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মেএর বিষয় কোড ছিল ২৬৮পরীক্ষক কোড ৯৫০৪পরে জানা গেছে, এই কোডধারী শিক্ষকের নাম মো. আবুল কালামতিনি রাজশাহী শহরের একটি সরকারি কলেজের শিক্ষক
বিকেল চারটার দিকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম নগরের মতিহার থানার পুলিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের ফটকে অবস্থান নেনকিন্তু পুলিশ প্রক্টর হলের প্রাধ্যক্ষ ছাড়া ভেতরে যেতে রাজি হয়নিখবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর প্রক্টর মুজিবুল হক আজাদ প্রাধ্যক্ষ জিন্নাত ফেরদৌসী হলে আসেনতাঁরা ভেতরে গিয়ে হলের নম্বর ডরমিটরির একটি খাটের নিচ থেকে একটি ব্যাগে ভরা অবস্থায় ১০০ খাতা উদ্ধার করেনসন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা হল থেকে বেরিয়ে আসেনখাতাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়
পরে জানা গেছে, পরীক্ষক আবুল কালাম খাতাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থীকে দেখার জন্য দিয়েছিলেনওই শিক্ষার্থী খাতাগুলো তাঁর এক ছাত্রী বন্ধুকে দেনওই বন্ধু মন্নুজান হলের ডরমিটরির একজন আবাসিক শিক্ষার্থীসেখান থেকেই খাতাগুলো উদ্ধার করা হয়কোন ছাত্রীর কাছ থেকে খাতাগুলো পাওয়া গেছে, তা তাঁরা জানাতে পারেননি

সন্ধ্যায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার প্রথম আলোকে বলেন, পরীক্ষক আবুল কালামকে তাঁর কার্যালয়ে হাজির করা হয়েছেতাঁর বক্তব্য নেওয়া হচ্ছেতাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা পরে জানানো হবেতবে আবুল কালাম পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে দাবি করেন, তিনি খাতাগুলো শাহ মখদুম কলেজের শিক্ষক মাসুদকে দেখতে দিয়েছিলেনমাসুদই পরে খাতাগুলো অন্যত্র পাঠান
All credit and source: Prothom Alo
Share:

লোডশেডিংয়ের কবলে দেশ

ঢাকায় বাড়ছে, জেলার অবস্থাও খারাপ : ঘাটতি ১৫শ মেগাওয়াট
রমজানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে নাঅথচ কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে মাহে রমজানচাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নাফলে লোডশেডিংয়ের কবলে পড়েছে সারা দেশেঢাকায় লোডশেডিং বাড়ছেঢাকার বাইরের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছেপ্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া না গেলে আগামীতে ঢাকাসহ জেলা পর্যায়ে লোডশেডিং আরও বাড়বেএতে বাড়বে মানুষের দুর্ভোগও
জানা গেছে, রোববার সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে হাজার ৭০০ মেগাওয়াট সময় সারা দেশে চাহিদা ছিল হাজার মেগাওয়াটের বেশিএতে সরকারি হিসাবেই ঘাটতি দাঁড়ায় হাজার ৩০০ মেগাওয়াটবেসরকারি হিসাবে ঘাটতি ১৫শ থেকে ১৭শ মেগাওয়াট কারণে দেশব্যাপী চরম লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকেসবচেয়ে বেশি লোডশেডিং করেছে আরইবি (পল্লী বিদ্যুতায়ন বোর্ড)।
আরইবির একটি সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক এক জেনারেল ম্যানেজার যুগান্তরকে বলেন, ঢাকার চাহিদা মেটাতে গিয়ে তাদের সরবরাহ অনেকাংশে কাটছাঁট করেছে পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। কারণে ঢাকার বাইরের সমিতিগুলোতে গড়ে - ঘণ্টা লোডশেডিং করতে হয়েছেকোথাও কোথাও আরও বেশিঢাকাকে আলোকিত রাখতে রাতে বেশিরভাগ গ্রামকে রাখা হচ্ছে অন্ধকারেবিদ্যুৎ সংকটে ঢাকার বাইরে অনেক শিল্পকারখানা সন্ধ্যার পর বন্ধ রাখতে হচ্ছেদিনেও অধিকাংশ কল-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না আরইবিরোববার আরইবির বিদ্যুৎ চাহিদা ছিল সাড়ে হাজার মেগাওয়াটকিন্তু তারা পেয়েছে সাড়ে হাজার মেগাওয়াটের মতোসংস্থার প্রেস কনসালট্যান্ট তালুকদার রুমী যুগান্তরকে বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলেই বাধ্য হয়ে তাদের লোডশেডিং করতে হচ্ছেতবে রমজানের আগে লোডশেডিং আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, রমজানে বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট করার টার্গেট আছে সরকারের কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র মেরামতের জন্য বন্ধ রাখতে হয়েছেএর মধ্যে মেঘনাঘাট, সিরাজগঞ্জ, আশুগঞ্জ, রংপুর, বড়পুকুরিয়াসহ বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছেকয়েকটি মেরামতের পর ইতিমধ্যে চালু হয়েছেএর মধ্যে রয়েছে ভেড়ামারার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রবাকিগুলো আগামী - দিনের মধ্যে চালু হলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবেতিনি আশা করছেন রমজানের আগেই লোডশেডিং শূন্য পর্যায়ে চলে আসবেতার মতে, অতিরিক্ত গরমের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় বর্তমানে লোডশেডিং করতে হচ্ছে
শনিবার রাতে হঠাৎ বন্ধ হয়ে যায় বেসরকারি বিদ্যুৎ কোম্পানি সামিট পাওয়ারের বিবিয়ানা ইউনিট -এর ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটিসামিট গ্রুপের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া মোহসেনা হাসান যুগান্তরকে বলেন, কারিগরি ক্রুটির কারণে শনিবার রাত সাড়ে ৯টায় তাদের বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়বর্তমানে মেরামতের কাজ চলছেশিগগিরই কেন্দ্রটি চালু হবে বলে তিনি আশা করছেন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সিলেট, হবিগঞ্জ আশপাশের এলাকায় ব্যাপক লোডশেডিং চলছেবিদ্যুতের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে
বর্তমানে বন্ধ আছে এরকম বিদ্যুৎ কেন্দ্রগুলো হল বিবিয়ানা ৩৪১ মেগাওয়াট, রংপুর ২০০ মেগাওয়াট, ভেড়ামারা ২১৪ মেগাওয়াট, বড়পুকুরিয়া ২১০ মেগাওয়াট, মেঘনাঘাট ৪২৫ মেগাওয়াট, সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট, আশুগঞ্জ ৩৬০ মেগাওয়াট
বিদ্যুৎ বিভাগের সচিব . আহমদ কায়কাউস বলেন, বর্তমানে সর্বোচ্চ হাজার ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড আছেরমজানে এটা বাড়িয়ে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন করা হবেএজন্য সব ধরনের প্রস্তুতি শুরু করেছে বিদ্যুৎ বিভাগপাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন এলাকায় পৌঁছানোর জন্য সঞ্চালন লাইনেরও সংস্কার করা হচ্ছে অবস্থায় রমজানে ইফতার-তারাবি সেহেরির সময় লোডশেডিং থাকবে নালোডশেডিং করতে হলে আগে থেকেই সংশ্লিষ্ট এলাকায় জানিয়ে দেয়া হবেএজন্য অগ্রিম শিডিউল তৈরি করে সবাইকে জানানো হবেতিনি বলেন, প্রথম রমজান থেকেই বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে
সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় চলতি গ্রীষ্ম মৌসুম আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আলোচনা হয়সভায় বলা হয়, রমজানে দোকানপাট, মার্কেট বিপণিবিতানগুলো খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন অনুসরণ করা হবেরমজানে পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা হবেএসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছেবিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছেসুপার মার্কেট, পেট্রুলপাম্প সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ করতে হবেইফতার তারাবির সময় এসি ব্যবহার বন্ধ, বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের নির্দেশনা দেয়া হয়
তবে সংশ্লিষ্টরা বলেছেন, এবারের পুরো রমজানজুড়ে গরম থাকবেএতে সারা দেশে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে অবস্থা তাতে রমজানে সরকারের টার্গেট অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট করা সম্ভব হবে নাএতে রোজাদারদের ভোগান্তির মুখে পড়তে হবেইফতারি, তারাবি সেহেরির সময় চাহিদা বেড়ে গেলে গ্রামের লোডশেডিং চরম আকার ধারণ করবেডিপিডিসি ডেসকোকে ঢাকায়ও বিভিন্ন স্থানে লোডশেডিং করতে হবেতাছাড়া ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলেও সঞ্চালন বিতরণ লাইন সংস্কার না হওয়ায় উৎপাদিত বিদ্যুৎ লাইনে সরবরাহ করা সম্ভব হবে নাদুর্বল বিতরণ লাইনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করলেই বিভিন্ন স্থান লাইন ট্রান্সফরমার জ্বলে যাবেএতে মানুষের ভোগান্তি আরও বাড়বে

তিতাস গ্যাস সূত্রে জানা গেছে রমজানে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিকল্প নেইইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন হয়নিবর্তমানে সারকারখানাগুলোতে ২১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতে হচ্ছেযা মোট উৎপাদিত গ্যাসের শতাংশের বেশিরমজানে পরিমাণ গ্যাস যদি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেয়া সম্ভব না হয় তাহলে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নাএতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট কোনোভাবেই অর্জন করা সম্ভব হবে না
Share:

Facebook

Search This Blog

News Archive

Blog Archive